টি২০ বিশ্বকাপের জিতলে কত টাকা? ঘোষণা আইসিসির, এবার সবচেয়ে বেশি টাকা

নিউ ইয়র্ক: টি২০ বিশ্বকাপের দামামা বেজে গিয়েছে। তাল ঠুকছে সব দলই। এর মধ্যেই আর্থিক পুরস্কার ঘোষণা করল আইসিসি। টি২০ বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ।

আইসিসি-র ঘোষণা অনুযায়ী, টি২০ বিশ্বকাপ ২০২৪-এ ১১.২৫ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে বিশ্বকাপজয়ী দল পাবে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২০.৩৬ কোটি টাকা। আগের কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল এত টাকা পায়নি।

আরও পড়ুন- একেবারে অন্য পিচ! অধীরের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্স ইউসুফ পাঠানের

১.২৮ মিলিয়ন মার্কিন ডলার যাবে রানার্স আপ দলের ঝুলিতে। ভারতীয় মুদ্রায় ১০.৫৪ কোটি টাকা। সেমিফাইনালে পরাজিত দুই দলকে দেওয়া হচ্ছে ৭৮৭.৫০০ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৬.৫৪ কোটি টাকা।

যে দলগুলি দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সুপার ৮ রাউন্ড পার করতে পারবে না, তাদের ৩.১৭ কোটি টাকা (৩৮২.৫০০ মার্কিন ডলার) করে দেওয়া হবে। একই সঙ্গে নবম থেকে দ্বাদশ স্থানে শেষ করা দলগুলি পাবে ২.০৫ কোটি টাকা (২৪৭,৫০০ মার্কিন ডলার)। ১৩তম থেকে ২০তম স্থানে থাকা প্রতিটি দল পাবে ১.৮৭ কোটি টাকা (২২৫,০০০ মার্কিন ডলার)।

এখানেই শেষ নয়। টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের জন্যও পুরস্কার দেওয়া হবে দলগুলিকে। ২০২৪ টি২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলকে ২২৫,০০০ মার্কিন ডলার করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সেমিফাইনাল এবং ফাইনালে উঠলেও পুরস্কার থাকছে। পাশাপাশি কোনও ম্যাচ জিতলেই মিলবে অতিরিক্ত ৩১,১৫৪ মার্কিন ডলার।

এক মাস ধরে চলবে টি২০ বিশ্বকাপ। মার্কিন মুলুকে এখন উৎসবের মেজাজ। তবে শুধু আমেরিকা নয়, ওয়েস্ট ইন্ডিজেও বেশ কিছু ম্যাচ হবে।

সেজে উঠেছে টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একাধিক স্টেডিয়াম। গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ।

আরও পডুন- ওলোঙ্গাকে মনে আছে? সচিন যাঁকে পিটিয়ে ছাতু করেন, এখন তাঁর এমন খারাপ অবস্থা!

মার্কিন মুলুকে ক্রিকেটের এতবড় আয়োজন এবারই প্রথম। যদিও বেশিরভাগ ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ২০ দলের টুর্নামেন্টে ১৬টি গ্রুপ পর্বের ম্যাচ হবে আমেরিকায়। যার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা তৈরি হয়েছে।

টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অর্থাৎ সুপার এইট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনাল। ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে।