Women’s IPL Team Auction: মহিলা আইপিএল দল বিক্রি করে বোর্ডের রোজগার প্রায় ৫ হাজার কোটি টাকায়

#মুম্বই: ক্রিকেট দুনিয়ার সবচেয়ে পপুলার ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তা নিয়ে কোনও প্রশ্ন নেই৷ আইপিএল এবার মহিলাদের ক্রিকেটেও টুর্নামেন্ট শুরু করেছিল তাতে দলের সংখ্যা বাড়তে চলেছে৷ নতুন মরশুমে সবকটি শহরের দলের নামের বিষয়ে সিলমোহর পড়ে গেল৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই সচিব জয় শাহ দলের নাম বলেছে৷ পাঁচটি দলের শহর হল আহমেদাবাদ, মুম্বই, ব্যাঙ্গালোর, দিল্লি ও লখনউ৷

মহিলা আইপিএল অংশ নেওয়া পাঁচ দল কেনার জন্য একাধিক বড় দল নিলাম করেছিলেন৷  বিডিং প্রক্রিয়া বিসিসিআই একাধিক কোম্পানির টেন্ডারের রাশি পাঠিয়েছিল৷ ২৫ তারিখ বোর্ডের দল নিলামের ফলাফল ঘোষণা করেছিল৷

আরও পড়ুন –  KL Rahul-Athiya Shetty Wedding: সেলিব্রিটি দম্পতি কোটি কোটি টাকার গিফট! অডি থেকে ঘড়ি কী নেই তালিকায়

আরও পড়ুন –   সামনেই পরীক্ষা, মাধ্যমিক ২০২৩ এর বাংলার প্রশ্নমান ও তার খুঁটিনাটি, রইল শেষ মুহূর্তের টিপস

আদানি গ্রুপ আহমেদাবাদ নিলামে অংশ নিয়েছিল৷ সাফল্যও পেয়েছে তারা৷ সেখানে পুরুষ আইপিএল ফ্রাঞ্চাইজি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের মালিকানা থাকা আরসিবি-র মালিকই এই ব্যাঙ্গালোর দল কিনেছে৷

 

আদানি স্পোর্টস লাইন প্রাইভেট লিমিটেড আহমেদাবাদ দল ১২৮৯ কোটি টাকায় কিনেছিল৷ ইন্ডিয়া বিন স্পোর্টস প্রাইভেট লিমিটেড মুম্বইয়ের দল ৯১২.৯৯ কোটি টাকায় কিনেছিল৷ ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোর ৯০১ কোটি টাকায় নিজের নামে দল করে নিয়েছে৷  দিল্লি-র কথা বলা হলে জেএসডাব্লু জিএমআর ক্রিকেট প্রাইভেট লিমিটেড ৮১০ কোটি টাকায় দল কিনতে পেরেছে৷ কাপরি গ্লোবাল হোল্ডিংসের কাছে লখনউয়ের মেয়েদের দল গেছে৷ বোর্ড এই ৭৫৭ কোটি টাকায় এই দলের মালিকানা বেচেছে৷ বিসিসিআই বলেছে মহিলা আইপিএল সব পাঁচটি দল বিক্রি করে ৪৬৬৯.৯৯ কোটি টাকা রোজগার করেছে৷