KKR vs CSK ম্যাচে কে জিতল টস, দুই দলের একাদশে কোন চমক, সব আপডেট এক ক্লিকে

কলকাতা: আইপিএলে সুপার সানডের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাউট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। সম্ভবত এমএস ধোনির ইডেন গার্ডেন্সে এটাই শেষ ম্যাচ। ধেনিকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে এই ম্যাচে নামার আগে চাপে যে কেকেআর তা মানতেই হবে। হারের হ্যাটট্রিক করে ফেলেছে নাইটরা। আজ সিএসকের বিরুদ্ধে জিততে না পারলে প্লে অফের রাস্তা অনেকট কঠিন হয়ে যাবে। গোটা প্রতিযোগিতা কার্যত নক আউট এখন কেকআরের কাছে। অপরদিকে কেকেআরের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি সিএসকের সামনে।

ম্যাচে টস ভাগ্য সাথ দেয় কেকআরের। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নীতিশ রানা। প্রথমত ডিউ সমস্যা ও তারপর ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণেই প্রথমে বোলিং করে নিয়ে সেই মত রান চেজের রণনীতি সাজাতেই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলে ও ডিএলএস নিয়ম প্রয়োগ হলে তখনও দ্বিতীয় ব্যাটিং টিম সুবিধা পেয়ে থাকে। অপরদিকে, টস হারলেও খুব একটা চিন্তিত নয় সিএসকে অধিনায়ক এমএস ধোনি। বড় স্কোর করে কেকেআরকে চাপে রাখার লক্ষ্য নিয়েই নামছে নাইটরা।

কেকেআরের একাদশ: জেসন রয়, এন জগদীশান (উইকেটকিপার), নীতিশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড উইসে, সুনীল নারিন, সুযশ শর্মা, কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

সিএসকের একাদশ: রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, অম্বাতি রায়ডু, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), তুষার দেশপাণ্ডে, মাথিসা পাথিরানা, মাহেশ থিকসানা।

আরও পড়ুনঃ KKR vs CSK: ইডেন না চিপক বোঝা দায়, কেকেআর হোম আজ ধোনি ফ্যানেদের দখলে

আরও পড়ুনঃ দাদার জনপ্রিয়তাকেও দেন টেক্কা! শুভমান গিলের লাস্যময়ী বোন সত্যিই হট, রইল সেরা ১০ ছবি

প্রসঙ্গত, দুই দলের বর্তমান ফর্মের বিচার করলে কেকেআরের থেকে অনেকটা এগিয়েই শুরু করবে চেন্নাই সুপার কিংস। তবে দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের খাতায় কলমে শক্তির বিচার করলে খুব একটা হেরফের নেই। উল্টে সিএসকের থেকে কেকেআরের বোলিং লাইন বেশি শক্তিশালী। তবে দুই দলের পরিস্থিতি ও চাপ একটা বড় বিষয়। সবদিক থেকে বিচার করে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কেকেআরের বিরুদ্ধে অ্যাডভান্টেজ সিএসকে।