‘ম্যান অফ দ্য ম্যাচ’ পেলেন ৫ লিটার পেট্রোল! ভোপালের ঘটনা এখন ভাইরাল

#ভোপাল: এটা ভারত, এখানে কার্যত ‘অসম্ভব’ বলে কিছু নেই! তাও আবার যদি ক্রিকেট হয়, তাহলে তো কথাই নেই৷ ভোপালের একটি টুর্নামেন্টে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর পুরস্কারে ট্রফি বা নগদ অর্থ নয়, দেওয়া হলো পাঁচ লিটার পেট্রোল! ভারতে পেট্রোল-ডিজেল যে কতটা মহার্ঘ্য হয়ে উঠেছে, তারই প্রমাণ এই পুরস্কার৷

সালাউদ্দিন আব্বাসি নামের এক ক্রিকেটার ম্যাচের সেরা হওয়ার জন্য পাঁচ লিটার পেট্রোল পেলেন৷ মঙ্গলবার অর্থাৎ আজ ভোপালে লিটার পিছু প্রেট্রোলের দাম ৯৯ টাকা ২১ পয়সা৷ তার মানে সালাউদ্দিনকে টুর্নামেন্টের আয়োজক কমিটি প্রায় ৫০০ টাকার কাছাকাছি পুরস্কার দিল৷ ট্যুইটারে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসাবে পাওয়া পাঁচ লিটার পেট্রোলের জারিকেন হাতে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন সালাউদ্দিন৷

এদিনও  সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এই নিয়ে তিনদিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ গত কয়েকদিনে হু হু করে বেড়েছে তেলের দাম ৷ বেশ কিছু শহরে প্রায় ১০০ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ কলকাতাতেও ৯২ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম৷

স্বাভাবিক ভাবেই এর জেরে অন্যান্য জিনিসের দামও প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছে ৷ করোনার জেরে গত বছর থেকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপর জ্বালানির এভাবে দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই বেশ অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ ৷ তবে দাম কমবে বলেই মনে করা হচ্ছে৷ কেন্দ্রে ভোটের কথা ভেবেই এই দাম কমাচ্ছে বলেই খবর৷