ফাইল চিত্র

Telangana: তেলঙ্গানায় ভয়ঙ্কর ঘটনা, পুলিশের বিরাট অভিযান! শীর্ষ নেতা-সহ মৃত্যু ৬ মাওবাদীর

হায়দরাবাদ: আবার মাওবাদী-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তেলঙ্গনা। বৃহস্পতিবারের, এই ঘটনায় দুই মহিলা-সহ ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তেলঙ্গনা পুলিশ। তেলঙ্গনার ভাদ্রাদ্রি কোঠাগুডেম জেলায় এই ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে দুই জন পুলিশের গ্রে হাউন্ড সদস্যও নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘মন ভাল নেই’- অভিযোগ জানাতে গিয়ে মহকুমাশাসকের দুর্ব্যবহারে বিস্মিত সাংবাদিক!
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, তেলেঙ্গানার কোঠাগুডেম জেলার গভীর অরণ্যে এই গুলির লড়াই শুরু হয়।

এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পরেই ওই এলাকা ঘিরে ফেলা হয়। মাওবাদীর ওই দলটি সম্ভবত ছত্তিশগড় থেকে তেলঙ্গানা ঢুকছিল সেই সময়েই তেলঙ্গানার পুলিশ ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাতে শুরু করে। এবং তারপরেই সন্ধান পাওয়া মাত্রই দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

 

মাওবাদীদের সঙ্গে গুলি যুদ্ধ শেষে ঘটনাস্থল থেকে মৃত ছয় মাওবাদীর দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের শনাক্তকরণও শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: শোওয়ার ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য! ওখানে ওটা কী? ভাইরাল ভিডিও দেখে গা শিউরে উঠবে
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন মাওবাদীর শীর্ষনেতাও রয়েছেন। এছাড়াও মৃতদের থেকে ২টি স্বয়ংক্রিয় একে৪৭, এসএলআর বন্দুক, এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে তদন্ত এখনও চলছে।