ছিঃ ছিঃ! হাঁটুর বয়সী স্ত্রী ডিম্পলের সঙ্গে প্রকাশ্যে যা করেছিলেন রাজেশ খান্না

Rajesh-Dimple Secret: ছিঃ ছিঃ! হাঁটুর বয়সী স্ত্রী ডিম্পলের সঙ্গে প্রকাশ্যে যা করেছিলেন রাজেশ খান্না, লজ্জায় নায়িকার অবস্থা…

এক সময় বলিউডের হার্টথ্রব ছিলেন রাজেশ খান্না। প্রথমে অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কাকা অর্থাৎ রাজেশ খান্না কিশোরী ডিম্পল কাপাডিয়ার প্রেমে পড়েন। অভিনেতার প্রেম প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন ডিম্পল।
এক সময় বলিউডের হার্টথ্রব ছিলেন রাজেশ খান্না। প্রথমে অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে কাকা অর্থাৎ রাজেশ খান্না কিশোরী ডিম্পল কাপাডিয়ার প্রেমে পড়েন। অভিনেতার প্রেম প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন ডিম্পল।
 ১৯৭৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ওই তারকা জুটি। তাঁদের দুই কন্যা রয়েছে - ট্যুইঙ্কল এবং রিঙ্কি খান্না। প্রসঙ্গত বিয়ের সময় ডিম্পলের বয়স ছিল মাত্র ১৫ বছর। আর রাজেশ খান্নার বয়স ছিল তাঁর দ্বিগুণ।
১৯৭৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ওই তারকা জুটি। তাঁদের দুই কন্যা রয়েছে – ট্যুইঙ্কল এবং রিঙ্কি খান্না। প্রসঙ্গত বিয়ের সময় ডিম্পলের বয়স ছিল মাত্র ১৫ বছর। আর রাজেশ খান্নার বয়স ছিল তাঁর দ্বিগুণ।
রেডিফ-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় রাজেশ খান্নার সঙ্গে অশান্তির কথা জানিয়েছিলেন ডিম্পল। আসলে একমাত্র জয় শিব শঙ্কর ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন রাজেশ-ডিম্পল। সেখানে কাজ করতে গিয়ে রাজেশ খান্নার কাছে বকুনিও খেয়েছিলেন তিনি।
রেডিফ-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় রাজেশ খান্নার সঙ্গে অশান্তির কথা জানিয়েছিলেন ডিম্পল। আসলে একমাত্র জয় শিব শঙ্কর ছবিতেই একসঙ্গে কাজ করেছিলেন রাজেশ-ডিম্পল। সেখানে কাজ করতে গিয়ে রাজেশ খান্নার কাছে বকুনিও খেয়েছিলেন তিনি।
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
অভিনেত্রীর কথায়, সব কিছু ভালই ছিল। ছবিও ভাল ভাবেই তৈরি হচ্ছিল। কিন্তু আর্থিক সমস্যা ছিল। কিন্তু একটা সময় আমরা শ্যুটিং করছিলাম, তখন উনি খুব একটা ভাল ছিলেন না। ব্যালকনিতে বেরিয়ে এসে তাঁর সাংবাদিকদের সামনে হাত নাড়ানোর কথা ছিল। তো আমি আমার শাল আর সানগ্লাস তাঁকে দিয়ে মিষ্টি করে বলেছিলাম, কাকাজি আপনি যখন বাইরে যাবেন, তখন সোজা তাকাবেন না। কারণ আপনার সাইড প্রোফাইল দেখতে বেশি ভাল লাগে। তিনি শুধু আমার দিকে তাকিয়ে কড়া ভাবে বলেন, এখন তুমি আমায় শেখাবে।
প্রসঙ্গত বলিউডের পাওয়ার কাপল ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং রাজেশ খান্না। একেবারে স্বপ্নের মতো সুন্দর ভাবেই শুরু হয়েছিল তাঁদের দাম্পত্যজীবন। কিন্তু খুব শীঘ্রই তাঁদের বৈবাহিক জীবনে সমস্যার কালো মেঘ ঘনাতে শুরু করে।
প্রসঙ্গত বলিউডের পাওয়ার কাপল ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং রাজেশ খান্না। একেবারে স্বপ্নের মতো সুন্দর ভাবেই শুরু হয়েছিল তাঁদের দাম্পত্যজীবন। কিন্তু খুব শীঘ্রই তাঁদের বৈবাহিক জীবনে সমস্যার কালো মেঘ ঘনাতে শুরু করে।
কেরিয়ারে সাফল্য এলেও ডিম্পল-রাজেশের সম্পর্কে তৈরি হয় তিক্ততা। অবশেষে ১৯৮২ সালে নাটকীয় ভাবে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি। আর তা নিয়ে সংবাদমাধ্যমে জোর চর্চাও হয়েছিল। এরপর ডিম্পল নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন। আর রাজেশ খান্নাও আমৃত্যু বলিউড কিংবদন্তির তকমা ধরে রেখেছিলেন।
কেরিয়ারে সাফল্য এলেও ডিম্পল-রাজেশের সম্পর্কে তৈরি হয় তিক্ততা। অবশেষে ১৯৮২ সালে নাটকীয় ভাবে আলাদা হয়ে যান এই তারকা দম্পতি। আর তা নিয়ে সংবাদমাধ্যমে জোর চর্চাও হয়েছিল। এরপর ডিম্পল নিজের কেরিয়ারে মনোনিবেশ করেন। আর রাজেশ খান্নাও আমৃত্যু বলিউড কিংবদন্তির তকমা ধরে রেখেছিলেন।