Tag Archives: Petrol

পেট্রোল আসল নাকি নকল? বুঝবেন কীভাবে? এই কায়দা শিখে রাখুন

কলকাতা: আসল এবং নকল পেট্রল সনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ নকল পেট্রল গাড়ির ইঞ্জিনের ক্ষতি করতে পারে। নকল পেট্রলে প্রায়ই ক্ষতিকারক ভেজাল থাকে, যা ইঞ্জিনের কার্যক্ষমতা হ্রাস করতে পারে এবং দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আসল এবং নকল পেট্রল সনাক্ত করার কিছু উপায় এখানে দেওয়া হল।

১) গন্ধ দ্বারা চিহ্নিত –

আসল পেট্রলের গন্ধ কড়া এবং স্বতন্ত্র। নকল পেট্রলে অন্যান্য ক্ষতিকারক পদার্থের ভেজালের কারণে এর গন্ধ কিছুটা আলাদা এবং হালকা হতে পারে। পেট্রলের গন্ধ যদি স্বাভাবিকের থেকে আলাদা বলে মনে হয়, তাহলে তা নকল হওয়ার লক্ষণ হিসেবে ধরা যেতে পারে।

আরও পড়ুন- দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন ভিনেশ, কারণ কী?

২) জলে রেখে পরীক্ষা –

জলে অল্প পরিমাণ পেট্রল ঢালতে হবে। আসল পেট্রল জলে ভাসবে এবং এক্ষেত্রে তা ভেজাল নয় বুঝতে হবে। যদি পেট্রল জলে মিশে যায় বা এর রঙ পরিবর্তন হতে শুরু করে তাহলে তা নকল হতে পারে।

৩) কাগজে পরীক্ষা –

একটি সাদা কাগজে কয়েক ফোঁটা পেট্রল দিতে হবে এবং শুকোতে দিতে হবে। আসল পেট্রল সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয় এবং কোনও ট্রেস ছেড়ে যায় না। নকল পেট্রোল শুকানোর পর কাগজে তেলের মতো দাগ ফেলে যেতে পারে, যা ভেজালের লক্ষণ।

৪) পেট্রলের রঙ পর্যবেক্ষণ –

আসল পেট্রল হালকা হলুদ রঙের হয় বা কখনও কখনও সম্পূর্ণ বর্ণহীন। পেট্রলের রঙ গাঢ় হলে বা অন্য কোনও রঙের হলে তা নকল হতে পারে।

৫) দহন পরীক্ষা –

একটি ধাতব পাত্রে অল্প পরিমাণ পেট্রল রেখে এটি পোড়ানোর চেষ্টা করতে হবে। আসল পেট্রল পুরোপুরি পুড়ে সাদা ধোঁয়া তৈরি করবে। নকল পেট্রল পোড়ার সময় কালো ধোঁয়া নির্গত হতে পারে বা পুরোপুরি পুড়ে নাও যেতে পারে।

আরও পড়ুন- ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ

৬) গাড়ির কর্মক্ষমতা –

যদি পেট্রল ভর্তি করার পরে গাড়ির কর্মক্ষমতা হ্রাস লক্ষ্য করা যায়, যেমন ইঞ্জিন মাঝে মাঝে আটকানো, মাইলেজ হ্রাস বা ইঞ্জিন দ্রুত গরম হয়ে যাওয়া, তাহলে এটি নকল পেট্রলের লক্ষণ হতে পারে।

৭) শুধুমাত্র নির্ভরযোগ্য পেট্রল পাম্প থেকে ক্রয় –

সর্বদা শুধুমাত্র নির্ভরযোগ্য পেট্রল পাম্প থেকে পেট্রল কিনতে হবে। অসমর্থিত বা অজানা পেট্রল পাম্প এড়িয়ে চলতে হবে, যেখানে নকল পেট্রল পাওয়ার সম্ভাবনা বেশি।

এই পদ্ধতিগুলি ব্যবহার করে আসল এবং নকল পেট্রোল সনাক্ত করা যেতে পারে। নকল পেট্রল ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। কারণ এটি গাড়ির ইঞ্জিনের আয়ু কমিয়ে দিতে পারে এবং বিশাল মেরামতের খরচের কারণ হয়ে উঠতে পারে।

পেট্রোল পাম্পে এই ভুল করেন বহু মানুষ! বাইকের বারোটা বাজে, খরচ বাড়ে

কলকাতা: বাইক চালানো সকলের কাছেই একটি মজার অভিজ্ঞতা হতে পারে। কিন্তু, কেউ যদি নিজেদের বাইকের যত্ন না নেয়, তবে এটি একটি ব্যয়বহুল সমস্যার কারণ হয়ে উঠতে পারে। পেট্রল ভর্তি করার সময় কিছু ভুল করলে নিজেদের বাইকের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, পেট্রল ভরার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত।

১) ভুল পেট্রল –

– নিজেদের বাইকের জন্য সর্বদা সঠিক অকটেন রেটিং সহ পেট্রল পূরণ করা উচিত।

– কম অকটেন রেটিং সহ পেট্রল ইঞ্জিনের ক্ষতি করতে পারে। অন্য দিকে, উচ্চ অকটেন রেটিং সহ পেট্রল টাকা নষ্ট করতে পারে।

২) ট্যাঙ্ক উপচে পড়া –

– ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করার চেষ্টা করা উচিত নয়।

– ট্যাঙ্কে কিছু জায়গা খালি রাখতে হবে, যাতে পেট্রল ছিটকে বাষ্প বেরিয়ে যেতে পারে।

৩) ফোনে কথা বলা –

– পেট্রল ভরার সময় ফোনে কথা বলা উচিত নয়।

– এটি বিভ্রান্তির কারণ হতে পারে এবং আগুনের ঝুঁকি তৈরি করতে পারে।

৪) ধূমপান –

– পেট্রল পাম্পে কখনও ধূমপান করা উচিত নয়।

– পেট্রল অত্যন্ত দাহ্য, এমনকি সামান্য স্পার্কও বিস্ফোরণ ঘটাতে পারে।

৫) ইঞ্জিন সচল রাখা –

– পেট্রল ভর্তি করার সময় বাইকের ইঞ্জিন সবসময় বন্ধ রাখা উচিত।

– এটি আগুনের ঝুঁকি হ্রাস করে।

৬) আবর্জনা –

– পেট্রল পাম্পে আবর্জনা ফেলা উচিত নয়।

– এই ময়লা ট্যাঙ্কে ঢুকে ইঞ্জিনের ক্ষতি করতে পারে।

৭) তাড়াহুড়ো –

– পেট্রল ভর্তি করার সময় ধৈর্য রাখতে হবে এবং তাড়াহুড়ো করা উচিত নয়।

– তাড়াহুড়ো করলে ভুল হতে পারে, যা গাড়ির ক্ষতি করতে পারে।

আরও পড়ুন- ফোনে দু’টো সিম থাকলে কি বাড়তি টাকা দিতে হবে? TRAI জানিয়ে দিল আসল সত্যি

এই সতর্কতাগুলি অনুসরণ করে, পেট্রল ভর্তি করার সময় ভুলগুলি এড়ানো যেতে পারে এবং নিজেদের বাইকটিকে দীর্ঘ সময়ের জন্য ভাল রাখা যেতে পারে।

অতিরিক্ত টিপস –

একটি নির্ভরযোগ্য পেট্রল পাম্প বেছে নিতে হবে – সর্বদা একটি নামি এবং নির্ভরযোগ্য পেট্রল পাম্পে যাওয়া উচিত।

বিল নিতে হবে – সবসময় পেট্রল ভরার পরে বিল নিতে হবে।

কোনও সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে – পেট্রল ভর্তি করার পর বাইকে কোনও সমস্যা হলে, অবিলম্বে একজন মেকানিকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

Alert: আপনি দু’চাকা বা চার’চাকার গাড়ি চালান! পেট্রোল ও ডিজেল ভরানোর লিমিট বেঁধে দিল এই রাজ্য সরকার

: আপনি নিজের গাড়ি ব্যবহার করে যাতায়াত করেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গাড়ি একবারে কতটা তেল গাড়িতে ভরতে পারবে তার জন্য নিয়ম স্থির করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷   এই নিয়ম অনুসারে একটি দ্বিচক্র যান বা টু হুইলার প্রতিদিন মাত্র ২০০ টাকার এবং একটি চার চক্রযান বা ফোর হুইলার গাড়ি প্রতিদিন মাত্র ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল ভরাতে পারবে৷ Photo- File 
: আপনি নিজের গাড়ি ব্যবহার করে যাতায়াত করেন? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন গাড়ি একবারে কতটা তেল গাড়িতে ভরতে পারবে তার জন্য নিয়ম স্থির করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে৷   এই নিয়ম অনুসারে একটি দ্বিচক্র যান বা টু হুইলার প্রতিদিন মাত্র ২০০ টাকার এবং একটি চার চক্রযান বা ফোর হুইলার গাড়ি প্রতিদিন মাত্র ৫০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ তেল ভরাতে পারবে৷ Photo- File
ত্রিপুরা সরকার পেট্রোল এবং ডিজেল ক্রয়-বিক্রয়ের সীমা নির্ধারণ করেছে। এর অধীনে টু হুইলারের মালিকরা প্রতিদিন মাত্র ২০০ টাকা আর চার চাকার গাড়ি মাত্র ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন৷  রাজ্যে আসা পণ্য ট্রেনগুলির গতি ব্যাহত হওয়ার কারণে হঠাৎই  জ্বালানি তেল ঘাটতির আশঙ্কায়  সরকার এই পদক্ষেপ নিয়েছে। Photo- File
ত্রিপুরা সরকার পেট্রোল এবং ডিজেল ক্রয়-বিক্রয়ের সীমা নির্ধারণ করেছে। এর অধীনে টু হুইলারের মালিকরা প্রতিদিন মাত্র ২০০ টাকা আর চার চাকার গাড়ি মাত্র ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল ও ডিজেল কিনতে পারবেন৷  রাজ্যে আসা পণ্য ট্রেনগুলির গতি ব্যাহত হওয়ার কারণে হঠাৎই  জ্বালানি তেল ঘাটতির আশঙ্কায়  সরকার এই পদক্ষেপ নিয়েছে। Photo- File
অসমের জাটিঙ্গায় বড়সড় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ  অবশ্য শেষ হয়ে গেছে এবং ২৬ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে  তবে জাটিঙ্গা হয়ে ট্রেন পরিষেবা এখনও রাতে বন্ধ রাখা হয়েছে৷ Photo- File
অসমের জাটিঙ্গায় বড়সড় ল্যান্ডস্লাইড হওয়ার কারণে ত্রিপুরায় আসা পণ্যবাহী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। মেরামতের কাজ  অবশ্য শেষ হয়ে গেছে এবং ২৬ এপ্রিল যাত্রীবাহী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে  তবে জাটিঙ্গা হয়ে ট্রেন পরিষেবা এখনও রাতে বন্ধ রাখা হয়েছে৷ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী বললেন, ‘‘রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে পেট্রোল ও ডিজেলের সরবরাহ কমে গেছে এবং তাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানি-পেট্রোল ও ডিজেলের ওপর ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের অতিরিক্ত সচিব নির্মল অধিকারী বললেন, ‘‘রাজ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার কারণে পেট্রোল ও ডিজেলের সরবরাহ কমে গেছে এবং তাই বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। জ্বালানি-পেট্রোল ও ডিজেলের ওপর ১ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, 'দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।' Photo- File
খাদ্য ও নাগরিক সরবরাহ দফতরের জারি করা আদেশ অনুসারে, ‘দুই চাকার গাড়ি ২০০ টাকা পর্যন্ত পেট্রোল কিনতে পারবে এবং চার চাকার গাড়িগুলি ৫০০ টাকা পর্যন্ত পেট্রোল বা ডিজেল কিনতে পারবে।’ Photo- File
এদিকে পাবলিক ভেহিকেলের জন্য দিনে একটি বাসে মাত্র ৬০ লিটার ডিজেল বিক্রি করতে বলা হয়েছে যেখানে মিনি বাস, অটো রিক্সা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে এই সীমা হবে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার। Photo- File
এদিকে পাবলিক ভেহিকেলের জন্য দিনে একটি বাসে মাত্র ৬০ লিটার ডিজেল বিক্রি করতে বলা হয়েছে যেখানে মিনি বাস, অটো রিক্সা ও থ্রি-হুইলারের ক্ষেত্রে এই সীমা হবে যথাক্রমে ৪০ লিটার ও ১৫ লিটার। Photo- File

পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে ফেললে কী হতে পারে? এমন ভুলে ভয়ঙ্কর কাণ্ড হবে

কলকাতা: পেট্রোল গাড়িতে ভুল করে ডিজেল ঢেলে ফেললে কী হবে? বা ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে? গাড়ি চলবে? ইঞ্জিনের কোনও ক্ষতি হবে? আসলে পেট্রোল এবং ডিজেলের আলাদা আলাদা বৈশিষ্ট রয়েছে। ডিজেল কম দাহ্য। অন্য দিকে পেট্রোলের ফ্ল্যাশ পয়েন্ট বেশি। একটা ফুলকি থেকে পেট্রোলে আগুন ধরে যেতে পারে। ডিজেলে সময় লাগে।

এছাড়া পেট্রোল এবং ডিজেলের লুব্রিকেটিং বৈশিষ্টও আলাদা আলাদা। পেট্রোলে ৯১ থেকে ৯৫-এর উচ্চতর অকটেন নম্বর রয়েছে। সিটেন নম্বর ১৫ থেকে ২০-র কম। ডিজেলে সিটেন নম্বর বেশি, প্রায় ৪৫ থেকে ৫৫-র আশপাশে থাকে। অকটেন সংখ্যা ১৫ থেকে ২৫-এর মধ্যে থাকে।

আরও পড়ুন- তিন তলা থেকে পড়ে গেলেও কিছু হত না! সেই Nokia 3210 বাজারে আসছে আবার

পেট্রোল গাড়িতে ডিজেল ঢাললে: পেট্রোল গাড়ির ট্যাঙ্কের নোজাল ডিজেল ডিসপেনসারের চেয়ে ছোট। তাই পেট্রোল গাড়িতে ডিজেল ঢালার সম্ভাবনা খুব কম। কিন্তু তারপরেও যদি কেউ ভুল করে ঢেলে ফেলে তাহলে গাড়ির যে ক্ষতি হবে বলাইবাহুল্য।

পেট্রোল পরিশোধিত জ্বালানি এবং ডিজেলের চেয়ে পাতলা। স্পার্ক প্লাগের সাহায্যে এতে স্পার্ক করা হয়। এখন কেউ যদি পেট্রোল গাড়িতে ডিজেল ঢেলে চালাতে যায়, তাহলে প্রথমেই গাড়ির স্পার্ক প্লাগ এবং ফুয়েল সিস্টেম জ্যাম হয়ে যাবে।

গাড়ির ফুয়েল ফিল্টারও ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ইঞ্জিনে আগুন ধরে যাবে এবং এগজস্ট থেকে ধোঁয়া বেরতে শুরু করবে। সোজা কথায়, গাড়ি থামাতে হবে। এভাবে গাড়ি চালানো যাবে না।

ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে: এখন ডিজেল গাড়িতে যদি পেট্রোল ঢালা হয়? এতে ক্ষতি কম হবে। তবে হবে। ডিজেল লুব্রিকেশন অয়েল হিসেবে কাজ করে।

গাড়ি চালু করার সঙ্গে সঙ্গে ডিজেল ইঞ্জিনের প্রতিটা অংশে পেট্রোল পৌঁছে যাবে। ফলে ‘মিসফায়ার’ হবে। গাড়ি থেমে যাবে। ইঞ্জিনে কতটা পেট্রোল গিয়েছে, তার উপর ক্ষতির পরিমাণ নির্ভর করছে।

আরও পড়ুন- ফোন হারানোর পরই স্যুইচড অফ! আর চিন্তা নেই, অ্যান্ড্রয়েড ১৫ থাকলেই খুঁজে পাবেন

ডিজেল গাড়িতে পেট্রোল ঢাললে মেশিনের ঘর্ষণ বৃদ্ধি পায়। এর ফলে জ্বালানি লাইন সহ পাম্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরেও গাড়ির ইঞ্জিন চালু রাখলে ইঞ্জিনের ক্ষতি হবে। এমনকী ইঞ্জিন স্তব্ধ হয়ে যেতে পারে। এইরকম পরিস্থিতিতে অবিলম্বে মেকানিকের কাছে গিয়ে ইঞ্জিন থেকে সমস্ত পেট্রোল বের করে পুঙ্খানুপুঙ্খভাবে পরিস্কার করা ছাড়া অন্য পথ নেই।

‘ম্যান অফ দ্য ম্যাচ’ পেলেন ৫ লিটার পেট্রোল! ভোপালের ঘটনা এখন ভাইরাল

#ভোপাল: এটা ভারত, এখানে কার্যত ‘অসম্ভব’ বলে কিছু নেই! তাও আবার যদি ক্রিকেট হয়, তাহলে তো কথাই নেই৷ ভোপালের একটি টুর্নামেন্টে ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর পুরস্কারে ট্রফি বা নগদ অর্থ নয়, দেওয়া হলো পাঁচ লিটার পেট্রোল! ভারতে পেট্রোল-ডিজেল যে কতটা মহার্ঘ্য হয়ে উঠেছে, তারই প্রমাণ এই পুরস্কার৷

সালাউদ্দিন আব্বাসি নামের এক ক্রিকেটার ম্যাচের সেরা হওয়ার জন্য পাঁচ লিটার পেট্রোল পেলেন৷ মঙ্গলবার অর্থাৎ আজ ভোপালে লিটার পিছু প্রেট্রোলের দাম ৯৯ টাকা ২১ পয়সা৷ তার মানে সালাউদ্দিনকে টুর্নামেন্টের আয়োজক কমিটি প্রায় ৫০০ টাকার কাছাকাছি পুরস্কার দিল৷ ট্যুইটারে যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার হিসাবে পাওয়া পাঁচ লিটার পেট্রোলের জারিকেন হাতে নিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন সালাউদ্দিন৷

এদিনও  সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ এই নিয়ে তিনদিন পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ গত কয়েকদিনে হু হু করে বেড়েছে তেলের দাম ৷ বেশ কিছু শহরে প্রায় ১০০ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ কলকাতাতেও ৯২ টাকা হয়ে গিয়েছে পেট্রোলের দাম৷

স্বাভাবিক ভাবেই এর জেরে অন্যান্য জিনিসের দামও প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছে ৷ করোনার জেরে গত বছর থেকে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ ৷ তার উপর জ্বালানির এভাবে দাম বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই বেশ অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ ৷ তবে দাম কমবে বলেই মনে করা হচ্ছে৷ কেন্দ্রে ভোটের কথা ভেবেই এই দাম কমাচ্ছে বলেই খবর৷