T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেবেন এমএস ধোনি? দুই তারকার মন্তব্য ঘিরে জল্পনা

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ১১ বছর পর ধরে চলতে থাকা আইসিসির ট্রফির খরা চলছে ভারতের। তা এবার কাটে কিনা এটাই দেখার।
২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ১১ বছর পর ধরে চলতে থাকা আইসিসির ট্রফির খরা চলছে ভারতের। তা এবার কাটে কিনা এটাই দেখার।
২০০৭ সালে এমএস ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে ধোনির অধিনায়কত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে আর আইসিসি ট্রফি জেতেনি ভারত।
২০০৭ সালে এমএস ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩ সালে ধোনির অধিনায়কত্বেই শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর থেকে আর আইসিসি ট্রফি জেতেনি ভারত।
সামনে আরও একটি টি-২০ বিশ্বকাপ। তার আগে বড় দাবি করে বসলেন দুই প্রাক্তন ভারতীয় তারকা। টি-২০ বিশ্বকাপে এমএস ধোনির ওয়াইল্ড কার্ড এন্ট্রি হলে কারও কোনও আপত্তি থাকবে না বলে মনে বরুণ অ্যারন ও  ইরফান পাঠান।
সামনে আরও একটি টি-২০ বিশ্বকাপ। তার আগে বড় দাবি করে বসলেন দুই প্রাক্তন ভারতীয় তারকা। টি-২০ বিশ্বকাপে এমএস ধোনির ওয়াইল্ড কার্ড এন্ট্রি হলে কারও কোনও আপত্তি থাকবে না বলে মনে বরুণ অ্যারন ও ইরফান পাঠান।
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে প্রাক্তন পেসার বরুণ অ্যারন বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি তো দেখতেই পারি! মহেন্দ্র সিং ধোনি। বলা ভালো দ্য ওয়াইল্ডেস্ট কার্ড।’
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে প্রাক্তন পেসার বরুণ অ্যারন বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি তো দেখতেই পারি! মহেন্দ্র সিং ধোনি। বলা ভালো দ্য ওয়াইল্ডেস্ট কার্ড।’
তারপরই ইরফান পাঠান বলেন,"ধোনি যদি বলে, ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, কেউ মনে হয় না এতে আপত্তি করবে কিংবা এই সুযোগটা মিস করতে চাইবে। কারও সমস্যা হবে বলেও মনে হয় না। ও কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করছে।"
তারপরই ইরফান পাঠান বলেন,”ধোনি যদি বলে, ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে, কেউ মনে হয় না এতে আপত্তি করবে কিংবা এই সুযোগটা মিস করতে চাইবে। কারও সমস্যা হবে বলেও মনে হয় না। ও কিন্তু দুর্দান্ত ব্যাটিংও করছে।”
প্রসঙ্গত, এবার আইপিএলে একাধিক ম্যাচ পুরনো এমএস ধোনির ঝলক দেখা গিয়েছে। ছোট হলেও খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। টি-২০ বিশ্বকাপে ফেরার কোনও সম্ভাবনাই নেই ধোনির। সিএসকের হয়ে ষষ্ঠ আইপিএল জেতাই লক্ষ্য এমএসডির।
প্রসঙ্গত, এবার আইপিএলে একাধিক ম্যাচ পুরনো এমএস ধোনির ঝলক দেখা গিয়েছে। ছোট হলেও খেলেছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। টি-২০ বিশ্বকাপে ফেরার কোনও সম্ভাবনাই নেই ধোনির। সিএসকের হয়ে ষষ্ঠ আইপিএল জেতাই লক্ষ্য এমএসডির।