ভারতের বিশ্বকাপ জার্সির দাম এত কম! মধ্যবিত্তের নাগালে, কিনতে পারবেন খুব সহজে

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। ৩০ এপ্রিল বিসিসিআই মেগা টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছি। এর পর এক সপ্তাহের মধ্যে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার জার্সি লঞ্চ করা হয়েছিল।

নতুন জার্সি অবশ্য অনেকের পছন্দ হয়নি। নীল রঙের আধিক্য কম সেই জার্সিতে। যে নীল রঙের জন্য ভারতীয় দলের জার্সি চিরপরিচিত। ভারতের টি২০ বিশ্বকাপ জার্সি বাজারে এসেছে। সেই জার্সির দামও জানা গিয়েছে। ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই জার্সি কিনতে চাইলে কত টাকা খরচ হবে জেনে নিন।

আরও পড়ুন- ICC T20 World Cup: ‘চোখ বন্ধ করে ভরসা করা যায়’- সেই সেরা ১১-র ব্লু প্রিন্ট আউট

টিম ইন্ডিয়ার নতুন জার্সি লঞ্চ হয়েছিল ৬ মে। বিসিসিআই তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে সেই জার্সি। লঞ্চিং ভিডিওতে দেখা গেছে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবকে। ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন জার্সি হেলিকপ্টারে করে প্রবেশ করছে মাঠে। ওই তিন ক্রিকেটারকেই জার্সির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে।

জার্সির হাতে গেরুয়া এবং মাঝখানে নীল রঙ রয়েছে। জাফরান রঙের পাশাপাশি জার্সি সাদা ডোরা কাটাও দেখা যাচ্ছে। জার্সিতে একটি তারা রয়েছে, যার অর্থ ভারতীয় দল একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে।

বাজারে এসেছে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জার্সি। ভক্তরা এটি অ্যাডিডাস স্টোর থেকে অর্ডার করতে পারেন। এর দাম রাখা হয়েছে ৫,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৬ হাজার টাকা।

আরও পড়ুন- রাজস্থানকে ২০ রানের হারাল দিল্লি, প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল পন্থ-সৌরভরা

৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ।

ভারতের স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, যুবরাজ,  সঞ্জু স্যামসন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ।

রিজার্ভ- রিঙ্কু সিং, শুভমান গিল, খলিল আহমেদ, আবেশ খান।