(Photo Courtesy- AP)

IND vs BAN: কানপুরে প্রথম দিনেই ভিলেন বৃষ্টি! খেলা হল মাত্র ৩৫ ওভার, নজর কাড়লেন বাংলার আকাশ দীপ

কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় ভিলেন বৃষ্টি। মাত্র ৩৫ ওভারেই শেষ করে দিতে হল প্রথম দিনের খেলা। সকাল থেকেই বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় আম্পায়ার। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ১০৭ রানে ৩ উইকেট।

বৃষ্টির কারণে প্রথম দিনই দেরিতে হয় ভারত বনাম বাংলাদেশের টস। ম্যাচও শুরু হয় দেরিতে। সকাল ১০ টায় হয় টস। ম্যাচ শুরু হল সাড়ে দশটায়। অর্থাৎ নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস ভাগ্য সাথ দল ভারত অধিনায়ক রোহিত শর্মার। বৃষ্টি ও আদ্রতার কারণে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে শুরুতেই জোড়া ধাক্কা দেন বাংলার পেসার আকাশ দীপ। জাকির হাসান ও শাদমান ইসলামকে সাজঘরে ফেরত পাঠান আকাশ দীপ। দুই উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক ৫১ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। দলের ৮০ রানের মাথায় অশ্বিনের বলে ৩১ রান করে আউট হন শান্ত। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট নিতেই বড় রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের চতুর্থ ইনিংসে অশ্বিনের মোট উইকেট সংখ্যা হল ১০০।

আরও পড়ুনঃ IND vs BAN: কানপুরে বাংলাদেশি ফ্যানের উপর হামলা! বেধড়ক মারধর! ভারত-বাংলাদেশ টেস্টে অযাচিত ঘটনা

প্রথম দিনে মোট ৩৫ ওভার খেলা হওয়ার মাধ্যমে একাধিকবার বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সাসপেন্ড করতে বাধ্য হন আম্পায়াররা। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ম্যাচের প্রথম ৩ দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।