Sajal Ghosh: টিকিট পেলেন সজল ঘোষ, রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

কলকাতা: বরানগর এবং ভগবানগোলায় উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল৷ বরানগরে বিজেপি প্রার্থী হচ্ছেন কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ৷ অন্যদিকে ভগবানগোলায় প্রার্থী করা হয়েছে ভাস্কর সরকারকে৷

কিছু দিন আগেই বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়৷ এর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি৷ এবার কলকাতা উত্তর কেন্দ্রে তাঁকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি৷ অন্যদিকে, বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের ভগবানগোলা আসনটি খালি হয়৷ এই দুই আসনেই আগামী ১ জুন উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷

আরও পড়ুন: বাড়িতে মিলেছিল লক্ষ লক্ষ টাকা! রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব করল ইডি

সজল ঘোষ গত পুরভোটে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন৷ রাজ্য বিজেপির অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি৷ লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার অন্যতম দাবিদারও ছিলেন সজল৷ তবে লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও উপনির্বাচনে তরুণ এই নেতাকে সুযোগ দিল দল৷

প্রার্থী হওয়ার পর সজল ঘোষ বলেন, ‘আমার উপরে আস্থা রাখায় দলকে ধন্যবাদ৷ আমার রাজনৈতিক গুরু তাপস রায়৷ তাঁর আশীর্বাদ নিয়েই আমি এগোব৷ উত্তর কলকাতায় আমাদের সংগঠন শক্তিশালী৷ আশা করছি দলকে আমি নিরাশ করব না৷’

রাজ্যে লোকসভা নির্বাচনে এখনও চারটি আসনে প্রার্থী ঘোষণা বাকি বিজেপির৷ তবে উপনির্বাচনের ক্ষেত্রে অবশ্য তৎপরতা দেখাল গেরুয়া শিবির৷ এই দুই আসনেই এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি তৃণমূল, বামফ্রন্ট অথবা কংগ্রেস৷