গত বছর ওডিআই বিশ্বকাপের ফাইনালে তীরে এসে ডুবেছিল ভারতীয় দলের তরী। অধরা থেকে গিয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। সেই ক্ষত এখনও দগদগে রোহিত, বিরাট, বুমরাহদের। এবার টি-২০ বিশ্বকাপ জিতে সেই ক্ষতে প্রলেপ লাগাতে মরিয়া টিম ইন্ডিয়া।

IND vs BAN, T20 World Cup 2024: বাংলাদেশকে হারালেই সেমিফাইনালের পথে একধাপ এগোবে ভারত, বৃষ্টি বাধা হবে না তো?

অ্যান্টিগুয়া: বাংলাদেশকে হারালেই বিশ্বকাপে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে যাবে ভারত। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে হারলেই বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাবে। কিন্তু কী হবে যদি ভারত বা বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়? অ্যান্টিগুয়ায় শেষ আটের ম্যাচে আবহাওয়া কেমন থাকবে?

আরও পড়ুন: মাঠে ফিরেই নজির গড়লেন ঋষভ পন্থ, আফগানিস্তানের বিরুদ্ধে কী করেছেন?

Weather.com-এর রিপোর্ট অনুযায়ী আকাশ প্রায় পরিষ্কার থাকলেও সন্ধের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সেন্ট জর্জে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে ১৮ থেকে ১৯ কিমি প্রতি ঘণ্টা। তবে Weather.com-এর রিপোর্ট বলছে বৃষ্টি কোনও রকম বাধা হবে না। যদিও এ দিন সকালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ এবং মেঘ ছিল ৩৬ শতাংশ।

ভারত-বাংলাদেশ ম্যাচ হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। Accuweather-এর পূর্বাভাস অনুযায়ী ১০টা থেকে ১১টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৬ থেকে ৫১ শতাংশ। অর্থাৎ বৃষ্টিতে প্রভাবিত হতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচ।

—- Polls module would be displayed here —-

বিশ্বকাপে এখনও দারুণ ছন্দে রয়েছে ভারত। এখনও পর্যন্ত পাঁচটি ম্য়াচ খেলে চারটিই জিতেছে ভারত, একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। অন্য দিকে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে বাংলাদেশ। ভারতকে হারাতে না পারলে এ বারের বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাবে বাংলাদেশের। ভারতের কাছে উদ্বেগের বিষয় হল রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফর্ম। বাংলাদেশ ম্যাচে দুই প্রধান ব্যাটার ছন্দে ফেরেন কিনা সেটাই দেখার।