প্রতীকী ছবি

Jharkhand: পুলিশের পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালেন ১১ পরীক্ষার্থী, ভয়ঙ্কর ঘটনা ঝাড়খণ্ডে!

রাঁচি: পুলিশের কনস্টেবল পদে নিয়োগে শারীরিক পরীক্ষার সময় ঘটে গেল দুর্ভাগ্যজনক ঘটনা। শারীরিক পরীক্ষা চলাকালীন মারা গেলেন মোট ১১ জন পরীক্ষার্থী। অনেক পরীক্ষার্থী এই পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। এরপরেই এই পুলিশি নিয়োগ নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই।
ইতিমধ্যেই এই ঘটনা নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি এই ঘটনার প্রতিবাদ করে ঝাড়খণ্ড সরকারের সমালোচনা করেছেন।

অনেক প্রতিভাবান তরুণ এই ঘটনায় অকালে ঝরে গেল বলে অভিমত প্রকাশ করেছেন বিজেপি সভাপতি। সরকারের দিকে নিশানা করে বাবুলাল আরও বলেন, সরকারের তরফ থেকে এখন চাকরি দেওয়া হচ্ছে না উল্টে মৃত্যু দেওয়া হচ্ছে।
অন্যদিকে, এই ঘটনায় রীতিমত নড়েচড়ে বসেছে ঝাড়খণ্ড পুলিশ এবং ঝাড়খণ্ড সরকার। এই ঘটনার পরেই নতুন গাইডলাইনস বা নিয়মবিধি আনা হয়েছে। প্রত্যেক সিলেকশন সেন্টারে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। এছাড়াও প্রতিটি সেন্টারে মেডিক্যাল টিম সহ ওষুধের বন্দোবস্ত রাখারও কথা বলা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন জুয়ায় সব খুইয়ে চরম পদক্ষেপ, স্ত্রী-সন্তানকে হত্যা করে গলায় দড়ি দিলেন বাবা
প্রাথমিক তদন্তে পুলিশের তরফে এই মৃত্যুর ক্ষেত্রে মূল তিনটি বিষয়ে উল্লেখ করা হয়েছে। মূল তিনটি কারণে এই মৃত্যুগুলি হয়েছে বলে মনে করছে ঝাড়খণ্ড পুলিশ।
১ অত্যধিক গরম- পরীক্ষার্থীরা এই শারীরিক পরীক্ষা চলার সময় প্রবল দাবদাহের শিকার হয়। ফলে অনেকেই হিট স্ট্রোকের শিকার হন। অজ্ঞানও হয়ে যান অনেকে।
২ ওষুধের প্রয়োগ- দৌড়ের সময় বেশ কয়েকজন প্রতিযোগী নিজের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য ইনজেকশনের মাধ্যমে স্টামিনা বাড়ানোর ওষুধ প্রয়োগ করেন। যা সেই সময় তাঁদের শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে।
৩ পরিকাঠামোগত ত্রুটি- পরিকাঠামোর অভাব, পানীয় জলের অভাব, পর্যাপ্ত ওষুধের অভাব, নুন্যতম মেডিক্যাল টিম না থাকায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
গত ২২ অগাস্ট এই শারীরিক পরীক্ষা শুরু হয়েছিল। এই রবিবার শারীরিক পরীক্ষা দিতে গিয়ে মোট ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করেছে ঝাড়খণ্ড পুলিশ।
আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্ত এগোলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানানো হয়েছে পুল্লিশের পক্ষ থেকে।