কলকাতা Cyclone Dana: ভয় ছিল, কেন ততটাও ভয়াল রূপ নিল না দানা? জবাব দিলেন আবহাওয়া দফতরের শীর্ষ কর্তা Gallery October 25, 2024 Bangla Digital Desk যতটা গর্জাল, ততটা বর্ষাল না৷ ক্ষয়ক্ষতির নিরিখে ঘূর্ণিঝড় দানার ক্ষেত্রে সেকথা বলাই চলে৷ কারণ, দানা যতটা ভয়াল রূপে আছড়ে পড়বে বলে আশঙ্কা ছিল, তা হয়নি বলে স্বীকার করছেন আবহবিদরাও৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত এ দিন বলেন, ‘দানা ঘূর্ণিঝড়ের তীব্রতা কম হল কেন, সেটা আমাদেরও প্রশ্ন৷ এর পিছনে একাধিক কারণ থাকতে পারে৷ আমাদেরও সেটা পর্যালোচনা করে দেখতে হবে৷’ সোমনাথবাবু আরও জানিয়েছেন, ল্যান্ডফলের পর প্রথমে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে ওড়িশাতেই বিলীন হয়ে যাবে ঘূর্ণিঝড় দানা৷ খুব বেশি হলে লাগোয়া ছত্তীসগড়ে গিয়ে বিলীন হয়ে যাবে দানা৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ীই আজ ভোররাতে ওড়িশার ধামরার কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা৷ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার৷ আবহবিদরা অবশ্য আগেই জানিয়েছিলেন, শক্তির নিরিখে আমফানের মতো ঘূর্ণিঝড়ের কাছাকাছি আসবে না দানা৷ বাস্তবে সেই পূর্বাভাসও কার্যত মিলে গিয়েছে৷ একদিকে আবহাওয়া দফতরের নির্ভুল পূর্বাভাস, তার উপর ঝড়ের তীব্রতা প্রত্যাশার তুলনায় কম হওয়ায় ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম হয়েছে৷ যদিও দানার প্রভাবে ওড়িশার এবং পশ্চিমবঙ্গের বহু জেলায় টানা বৃষ্টি চলছে৷ আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে৷