West Bengal Lok Sabha Elections 2024 Results : বাংলায় সবুজ ঝড়ে কে কোথায় জিতলেন? কত ভোটে? দুরন্ত চমক! এক ক্লিকে খুঁটিনাটি

কলকাতাঃ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত। ৪২ আসনের মধ্যে ২৯ আসনে জয়ী তৃণমূল, ১২ আসনে জয় পেল বিজেপি এবং ১ আসনে জয়ী কংগ্রেস। কোচবিহারে জয়ী জগদীশ চন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ারে জয়ী মনোজ টিগ্গা। জলপাইগুড়িতে জয়ী বিজেপির জয়ন্ত কুমার রায়। দার্জিলিংয়ে জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রায়গঞ্জে জয়ী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল, বালুরঘাটে জয় পেলেন বিজেপির সুকান্ত মজুমদার। মালদহ উত্তরে জয়ী বিজেপির খগেন মুর্মু। মালদহ দক্ষিণে জয়ী একমাত্র কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি।

জঙ্গিপুরে জয়ী তৃণমূলের খলিলুর রহমান। বহরমপুরে জয়ী ক্রিকেটর ইউসুফ পাঠান। মুর্শিদাবাদে জয় পেলেন তৃণমূলের আবু তাহের খান। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে পরাজিত করে জয় পেলেন মহুয়া মৈত্র। রানাঘাটে এবারেও জয় পেলেন বিজেপির জগন্নাথ সরকার। বনগাঁয় জয় পেলেন বিজেপির শান্তনু ঠাকুর।

আরও পড়ুনঃ কমে গেল ব্যবধান, শুরুতে পিছিয়ে শেষপর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!

ব্যারাকপুরে অর্জুন সিংকে হারিয়ে জয়ী তৃণমূলের পার্থ ভৌমিক। দমদমে জয় পেলেন সৌগত রায়। বারাসাতে চতুর্থবারের জন্য জয়ী কাকলি ঘোষ দস্তিদার। ভোট ঘোষণার পর প্রথমদিন থেকে বসিরহাট ছিল খবরের শিরোনামে। সেই বসিরহাট থেকে রেকর্ড ভোটে জয় পেলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম, রেখা পাত্রকে তিন লক্ষের বেশি ভোটে পারাজিত করেছেন। জয়নগরে জয় পেলেন তৃণমূলের প্রতীমা মণ্ডল। মথুরাপুর থেকে জয়ী জোড়া ফুল শিবিরের প্রার্থী বাপি হালদার।

ডায়মন্ডহারবার থেকে রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে (ববি) তিনি ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটে পরাজিত করেছেন। যাদবপুর থেকে জয়ী সায়নী ঘোষ, তিনি বিজেপি প্রার্থী অরিন্দম গঙ্গোপাধ্যায়কে আড়াই লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন। দক্ষিণ কলকাতায় জয়ী মালা রায়। উত্তর কলকাতাতেও তৃণমূলের জয়জয়কার, জিতলেন বিজেপির সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে জয়ী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে জয় পেলেন সাজদা আহমেদ।

আরও পড়ুনঃ চরম রেগে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এলেন, একরাশ ক্ষোভ উগরে হিরণ যা বললেন…

শ্রীরামপুর এ বারেও ‘কল্যাণ’ময়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতলেন প্রচুর ভোটের ব্যবধানে। হুগলিতে জয়ী ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করলেন তিনি। আরামবাগ থেকে জয়ী মিতালি বাগ। তমলুকে জয়ী বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে জয় পেলেন অধিকারী পরিবারের সদস্য, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। ঘাটাল থেকে এবারেও বিপুল ভোটে জয় পেলেন দীপক অধিকারী (দেব)। ঝাড়গ্রাম কালীপদ সোরেন জিতলেন ঘাসফুল শিবির থেকে। মেদিনীপুর থেকে জিতলেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে জয় পেলেন বিজেপির জ্যোতির্ময় মাহাতো।
বাঁকুড়া থেকে জয়ী তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। বিষ্ণুপুর থেকে জিতলেন সৌমিত্র খাঁ। বর্ধমান পূর্ব থেকে জয়ী তৃণমূলের শর্মিলা সরকার। কঠিন লড়াই ছিল বর্ধমান দুর্গাপুর আসনে। দিলীপ ঘোষের মতো কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু তাঁকে হারিয়ে জয়ী হলেন কীর্তি আজাদ। আসানসোলে জয়ী তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। বোলপুরে জয়ী তৃণমূলের অসিত কুমার মাল। বীরভূম থেকে রেকর্ড ভোটে জিতলেন তৃণমূলের শতাব্দী রায়।