Pranati Nayak: বাংলার মেয়ের বিশ্বমঞ্চে বাজিমাত, জিমন্যাস্টিকে প্রণতির ব্রোঞ্জ, শুভেচ্ছা জানালেন মমতা

কলকাতা: ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়ক বিশ্ব অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদক পেলেন৷ বাংলার মেয়ের সাফল্যে খুশি হয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এফআইজি অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপের (FIG Apparatus World Cup ) আসর বসেছে কায়রোতে৷  শনিবার ১৭ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিলেন৷ ১৩.৬১৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পেলেন প্রণতি৷  অন্যদিকে স্বদেশীয় দীপা কর্মকার পঞ্চম হলেন৷ তাঁর পয়েন্ট ১৩.৩৮৩৷

মমতা বন্দ্যোপাধ্যায় প্রণতি নায়েকের পারফরম্যান্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷


কোরিয়ান অ্যাথলিট সোনার পদক জয় করেন৷ তাঁর পয়েন্ট ছিল ১৪.২৩৩৷ বুলগেরিয়ার প্রতিযোগী রুপো পান৷ তাঁর পয়েন্ট ১৩.৬১৬ পয়েন্ট৷ প্রণতির সঙ্গে তাঁর পয়েন্ট এক হলেও বাংলার মেয়েকে টেক্কা দেন তিনি৷ আন্তর্জাতিক মঞ্চে দীপা কর্মকারের পর প্রণতির সাফল্য নিশ্চিতভাবে ভারতীয় জিমন্যাস্টদের মনোবল বাড়িয়ে দেবে৷

কায়ারোর এই ইভেন্টে FIG Apparatus World Cup 2024 series প্রথম চারটি ইভেন্টের একটা৷ সেরা তিনটি পারফরম্যান্স নেওয়া চারটি ইভেন্ট থেকে৷  এর থেকে পুরুষ ও মহিলা বিভাগে দুজন করে অ্যাথলিট নিজেদের পারফরম্যান্স দিয়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট পাবেন৷