আবাস যোজনার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও ১১ মহিলা

Viral News: আবাস যোজনার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট, সংসার ছেড়ে পালাল ১১ মহিলা! মাথায় হাত স্বামীদের, বিরাট চাঞ্চল্য

উত্তরপ্রদেশ: নিম্নবিত্ত মানুষকে মাথার উপর ছাদ দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়। বহু মানুষ এতে নিজস্ব বাড়ি পেয়েছেন। কিন্তু টাকার অপব্যবহারের খবরও মিলছে। সম্প্রতি জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ১১ জন মহিলা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও হয়ে গিয়েছেন।

রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা দিয়েছে সরকার। সরাসরি টাকা পাঠানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অভিযোগ, সেই টাকা নিয়েই প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন ১১ জন মহিলা। এই নিয়ে উত্তরপ্রদেশে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই খবর। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী প্রেমিকের সঙ্গে টাকা নিয়ে পালানোয় মাথায় হাত স্বামীদের। তাঁদের টাকাও গিয়েছে, স্ত্রীও পালিয়েছে। শেষে উপায়ন্তর না দেখে সরকারি কর্তাদের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে পরবর্তী কিস্তির টাকা দেওয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলায় এই ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী, জেলার ২৩৫০ জন সুবিধাভোগী প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় টাকা পেয়েছেন। সুবিধাভোগীরা থুঠিবাড়ি, শীতলাপুর, চাটিয়া, রামনগর, বকুল দিহা, খসরা, কিশুনপুর এবং মেধৌলি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। এর মধ্যে অনেক বাড়ি তৈরির কাজ প্রায় শেষ।

এরপরই রিপোর্টে বলা হয়েছে, ২ হাজার সুবিধাভোগীর মধ্যে ১১ জন মহিলা প্রথম কিস্তির ৪০ হাজার টাকা নিয়ে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন। প্রসঙ্গত, এই প্রকল্পে নিয়ম রয়েছে, কোনও অসঙ্গতি থাকলে সরকার টাকা ফেরত চাইতে পারে। উত্তরপ্রদেশের বারবাঙ্কি জেলায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখন সরকার এই ১১ জন মহিলার কাছ থেকে টাকা ফেরত চায় কি না সেটাই দেখার।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য ২.৫ লক্ষ টাকা অনুদান দেয় সরকার। পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে তহবিল বরাদ্দ করা হয়।