২৬ মে থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ক্ষেত্রে এই ঝড় আছড়ে পড়ার ঘটনা ঘটতে পারে৷ এ ছাড়াও ২৬ ও ২৭ মে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷ এ ছাড়া মিজোরাম, ত্রিপুরা, মণিপুরেও ২৬-২৭ মে ভারী বৃষ্টি হতে পারে৷

Cyclone Remal update: ষষ্ঠ দফার ভোটের দিনই তৈরি হবে ঘূর্ণিঝড় রিমল? দেখুন ভিডিও

ষষ্ঠ দফার ভোটের দিনই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ৷ এমনই আশঙ্কার কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷ সম্ভবত ২৬ মে ওড়িশার বালাসোর থেকে সাগর উপকূলের মধ্যে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়৷ যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে৷ শনিবার পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী এলাকায় ভোট রয়েছে৷ ফলে ভোটের দিনই উপকূলবর্তী এলাকায় দুর্যোগ নেমে আসতে পারে৷