একদিকে আরজি কর কাণ্ডে আজ মঙ্গলবার সুপ্রিম শুনানি ঘিরে টান টান উত্তেজনা। অন্যদিকে আচমকা ফের শহরজুড়ে শুরু হল ইডির বিরাট তৎপরতা। আরজি কর হাসপাতালের সেমিনার রুমের খুন-ধর্ষণের ঘটনার পাশাপাশি নজরে দুর্নীতি মামলা।

CBI: সন্দীপ ঘোষের ভূমিকায় একাধিক প্রশ্ন, বয়ান ঘিরে ধোঁয়াশা! বয়ানে কী কী সন্দেহজনক? দেখুন

কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে গিয়েছে তিন দিন অতিক্রান্ত। এই পরিস্থিতিতে সিবিআইয়ের স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা দিল্লির সিবিআই টিমের সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ধোঁয়াশার বিষয়টিও তুলে ধরা হয়েছে।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বয়ানে অসঙ্গতি ও ধোঁয়াশা রয়েছে বলে খবর। আরজি করের ঘটনায় অভিযুক্তকে আড়ালের চেষ্টা করেছিলেন প্রাক্তন অধ্যক্ষ? এই নিয়েই প্রশ্ন উঠেছে চারিদিকে। আর সেই সূত্রেই তদন্তের গতিপ্রকৃতি, পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠক চলে শনিবার গভীর রাত পর্যন্ত।