ব্যবসা-বাণিজ্য 7th Pay Commission: উৎসবের মরশুমে পরপর ধামাকা! DA এরিয়ার, বোনাস-সহ অক্টোবরের বেতনে দু’হাতে টাকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের Gallery October 19, 2024 Bangla Digital Desk কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে ইতিমধ্যেই ৷ এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিশেষ ভাবে স্বস্তি পেয়েছেন ৷ প্রতীকী ছবি ৷ গত ১৬ অক্টোবর কেন্দ্রীয় সরকার এই বড় সিদ্ধান্তটি গ্রহণ করেছে ৷ ডিএ, ডিআর বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ করেই ৷ প্রতীকী ছবি ৷ যা দাঁড়িয়েছে মোট ৫৩ শতাংশেই ৷ এরফলেই এক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বিশাল আনন্দের খবর ৷ প্রতীকী ছবি ৷ ঘোষিত ডিএ কার্যকর হচ্ছে ১ জুলাই ২০২৪ থেকে আর অক্টোবরের বেতনের সঙ্গে এরিয়ার-সহ বৃদ্ধিপ্রাপ্ত টাকা পাবেন মোদি সরকারের কর্মীরা ৷ প্রতীকী ছবি ৷ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর অর্থাৎ এই তিন মাসের এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ ডিআর এর এরিয়ার পাবেন কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও ৷ প্রতীকী ছবি ৷ মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীদের বেতনও বৃদ্ধি পেয়ে থাকে সাধারণত ৷ কেননা ডিএ বেতনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ৷ প্রতীকী ছবি ৷ যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি ৪২,২০০ টাকা তিনি আগে থেকেই ৫০ শতাংশ করে ডিএ পাচ্ছেন ৷ প্রতীকী ছবি ৷ তিনি বার্ষিক ২৩,১০০ টাকা করে পাচ্ছিলেন ৷ এবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সেই কর্মীরাই পাবেন ২৪,৪৮৬ টাকা ৷ প্রতীকী ছবি ৷ অর্থাৎ বেতন বৃদ্ধি হল মোট ১,৩৮৬ টাকা বৃদ্ধি হল, বার্ষিক ১৬,৩৮৬ টাকা বৃদ্ধি পেল, সারা বছরের হিসাবে ৷ প্রতীকী ছবি ৷ অক্টোবরের বেতনে তিন মাসের এরিয়ার পাবেন সেক্ষেত্রে ৪,১৫৮ টাকা তিন মাসের ডিএ এরিয়ার হতে চলেছে ৷ একই সঙ্গে দীপাবলির বোনাসও পাবেন ৷ প্রতীকী ছবি ৷ মহার্ঘ ভাতার পাশাপাশি পেনশনভোগীরা পাচ্ছেন ৫৩ শতাংশ ডিআর ৷ এতে পেনশনও বাড়বে বেশ খানিকটা টাকা ৷ প্রতীকী ছবি ৷ উদাহরণ স্বরূপ ৫০,৪০০ টাকা যিনি বেসিক স্যালারি পেতেন ৫০ শতাংশ হিসাবে ডিআরে তিনি পেতেন ২৫,২০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷ এবার সেটি বেড়ে হয়েছে ৫৩ শতাংশ, এরফলে ডিআর-এর মোট পরিমাণ দাঁড়িয়েছে ২৬,৭১২ টাকা ৷ ফলত মাসিক পেনশন ১,৫১২ টাকা বৃদ্ধি হয়েছে ৷ প্রতীকী ছবি ৷