Incredible Video | Viral: হাতির সামনে মাথানত করল বাঘ! এমনও হয় নাকি?দেখুন সেই অবিশ্বাস্য ভিডিও

নয়াদিল্লি: হাতিদের সামনে দেখলে, মাথা নিচু করে বসে তাঁদের সম্মান জানাতে হয়৷ মোগলিকে শিখিয়েছিল বাঘা৷ জঙ্গলের আইন ভারসাম্য রক্ষার আইন, আইন পারস্পরিক সম্মান প্রদর্শনের, সাহচর্যের৷ অথচ, অবোলা প্রাণীদের তো কেউ-ই কিছু শেখায় না! প্রকৃতি মায়ের আশ্চর্য শিক্ষায় শিক্ষিত হয় তারা৷ যেখানে হিংস্র, মাংসাশী পশু বাঘও রাস্তা ছেড়ে দেয় হাতির পালকে৷ হাঁটু মুড়ে বসে পড়ে তাদের যাত্রাপথের পাশে৷ এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে একটা হাতির পাল৷ আশপাশ থেকে বাঘের গন্ধ পেয়ে সেই দলের সর্দার হাতি প্রকট এক হুঙ্কার তোলে৷ আর তা শুনেই গতি রুদ্ধ হয়ে যায়, সেই পথ ধরেই আসা একটি বাঘের৷ মুহূর্তে নিচু হয়ে ঘাসের মাঝে বসে পড়ে সে৷

ভিডিওটি শেয়ার করেছেন এক আইএফএস আধিকারিক সুশান্ত নন্দা৷ ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক এভাবেই প্রাণীরা নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখে৷…বাঘের গন্ধ পেয়ে আওয়াজ করল হাতি৷ পথ থেকে সরে দাঁড়াল রাজা, হাতির দল হেঁটে পেরল রাস্তা৷’