Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Snake Alert at Monsoon: সাপও পাবে ভয়!বর্ষায় বাড়ির জালনায়-দরজায় রাখুন এই ১০টি জিনিস, আশপাশে ঘেষতে পারবে না, সাপ পালাবে দূর দূর

How to prevent snake from getting in House: প্রচণ্ড গরম থেকে মুক্তি, বর্ষাকাল তাই অনেকের পছন্দের৷ তবে স্বস্তির পাশাপাশি এই ঋতুটি বয়ে আনে অনেক সমস্যাও। জলবাহিত রোগ, ফুড পয়জনিং, সংক্রমণের ঝুঁকি তো শুধু বাড়েই না, কিছু অতি বিপজ্জনক প্রাণী যেমন সাপ, বিছে ইত্যাদি ঘরে ঢুকে পড়ার আশঙ্কাও অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে গ্রাম, পাহাড়ি এলাকা বা বনাঞ্চলে এবং নিচতলায় বসবাস করেন তাদের জীবন সমস্যায় অনেকটা বাড়ে। এমন পরিস্থিতিতে বিপদ এড়াতে অবশ্যই কিছু ব্যবস্থা নিতে হবে। আসুন জেনে নেই বর্ষাকালে সাপ ও বিছেদের বাড়ি থেকে দূরে রাখার ১০টি আধুনিক উপায়।
How to prevent snake from getting in House: প্রচণ্ড গরম থেকে মুক্তি, বর্ষাকাল তাই অনেকের পছন্দের৷ তবে স্বস্তির পাশাপাশি এই ঋতুটি বয়ে আনে অনেক সমস্যাও। জলবাহিত রোগ, ফুড পয়জনিং, সংক্রমণের ঝুঁকি তো শুধু বাড়েই না, কিছু অতি বিপজ্জনক প্রাণী যেমন সাপ, বিছে ইত্যাদি ঘরে ঢুকে পড়ার আশঙ্কাও অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে গ্রাম, পাহাড়ি এলাকা বা বনাঞ্চলে এবং নিচতলায় বসবাস করেন তাদের জীবন সমস্যায় অনেকটা বাড়ে। এমন পরিস্থিতিতে বিপদ এড়াতে অবশ্যই কিছু ব্যবস্থা নিতে হবে। আসুন জেনে নেই বর্ষাকালে সাপ ও বিছেদের বাড়ি থেকে দূরে রাখার ১০টি আধুনিক উপায়।
আপনি যদি নিচতলায় থাকেন, আপনার বাড়ি পাহাড়ি এলাকা বা জঙ্গল, পার্ক ইত্যাদির কাছাকাছি থাকে তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। রাতে জানালা খোলা রাখবেন না। সর্বদা বাড়ির বন্ধ এবং ওভারলোড জায়গা পরীক্ষা করতে থাকুন। সাপ এই জায়গা এবং জিনিসগুলিতে হামাগুড়ি দিয়ে সেখানে বসে।
আপনি যদি নিচতলায় থাকেন, আপনার বাড়ি পাহাড়ি এলাকা বা জঙ্গল, পার্ক ইত্যাদির কাছাকাছি থাকে তাহলে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বৃষ্টি হলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। রাতে জানালা খোলা রাখবেন না। সর্বদা বাড়ির বন্ধ এবং ওভারলোড জায়গা পরীক্ষা করতে থাকুন। সাপ এই জায়গা এবং জিনিসগুলিতে হামাগুড়ি দিয়ে সেখানে বসে।
সাপ বা অন্যান্য বিষাক্ত প্রাণীর কামড় ও ঘরে প্রবেশের অনেক ঘটনা বাড়ে এই বর্ষায়। যাদের বাড়ি নিচতলায় তাদের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ। আসলে সাপ যে গর্তগুলোতে থাকে তাতে জলে ভরে গেলেই সাপ-বিচ্ছু বেরিয়ে আসতে শুরু করে এবং নিজেদের নিরাপদ রাখতে যে কোনও জায়গায় বাসা বাঁধতে শুরু করে। এমন পরিস্থিতিতে নিচতলার বাড়িতে সহজেই সাপ ঢুকতে পারে।
সাপ বা অন্যান্য বিষাক্ত প্রাণীর কামড় ও ঘরে প্রবেশের অনেক ঘটনা বাড়ে এই বর্ষায়। যাদের বাড়ি নিচতলায় তাদের জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ। আসলে সাপ যে গর্তগুলোতে থাকে তাতে জলে ভরে গেলেই সাপ-বিচ্ছু বেরিয়ে আসতে শুরু করে এবং নিজেদের নিরাপদ রাখতে যে কোনও জায়গায় বাসা বাঁধতে শুরু করে। এমন পরিস্থিতিতে নিচতলার বাড়িতে সহজেই সাপ ঢুকতে পারে।
নিম তেল ব্যবহার করতে পারেন। জলে নিমের তেল মিশিয়ে সারা ঘরে প্রতিদিন স্প্রে করলে বিছের উৎপাত থেকে বাঁচবেন। বাড়ির বাগানেও এই জল স্প্রে করতে থাকুন।
নিম তেল ব্যবহার করতে পারেন। জলে নিমের তেল মিশিয়ে সারা ঘরে প্রতিদিন স্প্রে করলে বিছের উৎপাত থেকে বাঁচবেন। বাড়ির বাগানেও এই জল স্প্রে করতে থাকুন।
আপনার ঘর থেকে সাপ বা অন্যান্য প্রাণীকে দূরে রাখতে ব্লিচং পাউডার ব্যবহার করতে পারেন। ঘরের বাইরে ও বাগানে জমে থাকা জলে স্প্রে করুন। এই জল দিয়ে ঘর মুছতে পারেন।
আপনার ঘর থেকে সাপ বা অন্যান্য প্রাণীকে দূরে রাখতে ব্লিচং পাউডার ব্যবহার করতে পারেন। ঘরের বাইরে ও বাগানে জমে থাকা জলে স্প্রে করুন। এই জল দিয়ে ঘর মুছতে পারেন।
লবঙ্গ এবং দারুচিনির তেল ব্যবহার করলে সাপ ঘরে ঢোকার কথাও ভাববে না, কারণ তারা এর গন্ধ সহ্য করতে পারে না। ঘরে সাপ ঢুকে পড়লে লবঙ্গ ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করুন। ঘরের দরজা খোলা রাখুন, শান্ত পরিবেশ থাকলে ধীরে ধীরে সাপ বেরিয়ে আসতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনি বনদফতর বা হেল্পলাইন সেন্টারে ফোন করে বিশেষজ্ঞকে ফোন করতে পারেন।
লবঙ্গ এবং দারুচিনির তেল ব্যবহার করলে সাপ ঘরে ঢোকার কথাও ভাববে না, কারণ তারা এর গন্ধ সহ্য করতে পারে না। ঘরে সাপ ঢুকে পড়লে লবঙ্গ ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করুন। ঘরের দরজা খোলা রাখুন, শান্ত পরিবেশ থাকলে ধীরে ধীরে সাপ বেরিয়ে আসতে পারে। ততক্ষণ পর্যন্ত আপনি বনদফতর বা হেল্পলাইন সেন্টারে ফোন করে বিশেষজ্ঞকে ফোন করতে পারেন।
আপনি চাইলে দারুচিনি গুঁড়ো, সাদা ভিনেগার বা লেবুর রস মিশিয়ে বাড়ির বাইরে স্প্রে করতে পারেন। যেসব জায়গায় সাপ-বিছে আসার সম্ভাবনা বেশি সেখানে নিয়মিত এই স্প্রে করুন।

আপনি চাইলে দারুচিনি গুঁড়ো, সাদা ভিনেগার বা লেবুর রস মিশিয়ে বাড়ির বাইরে স্প্রে করতে পারেন। যেসব জায়গায় সাপ-বিছে আসার সম্ভাবনা বেশি সেখানে নিয়মিত এই স্প্রে করুন।
ঘর থেকে সাপ দূরে রাখতে পেঁয়াজ ও রসুনের পেস্টটি জানালা ও দরজায় লাগিয়ে রাখুন। অনেক সাপও এর গন্ধ পেয়ে পালিয়ে যায়। আপনার বাড়ির বাগানে রসুন এবং পেঁয়াজ লাগালেও উপকার পাবেন।
ঘর থেকে সাপ দূরে রাখতে পেঁয়াজ ও রসুনের পেস্টটি জানালা ও দরজায় লাগিয়ে রাখুন। অনেক সাপও এর গন্ধ পেয়ে পালিয়ে যায়। আপনার বাড়ির বাগানে রসুন এবং পেঁয়াজ লাগালেও উপকার পাবেন।
কিছু গাছপালা ভয় পায় সাপও, যা থাকলেই তারা পালিয়ে যায়। বর্ষাকালে অবশ্যই ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ, লেমন গ্রাস ইত্যাদি লাগাতে হবে। বাড়ির প্রধান প্রবেশদ্বার ও জানালার কাছে এই সব গাছ লাগিয়ে রাখুন। এসব গাছের গন্ধ সাপকে বাড়ির কাছে আসতে বাধা দেবে।
কিছু গাছপালা ভয় পায় সাপও, যা থাকলেই তারা পালিয়ে যায়। বর্ষাকালে অবশ্যই ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ, লেমন গ্রাস ইত্যাদি লাগাতে হবে। বাড়ির প্রধান প্রবেশদ্বার ও জানালার কাছে এই সব গাছ লাগিয়ে রাখুন। এসব গাছের গন্ধ সাপকে বাড়ির কাছে আসতে বাধা দেবে।
কিছু গাছপালা ভয় পায় সাপও, যা থাকলেই তারা পালিয়ে যায়। বর্ষাকালে অবশ্যই ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ, লেমন গ্রাস ইত্যাদি লাগাতে হবে। বাড়ির প্রধান প্রবেশদ্বার ও জানালার কাছে এই সব গাছ লাগিয়ে রাখুন। এসব গাছের গন্ধ সাপকে বাড়ির কাছে আসতে বাধা দেবে।
কিছু গাছপালা ভয় পায় সাপও, যা থাকলেই তারা পালিয়ে যায়। বর্ষাকালে অবশ্যই ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট, তুলসী গাছ, লেমন গ্রাস ইত্যাদি লাগাতে হবে। বাড়ির প্রধান প্রবেশদ্বার ও জানালার কাছে এই সব গাছ লাগিয়ে রাখুন। এসব গাছের গন্ধ সাপকে বাড়ির কাছে আসতে বাধা দেবে।
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷