21 July TMC Rally: ‘আপনাকে স্ট্রেস নিতে হবে না, আপনার হয়ে স্ট্রেসগুলো আমি নিয়ে নেব…’ একুশের মঞ্চ থেকে শান্তুনুকে কটাক্ষ মধুপর্ণার

কলকাতা: ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই শুরু হল ২১ জুলাইয়ের সভা।লোকসভায় বিপুল জয় তৃণমূলের। সেই আবহেই আজ একুশে জুলাই।একুশের মঞ্চে ঝাঁঝালো আক্রমণ শানালেন সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর।

স্পষ্ট বললেন, ‘বিজেপির কাছে একটা জিনিস জানতে চাইব। আপনারা শুধু ভোট এলেই নারীশক্তির কথা বলেন, কিন্তু আপনাদের এক সাংসদ শান্তনু ঠাকুর আমাদেরকে মাঝরাতে ঘর থেকে বের করে দিয়েছিলেন। আমার মা একজন বিধবা মানুষ, তা সত্বেও আমাদের রেয়াত করা হয় নি। তখন আপনাদের নারীশক্তির কথা কোথায় ছিল ? তার উত্তর তো আজ‌ও পেলাম না।’

আরও পড়ুন:  শনিবারও চলল গুলি! বিদেশ সফর বাতিল হাসিনার, বাংলাদেশের এখন কী পরিস্থিতি?

তাঁর কথায়, ‘আমি আমার দাদা শান্তনু ঠাকুরকে একটা কথা বলতে চাই। আপনি অনেক বেশি স্ট্রেস নিয়ে ফেলছেন, পরের লোকসভা নির্বাচনের আগে আপনাকে আর স্ট্রেস নিতে হবে না। আপনার হয়ে স্ট্রেসগুলো আমি নিয়ে নেব। আপনি বরং চুপ করে বাড়িতে বসে থাকবেন।’

‘আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার আগে জেনে রাখুন, আমাদের দিদির সৈনিক হিসাবে আমরা রয়েছে, আগে আমাদের সঙ্গে লড়াই করতে হবে।’ ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে এসে বললেন বাগদার বিধায়ক।

বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে ৩৩ হাজাররও বেশি ভোটে হারিয়েছেন মধুপর্ণা।  মধুপর্ণা ঠাকুর তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সদস্য মমতা ঠাকুরের মেয়ে।