Pakistan Suicide Attack: পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় ৫ চিনা নাগরিকের মৃত্যু! ‘পড়শির বন্ধু’র দেশে কেন বার বার টার্গেট হয় চিন?

পাকিস্তান: পাকিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারালেন ৫ চিনা নাগরিক। মঙ্গলবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে একটি বাসে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ চিনা নাগরিকের।

ভয়াবহ হামলায় নিহত চিনা নাগরিকরা দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। এই প্রকল্পে কাজ করা বেশিরভাগ ইঞ্জিনিয়ারই বিদেশি নাগরিক। এদিন বাসে প্রকল্প এলাকা থেকে রাজধানী ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন তাঁরা। বেশাম শহরের কাছে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মারে।

এটাই প্রথম নয়। পাকিস্তানে চিনা নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা এর আগেও ঘটেছে। বেজিং ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পে পাকিস্তানে বিশাল বিনিয়োগ করেছে। সারা বিশ্বে প্রায় ২ ট্রিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। এখানে পাকিস্তানে চিনা নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার তালিকা দেওয়া হল।

আরও পড়ুন: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা…

অগাস্ট ২০২৩, গোয়াদরে ফিদায়ে হামলায় ৪ চিনা নাগরিকের মৃত্যু হয়: ২০২৩ সালের ১৩ অগাস্ট বালুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণে ৪ চিনা নাগরিকের মৃত্যু হয়। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পালটা আক্রমণে ২ বিদ্রোহীকে হত্যা করে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) আত্মঘাতী স্কোয়াড মাজিদ ব্রিগেড এই হামলা চালিয়েছিল।

সেপ্টেম্বর ২০২২, করাচিতে চিনা দাঁতের ডাক্তারকে গুলি করে হত্যা: করাচির ব্যস্ত এলাকায় চিনা দাঁতের ডাক্তারের ক্লিনিকে রোগী সেজে ঢুকে পড়ে এক যুবক। তার মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। ক্লিনিকে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিনা ডেন্টিস্ট দম্পতির।

আরও পড়ুন: রামসীতার মন্দিরে শ্রদ্ধা জানিয়ে…খোল বাজিয়ে শুরু করলেন প্রচার! মানুষের দুয়ারে পৌঁছলেন তৃণমূলপ্রার্থী মুকুটমণি অধিকারী!

এপ্রিল ২০২২, আত্মঘাতী বোমা হামলায় করাচিতে ৩ চিনা নাগরিকের মৃত্যু: ২০২২ সালের এপ্রিলে করাচিতে চিনা ভাষা শিক্ষা কেন্দ্রের বাইরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৩ চিনা শিক্ষক এবং একজন গাড়ি চালকের মৃত্যু হয়। করাচি পুলিশের বিবৃতি অনুযায়ী, এক মহিলা আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল।

অগাস্ট ২০২১, বাস বিস্ফোরণে ৯ চিনা নাগরিকের মৃত্যু: ২০২১ সালের অগাস্টে নির্মাণ শ্রমিকদের বাসে বিস্ফোরণ হয়। অই বাসে ৯ জন চিনা নাগরিকও ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের