রিপিয়ারিং করছেন ওই যুবক

বাড়িতে খারাপ হওয়া এলইডি বাল্ব আছে? তাতেই আসবে গাদাগাদা টাকা, একেবারে রাতারাতি বড়লোক! কিন্তু কীভাবে?

বাড়িতে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা এলইডি বাল্ব খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হত আগে। সেই এলইডি বাল্ব সারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে, জয়নগরের হাছিমপুর গ্রামের আনারুল মণ্ডল।
বাড়িতে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা এলইডি বাল্ব খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হত আগে। সেই এলইডি বাল্ব সারিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে, জয়নগরের হাছিমপুর গ্রামের আনারুল মণ্ডল।
ফেলে দেওয়া এলইডি বাল্ব মনোহারী দোকান থেকে কিনে, রিপেয়ারিং করে, কম দামে বিক্রি করে লাভের মুখ দেখছে জয়নগরের এই যুবক।
ফেলে দেওয়া এলইডি বাল্ব মনোহারী দোকান থেকে কিনে, রিপেয়ারিং করে, কম দামে বিক্রি করে লাভের মুখ দেখছে জয়নগরের এই যুবক।
বাজারে নামি দামি কোম্পানির এলইডি বাল্ব থেকে অনেক কম দামে আনারুল এলইডিবিক্রি করছে। 
বাজারে নামি দামি কোম্পানির এলইডি বাল্ব থেকে অনেক কম দামে আনারুল এলইডিবিক্রি করছে।
সাধারণত বাল্ব খারাপ হয়ে গেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে সেই বাল্বটিকে ফেলে দেয়। কিন্তু আনারুল নিপুণ হাতে সেই বাল্ব খতিয়ে দেখে সারিয়ে তুলছে।
সাধারণত বাল্ব খারাপ হয়ে গেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে সেই বাল্বটিকে ফেলে দেয়। কিন্তু আনারুল নিপুণ হাতে সেই বাল্ব খতিয়ে দেখে সারিয়ে তুলছে।
আনারুল বলেন, এলাকার মনোহারী দোকান থেকে কম দামে খারাপ হয়ে যাওয়া এলইডি বাল্ব আমি ক্রয় করেন আমার দোকানে নিয়ে আসি। তারপর সমস্যা ঠিক করে পুনরায় অনেক কম দামে বিক্রি করি।
আনারুল বলেন, এলাকার মনোহারী দোকান থেকে কম দামে খারাপ হয়ে যাওয়া এলইডি বাল্ব আমি ক্রয় করেন আমার দোকানে নিয়ে আসি। তারপর সমস্যা ঠিক করে পুনরায় অনেক কম দামে বিক্রি করি।