অক্ষয় তৃতীয়া

Akshay Tritiya 2024: অক্ষয় তৃতীয়া কবে? ১০ না ১১ মে? এ দিন কী করবেন, কী করা উচিত নয় জানুন

কলকাতাঃ সনাতন ধর্মে অক্ষয় তৃতীয়া তিথির বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়াকে সবদিক থেকেই শুভ বলে মনে করা হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে পুজো করার বিশেষ উপকারিতা রয়েছে। এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।

অক্ষয় তৃতীয়ার দিনে নানা পৌরাণিক ঘটনা ঘটেছিল, তাই আমরা সারা বছর এই দিনের শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকি। রায়পুরের জ্যোতিষী, পণ্ডিত মনোজ শুক্লা লোকাল নিউজ18-কে জানিয়েছেন এই দিনে কী করা উচিত এবং কী করা উচিত নয়। জ্যোতিষী পণ্ডিত মনোজ শুক্লা জানান, তৃতীয়া তিথিতে যে কাজ করা হয়, যেটি ক্ষয় হয় না অর্থাৎ নবায়নযোগ্য, সেই তিথিটি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব।

আরও পড়ুনঃ হাতের রেখাই জানায় কী রোগে আক্রান্ত আপনি! কোন রেখায়, কোন চিহ্ন কীসের ইঙ্গিত? জেনে আজই সাবধান হন

শাস্ত্র ও পুরাণ অনুসারে এই তিথিতে ত্রেতাযুগ শুরু হয়েছিল। এই দিনে ভগবান বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়েছিল। তাই এই দিনটিকে ভগবান পরশুরামের অবতার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। বিশেষ করে এই তিথিতে করা ধর্মীয় ও পুণ্যের কাজ চিরস্থায়ী হয়।

পণ্ডিত মনোজ শুক্লা আরও জানান যে, এই বছর অক্ষয় তৃতীয়ার উৎসব ১০ মে পালিত হবে। মনে রাখতে হবে এই দিনে আমাদের যেন কোনও পাপ বা অশুভ কাজ যেন না হয়। নয়তো তার জন্য আমাদের বছরের বছরের ধরে ফল ভোগ করতে হবে। এই কারণে মানুষ সর্বদা অক্ষয় তৃতীয়ায় ঘট দান করে থাকে যাতে তাদের জীবনে শীতলতা আসে। এই দিনে দানকে বিশেষ ফলদায়ক হিসেবে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়াও এই দিনে জল নিবেদন করে ভগবান ভোলানাথের পূজা করতে পারেন ভক্তেরা। ছত্তিশগড়ের ঐতিহ্য অনুযায়ী এই দিনে মাটির তৈরি পুতুলের বিয়ে হয়। ভারতের বিভিন্ন স্থানে এই ভিন্ন ভিন্ন উপায়ে ভগবান বিষ্ণুর পুজো করা হয়।