খ্যাতির শিরোনাম থেকে গুমনামীর অন্ধকার! ফের কামব্যাক, মোহিত শর্মা যেন ফিনিক্স

মুম্বই: মানুষের সামনে কখন সুযোগ আসবে আর কখন সেই সুযোগ কাজে লাগিয়ে মানুষ চমকে দেবে কেউ জানে না। চেষ্টা থাকলে উপায় আছে। হাল না ছাড়ার নতুন সংজ্ঞা বোধ হয় মোহিত শর্মা। হরিয়ানার এই মিডিয়াম পেসার একটা সময়ে উল্কার মত উঠেছিলেন ভারতীয় ক্রিকেটে। মহেন্দ্র সিং ধোনির প্রিয় পাত্র ছিলেন। কিন্তু দু-তিন বছর পর হঠাৎ করেই হারিয়ে গেলেন।

মোহিত শর্মার পুনর্জন্ম কেন বলা হচ্ছে? দেশের হয়ে শেষ বার খেলেছেন ২০১৫ সালে। সেবার এক দিনের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন। তার আগের বছর আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে বেগুনি টুপি পেয়েছিলেন মোহিত। মাঝে যেন হারিয়ে গিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে খেললেও কেই বা খোঁজ রেখেছেন! গত বারের আইপিএলে অভিষেক হয় গুজরাত টাইটান্সের।

মেন্টর আশিস নেহরা ফোন পান মোহিত শর্মা। আশিস তাঁকে নেট বোলার হওয়ার প্রস্তাব দেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন অভিজ্ঞ বোলার এতে কোনও অসম্মানিত বোধ করেননি। মোহিত নিজেই বলেছেন, আশিস ভাইয়ের ফোন আসে। দলের সঙ্গে থাকার প্রস্তাব দেন নেট বোলার হিসেবে। তাঁর প্রস্তাবে রাজি হয়ে যাই। ঘরে বসে থাকার চেয়ে এটা আমার কাছে ভাল বিকল্প মনে হয়েছিল।

গত বারের নেট বোলার, এবার অন্যতম ভরসা হয়ে উঠছেন। এ মরসুমে মাত্র তিন ম্যাচে সুযোগ পেয়েছেন মোহিত শর্মা। তিন ম্যাচ মিলিয়ে বোলিং করেছেন মাত্র ৯ ওভার। উইকেট নিয়েছেন চারটি। ইকোনমি মাত্র ৪.৬৬। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মোহিত।

তাঁর পারফরম্য়ান্সে ‘মোহিত’ হয়ে পড়েছে গুজরাত টাইটান্স শিবির। মোহিত শর্মা এখন আর সাফল্য পেলে উত্তেজিত হন না। ব্যর্থ হলেও দুঃখ পান না। শুধু চেষ্টা করে যান। তার কাছে এখন বাস্তবটা এরকম। মোহিত শুধু মুখ বন্ধ করে খেলে যেতে চান। তার কামব্যাক সত্যিই একটা অনবদ্য গল্প যেন।