হাইভোল্টেজ রবিবার! ভোট পরবর্তী অশান্তির তদন্তে বঙ্গে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল

একুশের পর চব্বিশেও জোর ধাক্কা, রাজ্যে কোন পথে বিজেপি? দেখুন ভিডিও

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খেল বিজেপি৷ ২০১৯ সালে ১৮টি আসন পেলেও এবার বিজেপির প্রাপ্তি ১২টি আসন৷ অথচ শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির নেতারা রাজ্যে বিজেপি ৩০টির বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন৷ একই দাবি করেছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো দলের শীর্ষ নেতারা৷ যদিও ভোটে বিপর্যয়ের পর রাজ্য বিজেপি এবার কোন পথে এগোবে তা নিয়ে দলের অন্দরেই নানা প্রশ্ন এবং প্রস্তাব ঘোরাফেরা করছে৷ শেষ পর্যন্ত রাজ্য বিজেপি এই সঙ্কট কীভাবে কাটিয়ে ওঠে, তা  নিয়েই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷