উদ্ধার কুমিরের বাচ্চা

নদী থেকে উদ্ধার ৫ মাসের কুমিরের ছানা, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের কুলতলির নদী থেকে উদ্ধার একটি ৫ মাসের কুমিরের ছানা। সেটি তুলে দেওয়া হল বন দফতরের কর্মীদের হাতে।

বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গেল, গত কয়েকদিন ধরে ঝোড়ো হাওয়া ও নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর তার ফলে বিভিন্ন পুকুর, নালা ইতিমধ্যে সব ডুবে গিয়েছে। নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে।

এই সময় প্রকৃতির স্বাভাবিক নিয়মে কুমিরের প্রজননের সময়। আর নদীর জলে স্বাভাবিক নিয়মে জন্ম নেওয়া ৫ মাসের একটি কুমিরের বাচ্চা দলছুট হয়ে জলের তোড়ে একদিক থেকে অন্য দিকে চলে যায়।

আরও পড়ুন- ২৭০০ রোগীর চাপ! কর্মবিরতির মাঝেও হাসপাতালে অক্লান্ত পরিষেবা সিনিয়র ডাক্তারদের!

সুন্দরবনের কুলতলি থানার মেরীগঞ্জ ২ নং পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর গ্রামের জগবন্ধু বৈদ্য নামে এক মৎস্যজীবীবাড়ির কাছে বেলেডোনা নদীতে ছোটো জাল নিয়ে মাছ ধরতে যায়, আর তখন মাছ ধরার জালে মাছের বদলে একটি কুমিরের বাচ্চা ধরা পড়ে।

ওই মৎস্যজীবি তৎক্ষনাৎ বন দফতরের পিয়ালি বিট অফিসে যোগাযোগ করেন। খবর পেয়ে ওদিন রাতেই ঘটনাস্থলে চলে আসে পিয়ালি বিট অফিসের অফিসার আবু জাফর মোল্লা সহ তাঁর একাধিক বন কর্মীরা।

আরও পড়ুন- তালপাতায় লেখা মনসামঙ্গলের মনসামঙ্গল, বৈষ্ণব পদাবলীর পাণ্ডুলিপি…!

তাঁরা এসে ওই মৎস্যজীবির কাছ থেকে উদ্ধার হওয়া ৫ মাসের ওই কুমিরের বাচচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। ওই কুমির বাচ্চাটির শারীরিক চিকিৎসার পর সেটি সুস্থ থাকায় আবার নদীতে ছেড়ে দেওয়া হয়।

সুমন সাহা