উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন। দক্ষিণবঙ্গের পশ্চিমে দাবদাহ আর বাকি জেলায় চরম গরমে অস্বস্তি। সোমবার দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলেই অনুমান। আবহাওয়াবিদদের।

আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা, অপেক্ষা কতদিনের? দেখুন ভিডিও

আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা৷ তবে তার জন্য অন্তত সাতদিন অপেক্ষা করতে হবে৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ফলে বর্ষা আসার আগে পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়ার মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র দাবদাহের পরিস্থিতি চলবে বলেই জানিয়েছেন আবহবিদরা৷ দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির জন্য অপেক্ষায় সাধারণ মানুষ তখন অতিবৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের জেলাগুলি৷