কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এর আগে ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মোদি সরকারের কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷

7th Pay Commission: DA-এর পরে HRA? কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাম্পার বেতন বৃদ্ধির সম্ভাবনা? মাস ফুরোলেই আরও হাজার হাজার টাকা বেশি!

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এর আগে ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মোদি সরকারের কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন ৷ এর আগে ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মোদি সরকারের কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷
মার্চের প্রথম সপ্তাহে ৪ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি করে সেটি ৫০ শতাংশ করা হয়েছে ৷ বর্ধিত ডিএ দেশভর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকরও করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মার্চের প্রথম সপ্তাহে ৪ শতাংশ ডিএ-ডিআর বৃদ্ধি করে সেটি ৫০ শতাংশ করা হয়েছে ৷ বর্ধিত ডিএ দেশভর সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকরও করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ ৫০ শতাংশ হলেই এইচআরএ বা হাউজ রেন্ট অ্যালাউন্সেও পরিবর্তন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ ৫০ শতাংশ হলেই এইচআরএ বা হাউজ রেন্ট অ্যালাউন্সেও পরিবর্তন হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
তাই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও অন্য এক ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন ৷ প্রতীকী ছবি ৷
তাই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও অন্য এক ভাতা বৃদ্ধির অপেক্ষায় আছেন ৷ প্রতীকী ছবি ৷
ডিওপিটির পক্ষ থেকে আগে থেকেই ভাতার তালিকা বৃদ্ধি, যেখানে ডিএ বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ যদিও এইচআরএ বৃদ্ধির ক্ষেত্রে এখনও কোনও নির্দেশ আসেনি ৷ প্রতীকী ছবি ৷
ডিওপিটির পক্ষ থেকে আগে থেকেই ভাতার তালিকা বৃদ্ধি, যেখানে ডিএ বৃদ্ধির বিষয়ে ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ যদিও এইচআরএ বৃদ্ধির ক্ষেত্রে এখনও কোনও নির্দেশ আসেনি ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বর্তমানে ৫০ শতাংশ হয়েছে, এবার এইচআরএ ঠিক কতখানি বৃদ্ধি হতে পারে এই বিষয় নিয়েই বিরাট ভাবনাচিন্তা তৈরি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বর্তমানে ৫০ শতাংশ হয়েছে, এবার এইচআরএ ঠিক কতখানি বৃদ্ধি হতে পারে এই বিষয় নিয়েই বিরাট ভাবনাচিন্তা তৈরি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআরএ গণনা করা হয়ে থাকে ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত ১ জুলাই ২০১৭ থেকে এইচআরএ ক্যাটাগরিতে X, Y ও Z শহরের মানুষদের ক্ষেত্রে হাউজ রেন্ট অ্যালাউন্স ২৪, ১৬ ও ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচআরএ গণনা করা হয়ে থাকে ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত ১ জুলাই ২০১৭ থেকে এইচআরএ ক্যাটাগরিতে X, Y ও Z শহরের মানুষদের ক্ষেত্রে হাউজ রেন্ট অ্যালাউন্স ২৪, ১৬ ও ৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
আগে ডিএ ২৫ শতাংশে পৌঁছলে X, Y ও Z ক্যাটাগরির শহরে মূল বেতনের হিসাবে ক্রমশ ২৭, ১৮ ও ৯ শতাংশ পর্যন্ত বদলাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
আগে ডিএ ২৫ শতাংশে পৌঁছলে X, Y ও Z ক্যাটাগরির শহরে মূল বেতনের হিসাবে ক্রমশ ২৭, ১৮ ও ৯ শতাংশ পর্যন্ত বদলাতে থাকে ৷ প্রতীকী ছবি ৷
যদি কোনও কর্মচারীর বেসিক বা মূল বেতন ৩৫,০০০ টাকা, সেক্ষেত্রে X, Y ও Z ক্যাটাগরির ক্ষেত্রে কী হতে পারে এইচআরএ দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
যদি কোনও কর্মচারীর বেসিক বা মূল বেতন ৩৫,০০০ টাকা, সেক্ষেত্রে X, Y ও Z ক্যাটাগরির ক্ষেত্রে কী হতে পারে এইচআরএ দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
১) X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
১) X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ২৭% অর্থাৎ ৯,৪৫০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
২) Y ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
২) Y ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ১৮% অর্থাৎ ৬,৩০০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
৩) Z ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ৯% অর্থাৎ ৩,১৫০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
৩) Z ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ৯% অর্থাৎ ৩,১৫০ টাকা করে পেতেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ ৫০% হলেই এইচআরএ X, Y ও Z ক্যাটাগরির ক্ষেত্রে ৩০%, ২০% ও ১০% পর্যন্ত করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ ৫০% হলেই এইচআরএ X, Y ও Z ক্যাটাগরির ক্ষেত্রে ৩০%, ২০% ও ১০% পর্যন্ত করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী কী হতে পারে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, সেটাই একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কী কী হতে পারে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, সেটাই একনজরে দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
১) X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ৩০% অর্থাৎ ১০,৫০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
১) X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ৩০% অর্থাৎ ১০,৫০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
২) Y ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ২০% অর্থাৎ ৭,০০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
২) Y ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ২০% অর্থাৎ ৭,০০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
৩) Z ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ১০% অর্থাৎ ৩,৫০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
৩) Z ক্যাটাগরির ক্ষেত্রে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা, তাঁরা ১০% অর্থাৎ ৩,৫০০ টাকা করে পেতে পারেন এইচআরএ ৷ প্রতীকী ছবি ৷
এরফলে X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তাঁরা বছরে বাড়তি ৩,৫০০ টাকা বেশি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
এরফলে X ক্যাটাগরির শহরে যাঁদের বেসিক স্যালারি ৩৫,০০০ টাকা তাঁরা বছরে বাড়তি ৩,৫০০ টাকা বেশি পাবেন ৷ প্রতীকী ছবি ৷