‘আপনি ভারতের কোচ হচ্ছেন?’ গম্ভীরের চমকে ভরা উত্তর, সব হিসেবে গোলমাল!

কলকাতা: রাহুল দ্রাবিড়ের জায়গায় কি খুব শীঘ্রই ভারতীয় দলে কোচ হিসেবে দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর? ভারতীয় ক্রিকেট সার্কিটে এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে। বোর্ড ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন আহ্বান করেছিল।

নতুন কোচের জন্য বিসিসিআইকে প্রেস বিজ্ঞপ্তি জারি করতে হয়। কারা আবেদন করেছেন? এই বিষয়ে কারও তেমন ধারণা নেই। তবে দলে দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ডিভোর্সের খবরের মাঝে পান্ডিয়ার প্রথম পোস্ট! বিয়ে ভাঙার গুঞ্জন, তিনি অন্য কাজে

অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে, ভারতীয় দলের কোচের পদে গম্ভীরই এগিয়ে। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কিছু অন্যরকম ইঙ্গিত দিয়েছেন। ট্রফি জেতার পর ড্রেসিংরুমে কেমন পরিবেশ ছিল, এই নিয়ে কথা বলেছেন তিনি।

 গম্ভীর বলেছেন, ‘আজকে আপনি এটা বলছেন কারণ আমরা তৃতীয়বার ট্রফি জিতেছি। কিন্তু আমরা এখনও মুম্বই এবং সিএসকের থেকে ২টো ট্রফি কম জিতেছি।

গম্ভীর আরও বলেন, এই মুহূর্তে আমি সন্তুষ্ট। কিন্তু আমার ভেতরে কিধে আছে। আমরা আইপিএলের সবচেয়ে সফল দল নই। এর জন্য আমাদের আরও ৩টি আইপিএল শিরোপা জিততে হবে। যার জন্য আমাদের এখনও অনেক পরিশ্রম করতে হবে। আমাদের পরবর্তী লক্ষ্য, কেকেআরকে আইপিএলের সবচেয়ে সফল দল হিসেবে গড়ে তুলতে হবে। সেই যাত্রা মাত্র শুরু হয়েছে।

আরও পড়ুন- বিশ্বকাপের লড়াইয়ে নেমে পড়ল ভারত, প্রথম ভিডিও! বিরাট কোহলি এখনও নেই!

গম্ভীরের এই কথার পর অনেকেই মনে করছেন, স্টিফেন ফ্লেমিং-এর মতো তিনিও হয়তো আপাতত আইপিএলের দলের সঙ্গে কোচ হিসেবে যুক্ত থাকতে চাইছেন।