Tag Archives: Athlete

Howrah News: দুই বাংলার তো কেউ নয়ই, পৃথিবীর প্রথম প্যারা অ্যাথলিট হিসেবে নজির হাওড়ার রিমোর

হাওড়া: এবার আফ্রিকায় সাঁতার কেটে বিশ্বরেকর্ড গড়লেন হাওড়ার রিমো। অতল সমুদ্র সাঁতরে রিমো’ র ঝুলিতে এই বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম প্যারা সাঁতারু হিসাবে এই রেকর্ড। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের রোবেন আইল্যান্ড থেকে ব্লুবার্গ পর্যন্ত দীর্ঘ ১৬ কিলোমিটার সাঁতার কেটে রেকর্ড গড়লেন। জানা গেছে, বিশ্বের প্রথম প্যারা সাঁতারুর পাশাপাশি দু’ই বাংলার প্রথম সাঁতারু হিসাবে এই নজির গড়েছেন তিনি।

কলকাতা থেকে মুম্বই হয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন উড়ে গিয়েছিলেন রিমো। তারপর সাময়িক অনুশীলনের পর ১২ মার্চ সাঁতারে হাওড়ার সালকিয়ার বছর একত্রিশের রিমো সাহা। খালি গায়েই হাড়হিম করা ঠাণ্ডা জলে ৪ ঘণ্টা ৩৭ মিনিট ধরে সাঁতার কেটে নিজের লক্ষ্য পূরণ করে। ১২  মার্চ সাঁতার কাটলেও দু’দিন ধরে নানা বিষয় খতিয়ে দেখে তারপর তাঁকে রেজাল্ট জানায় আয়োজক সংস্থা কেপটাউন লং ডিসস্ট্যান্ট সুইমিং অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন – Shani and Rahu Yuti: শনি-রাহু যুতি, গ্রহণের কালো ছায়া একে একে গ্রাস করবে সব, আপনার কী এই রাশি, তাহলে বিষম খারাপ দিন

রিমো জানিয়েছেন যে একদিকে প্রবল ঠাণ্ডা জল তার উপর জেলিফিশ, ছোটো হাঙর, শিল সহ নানা সামুদ্রিক প্রাণীর মাঝেই এই সাঁতার কাটতে হয়েছে। জানা গেছে, জন্ম থেকেই রিমো শারীরিকভাবে বিশেষ সক্ষম। তাঁর একটা পায়ের হাঁটুর নীচ থেকে পা বেশ কিছুটা সরু। সেই প্রতিবন্ধকতার বেড়াজালকে কাটিয়ে ইতিমধ্যেই সে ইংলিশ চ্যানেল, নর্থ চ্যানেল সহ বিভিন্ন নানা গুরুত্বপূর্ণ চ্যানেল পার করেছে।

হাওড়া সালকিয়ার রিমো সাহার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি জাতীয় খেতাব। সেই সঙ্গে তার নামে আরও নতুন সংযোজন এটি।

Rakesh Maity

Pranati Nayak: বাংলার মেয়ের বিশ্বমঞ্চে বাজিমাত, জিমন্যাস্টিকে প্রণতির ব্রোঞ্জ, শুভেচ্ছা জানালেন মমতা

কলকাতা: ভারতীয় জিমন্যাস্ট প্রণতি নায়ক বিশ্ব অ্যাথলেটিক্সে ব্রোঞ্জ পদক পেলেন৷ বাংলার মেয়ের সাফল্যে খুশি হয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এফআইজি অ্যাপারেটাস ওয়ার্ল্ড কাপের (FIG Apparatus World Cup ) আসর বসেছে কায়রোতে৷  শনিবার ১৭ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক নিলেন৷ ১৩.৬১৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পেলেন প্রণতি৷  অন্যদিকে স্বদেশীয় দীপা কর্মকার পঞ্চম হলেন৷ তাঁর পয়েন্ট ১৩.৩৮৩৷

মমতা বন্দ্যোপাধ্যায় প্রণতি নায়েকের পারফরম্যান্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷


কোরিয়ান অ্যাথলিট সোনার পদক জয় করেন৷ তাঁর পয়েন্ট ছিল ১৪.২৩৩৷ বুলগেরিয়ার প্রতিযোগী রুপো পান৷ তাঁর পয়েন্ট ১৩.৬১৬ পয়েন্ট৷ প্রণতির সঙ্গে তাঁর পয়েন্ট এক হলেও বাংলার মেয়েকে টেক্কা দেন তিনি৷ আন্তর্জাতিক মঞ্চে দীপা কর্মকারের পর প্রণতির সাফল্য নিশ্চিতভাবে ভারতীয় জিমন্যাস্টদের মনোবল বাড়িয়ে দেবে৷

কায়ারোর এই ইভেন্টে FIG Apparatus World Cup 2024 series প্রথম চারটি ইভেন্টের একটা৷ সেরা তিনটি পারফরম্যান্স নেওয়া চারটি ইভেন্ট থেকে৷  এর থেকে পুরুষ ও মহিলা বিভাগে দুজন করে অ্যাথলিট নিজেদের পারফরম্যান্স দিয়ে প্যারিস অলিম্পিক্সের টিকিট পাবেন৷

Malda News: সংসার, সন্তান সামলে ১৪ বছর বাদে ফের মাঠে ফিরেই কামাল, জাতীয় স্তরের খেলায় ৫ পদক জয়

মালদহ: ১৪ বছর পর মাঠে ফিরে বাজিমাত গৃহবধূর। জাতীয় স্তরের প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে মালদহের নাম উজ্জ্বল করলেন গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ। গোয়ায় আয়োজিত প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতায় গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। পাঁচটিতেই পদক এনেছেন তিনি। একটি ইভেন্টে সোনা, রুপো ও ব্রোঞ্জের পদক জিতেছেন ২টি করে।

তাঁর এমন সাফল্যে খুশি পরিবার সহ জেলার ক্রীড়াপ্রেমী মানুষেরা। পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগিতা, ৮০০ মিটার দৌড়, দেড় হাজার মিটার দৌড়, ৪০০ মিটার রিলে দৌড় ও ১০০ মিটার রিলে দৌড় এই পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন তিনি।

আরও পড়ুন – Purba Bardhaman News: হাতের ছোঁওয়ায় প্রাণ পায় ছবি, খেলনা, অথচ নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, তবুও এগোতে চায় …

জাতীয় স্তরে ভাল খেলার সুবাদে আগামীতে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ পেয়েছেন মালদহের এই গৃহবধূ। তাই এখন থেকেই তিনি আবারও শুরু করেছেন অনুশীলন। অধিকাংশ সময় তিনি জেলা পুলিশ লাইন মাঠে অনুশীলন করেন। সুপ্রিয়া দাস ঘোষ বলেন, ‘‘বর্তমানে আমার স্বামী আমার এই খেলাধুলায় সাপোর্ট করেছে। বলে আমি আবার মাঠে ফিরতে পেরেছি। নিয়মিত আমি এখন মাঠে অনুশীলন করছি। আমার এখন লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জেতা।’’

মালদহ শহরের বাসিন্দা সুপ্রিয়া দাস ঘোষ। তাঁর স্বামী রাজু ঘোষ একজন পুলিশ কর্মী। পরিবারে রয়েছে দুই সন্তান। এখন দুই সন্তান যথেষ্ট বড় হয়েছে। তাই কিছুটা সময় নিজের জন্য বার করেছেন সুপ্রিয়া দাস ঘোষ। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ঝুঁকি ছিল। স্কুল স্তরে খেলার সময় একাধিক পদক জিতেছিলেন। এমনকি রাজ্যস্তারাও খেলার সুযোগ পেয়েছিলেন সুপ্রিয়া দাস ঘোষ। কিন্তু জাতীয় স্তরে খেলার সুযোগ হয়নি। তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় ১৪ বছর পর আবার তিনি মাঠে ফিরেছেন। সংসারের সমস্ত কাজ সামলে নিয়মিত বিকেল বেলা অনুশীলনে আসেন জেলা পুলিশ লাইন মাঠে। প্রায় চার থেকে পাঁচ মাস ধরে অনুশীলন করছেন। আর তাতেই বাজিমাত জাতীয় স্তরের প্রতিযোগিতায় নেমে পাঁচটি পদক জিতলেন সুপ্রিয়া। এখন তাঁর লক্ষ্য ইন্টারন্যাশনাল গেমে অংশগ্রহণ করা। সেখান থেকেও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।

Harshit Singha

Nadia News: জলঙ্গিতে আয়োজিত ম্যারাথনে প্রথম এবং দ্বিতীয় খেতাব নদিয়ার

নদিয়া: জলঙ্গীর সাদিখারদিয়াড় বিদ্যানিকেতনের ৭৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে এদিন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত হয় জলঙ্গীর সুধিরসাহ মোড় থেকে সাদিখারদিয়াড় স্কুল মোড় পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিমি পথ। যার উদ্বোধন করেন সাদিখারদিয়াড় বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্রী তথা গোটা এশিয়া মহাদেশে নামকামানো ক্রিড়াবিদ সুফিয়া বেগম। পাশাপাশি উপস্থিত ছিলেন জলঙ্গীর বিডিও সুব্রত মল্লিক, স্কুল কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ সহ আরও অন্যান্যরা। এই ম্যরাথনে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা সহ পড়শি জেলা নদিয়ার খেলোয়াড়েরা।

খেলা শেষে প্রথম হন নদিয়ার থানারপাড়ার দোগাছির রবিউল সাহ। দ্বিতীয় হয় নদিয়ারই কেচুয়াডাঙ্গার কৌশিক মন্ডল। এবং তৃতীয় স্থান অধিকার করেন জলঙ্গীর সাদিখারদিয়াড় এলাকার রনিত কর্মকার।

আরও পড়ুন – Ind vs Pak: T-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই, ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে নিউ ইয়র্কে

উল্লেখ্য, নদিয়া জেলায় এর আগেও একাধিক ছেলেমেয়েরা উঠে এসেছে খেলার জগতে। কেউ ফুটবল কেউ ক্রিকেট কিংবা কেউ দৌড় প্রতিযোগিতায় রাজ্য তথা দেশ এবং বিদেশের মাটিতেও পা রেখে ঘরে নিয়ে এসেছে পদক। খেলাধুলা ও শরীরচর্চা বরাবরই আমাদের স্বাস্থ্য ও মন দুই ভালো রাখে। সেই কারণে ই বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে সেলিব্রেটি দুনিয়ার মানুষ প্রত্যেকেই খেলাধুলা ও শরীরচর্চা কে প্রাধান্য দিচ্ছেন বর্তমানে বেশি করে।

Mainak Debnath

Yearender 2023: টাইম আউট থেকে চুমু খাওয়া, যৌন হেনস্তার প্রতিবাদ, খেলার দুনিয়ার যে ঘটনাগুলিতে বিতর্কের ঘনঘটা

দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে আরও একটা বছর। এই সময়ে দাঁড়িয়ে পুরনো বছরের হিসেব মেলানো একটা পুরনো রীতি। যদিও কবি তো কবেই বলেছেন, ‘কী পাইনি, তার হিসেব মিলাতে মন মোর নহে রাজি’। তবু, ইতিহাস তো মুছে যেতে পারে না। ২০২৩ সালটা ক্রীড়া ক্ষেত্রে নানা দিক থে  কে নানা বিতর্ক তৈরি করেছে। দেখে নেওয়া যাক এক নজরে—
দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছে আরও একটা বছর। এই সময়ে দাঁড়িয়ে পুরনো বছরের হিসেব মেলানো একটা পুরনো রীতি। যদিও কবি তো কবেই বলেছেন, ‘কী পাইনি, তার হিসেব মিলাতে মন মোর নহে রাজি’। তবু, ইতিহাস তো মুছে যেতে পারে না। ২০২৩ সালটা ক্রীড়া ক্ষেত্রে নানা দিক থেকে নানা বিতর্ক তৈরি করেছে। দেখে নেওয়া যাক এক নজরে—
প্রতিবাদী কুস্তিভারতীয় কুস্তি ফেডারেশনের জন্য এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কুস্তিগীররা দেশের নাম উজ্জ্বল করছেন। কিন্তু এই বছরের গুরুত্ব অবশ্যই বিতর্কের কারণে।
প্রতিবাদী কুস্তি
ভারতীয় কুস্তি ফেডারেশনের জন্য এই সালটা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কুস্তিগীররা দেশের নাম উজ্জ্বল করছেন। কিন্তু এই বছরের গুরুত্ব অবশ্যই বিতর্কের কারণে।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি বৃজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসেন এশিয়ান এবং অলিম্পিক গেমসের পদক বিজয়ী সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা।
রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সভাপতি বৃজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসেন এশিয়ান এবং অলিম্পিক গেমসের পদক বিজয়ী সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা।
২০২৩ সালের জানুয়ারিতে কুস্তিগীরদের প্রতিবাদে পুলিশ লাঠিচার্জ করে। এরপর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ভারতীয় কুস্তির উপর নিষেধাজ্ঞা জারি করে।
২০২৩ সালের জানুয়ারিতে কুস্তিগীরদের প্রতিবাদে পুলিশ লাঠিচার্জ করে। এরপর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ভারতীয় কুস্তির উপর নিষেধাজ্ঞা জারি করে।
ফুটবলে চুম্বন—২০২৩ সালের অগাস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জাতীয় মহিলা দল ইংল্যান্ডকে পরাজিত করে ১-০ গোলে। তারপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৎকালীন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুই রুবিয়ালস জড়িয়ে চুম্বন করেন মিডফিল্ডার জেনিফার হার্মোসোকে।
ফুটবলে চুম্বন—
২০২৩ সালের অগাস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের জাতীয় মহিলা দল ইংল্যান্ডকে পরাজিত করে ১-০ গোলে। তারপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তৎকালীন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লুই রুবিয়ালস জড়িয়ে চুম্বন করেন মিডফিল্ডার জেনিফার হার্মোসোকে।
হার্মোস বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বয়ং রুবিয়ালেসকে ডেকেছেন বরখাস্ত করার নির্দেশ দেন।
হার্মোস বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্বয়ং রুবিয়ালেসকে ডেকেছেন বরখাস্ত করার নির্দেশ দেন।
নিষিদ্ধ হালেপ—মহিলা টেনিসে প্রাক্তন এক নম্বর সিমোনা হালেপের বিরুদ্ধে উঠল ডোপিংয়ের অভিযোগ। ২০২২ ইউএস ওপেন চলাকালে তিনি ডোপিং করেছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে অস্থায়ী ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছর সেপ্টেম্বরে তা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। দু’বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হালেপ পেশাদার টেনিস থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।
নিষিদ্ধ হালেপ—
মহিলা টেনিসে প্রাক্তন এক নম্বর সিমোনা হালেপের বিরুদ্ধে উঠল ডোপিংয়ের অভিযোগ। ২০২২ ইউএস ওপেন চলাকালে তিনি ডোপিং করেছিলেন। সেই সময় তাঁর বিরুদ্ধে অস্থায়ী ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছর সেপ্টেম্বরে তা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। দু’বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হালেপ পেশাদার টেনিস থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।
টাইম-আউট ম্যাথিউস—
আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইম-আউট ডিসমিসাল’ নিয়মে খেলতে দেননি মাঠে উপস্থিত আম্পায়াররা।
আসলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের তরফে আবেদন গিয়েছিল, ক্রিজে দেরিতে আসার কারণে যাতে ম্যাথিউসকে আউট ঘোষণা করা হয়। শোরগোল পড়ে যায় দুনিয়া জুড়ে। তবে এই নিয়ম রয়েছে ক্রিকেটে।আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইম-আউট ডিসমিসাল’ নিয়মে খেলতে দেননি মাঠে উপস্থিত আম্পায়াররা।
আসলে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের তরফে আবেদন গিয়েছিল, ক্রিজে দেরিতে আসার কারণে যাতে ম্যাথিউসকে আউট ঘোষণা করা হয়। শোরগোল পড়ে যায় দুনিয়া জুড়ে। তবে এই নিয়ম রয়েছে ক্রিকেটে।
প্রত্যাখ্যাত কুং-ফু—এশিয়ান গেমসে যোগ দিতে চাওয়া ভারতীয় উশু বা কুং-ফু দলের খেলোয়াড়দের ভিসা বাতিল করা হয়। নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগু নামের চার খেলোয়াড় আসলে অরুণাচল প্রদেশের বাসিন্দা। এশিয়ান গেমসে ই-অনুমোদন থাকা সত্ত্বেও চিন এই খেলোয়াড়দের ভিসা দিতে অস্বীকার করে। প্রতিবাদে ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এশিয়ান গেমসে তাঁর সরকারি সফর বাতিল করেন।
প্রত্যাখ্যাত কুং-ফু—
এশিয়ান গেমসে যোগ দিতে চাওয়া ভারতীয় উশু বা কুং-ফু দলের খেলোয়াড়দের ভিসা বাতিল করা হয়। নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগু নামের চার খেলোয়াড় আসলে অরুণাচল প্রদেশের বাসিন্দা। এশিয়ান গেমসে ই-অনুমোদন থাকা সত্ত্বেও চিন এই খেলোয়াড়দের ভিসা দিতে অস্বীকার করে। প্রতিবাদে ভারতের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এশিয়ান গেমসে তাঁর সরকারি সফর বাতিল করেন।

সুন্দরী এক সময়ে রিং কাঁপাতেন, আজ তিনি মানুষ মারার দায়ে ১৭ বছরের জন্য জেলে

: ডাব্লু ডাব্লু ই -র ফ্যানরা এই সুন্দরীকে নিশ্চিতভাবে চেনেন, আর যাঁরা রেসলিংয়ের ধার দিয়েও যান না তাঁরাও অনেকেই এই মহিলাকে চেনেন তাঁর তুফান তোলা রূপের জন্য৷ প্রাক্তন পেশাদার কুস্তিগীর Tammy Sytch, রেসলিং রিংয়ে সানি নামে পরিচিত তিনি৷ এবার তিনি জেলের পিছনে৷ তাও আবার ১৭ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷
: ডাব্লু ডাব্লু ই -র ফ্যানরা এই সুন্দরীকে নিশ্চিতভাবে চেনেন, আর যাঁরা রেসলিংয়ের ধার দিয়েও যান না তাঁরাও অনেকেই এই মহিলাকে চেনেন তাঁর তুফান তোলা রূপের জন্য৷ প্রাক্তন পেশাদার কুস্তিগীর Tammy Sytch, রেসলিং রিংয়ে সানি নামে পরিচিত তিনি৷ এবার তিনি জেলের পিছনে৷ তাও আবার ১৭ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷
তাঁর গাড়ি দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছিল৷ ২০২২ সালের মার্চে জুলিয়ান ল্যাসেটারকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলেন৷  পুলিশ রিপোর্ট অনুসারে, সিচ একটি মার্সিডিজ-বেঞ্জ চালাচ্ছিল যখন সে ট্রাফিক লাইটে থামা গাড়িতে ধাক্কা মারেন, তাঁর ড্রাইভিং লাইসেন্সও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
তাঁর গাড়ি দুর্ঘটনায় ৭৫ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছিল৷ ২০২২ সালের মার্চে জুলিয়ান ল্যাসেটারকে গাড়ি দুর্ঘটনায় মেরে ফেলেন৷  পুলিশ রিপোর্ট অনুসারে, সিচ একটি মার্সিডিজ-বেঞ্জ চালাচ্ছিল যখন সে ট্রাফিক লাইটে থামা গাড়িতে ধাক্কা মারেন, তাঁর ড্রাইভিং লাইসেন্সও স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
টিএমজেডের মতে, সিচ তাঁর বক্তৃতার সময় কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর কাজের জন্য ক্ষমা চেয়েছিলেন। এক পর্যায়ে, ৫০ বছরের এই রেসলার নিহতের পরিবারকে বলেন  "আমি জানি আমার কথাগুলো যথেষ্ট নয়, কিন্তু প্লিজ বিশ্বাস করুন প্রতিদিন আমি আপনাদের কথা ভাবি৷’’
টিএমজেডের মতে, সিচ তাঁর বক্তৃতার সময় কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর কাজের জন্য ক্ষমা চেয়েছিলেন। এক পর্যায়ে, ৫০ বছরের এই রেসলার নিহতের পরিবারকে বলেন  “আমি জানি আমার কথাগুলো যথেষ্ট নয়, কিন্তু প্লিজ বিশ্বাস করুন প্রতিদিন আমি আপনাদের কথা ভাবি৷’’
"প্রতিদিনের প্রতিটি সেকেন্ড, এবং আমি যা করতে পারি তা করার জন্য আমি যা করতে পারি তা নিশ্চিত করার জন্য আমি যা করতে পারি তা নিশ্চিত করার জন্য এটি আর কখনও না ঘটে। কাউকে এর মধ্য দিয়ে যেতে হবে না, এবং দয়া করে জেনে রাখুন যে দুর্ঘটনার পর থেকে প্রতিটি দিনের প্রতিটি সেকেন্ড, আমি চাই আমি তার সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারতাম।"
“প্রতিদিনের প্রতিটি সেকেন্ড, এবং আমি যা করতে পারি তা করার জন্য আমি যা করতে পারি তা নিশ্চিত করার জন্য আমি যা করতে পারি তা নিশ্চিত করার জন্য এটি আর কখনও না ঘটে। কাউকে এর মধ্য দিয়ে যেতে হবে না, এবং দয়া করে জেনে রাখুন যে দুর্ঘটনার পর থেকে প্রতিটি দিনের প্রতিটি সেকেন্ড, আমি চাই আমি তার সঙ্গে জায়গা পরিবর্তন করতে পারতাম।”
বিচারক শেষ পর্যন্ত যখন তাকে ১৭বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন, তখন জেলের আধিকারিকরা তাঁকে আদালতের কক্ষ থেকে বের করার আগে সিচ স্তব্ধ হয়েছিলেন৷
বিচারক শেষ পর্যন্ত যখন তাকে ১৭বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন, তখন জেলের আধিকারিকরা তাঁকে আদালতের কক্ষ থেকে বের করার আগে সিচ স্তব্ধ হয়েছিলেন৷

Neeraj Chopra: সোনা, রুপো তো হল, এবার হীরে! নজির গড়ে ডায়মন্ড লিগে সেরা নীরজ চোপড়া

#বার্লিন: নীরজ চোপড়া বৃহস্পতিবার আবার নতুন ইতিহাস তৈরি করলেন। ৮ সেপ্টেম্বর প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টিং ইভেন্ট ডায়মন্ড লিগে সেরা হলেন। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে প্রথম হলেন তিনি। ২৪ বছরের অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়া এদিন ৮৮.৪৪ মিটার থ্রো করে পোডিয়ামের টপ হলেন৷

টোকিও অলিম্পিক্সে সোনা জয়, বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপো জয়ের পর এবার ডায়মন্ড লিগেও সেরা হলেন নীরজ চোপড়া৷ নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রের জাকুব ভাল্দজ, জার্মানির জুলিয়ান ওয়েবারকে হারিয়ে স্ক্রিপ্ট তৈরি করলেন৷

 

আরও পড়ুন –  ‘বকেয়া নেই ডিএ!’, রাজ্যের যুক্তি শুনল হাইকোর্ট শুক্রবার ফের শুনানি 

 

আরও পড়ুন –  Weather Alert: আজ রাত পোহালেই আবহাওয়ার ১৮০ ডিগ্রি নাটকীয় বদল, প্রবল হাওয়া-বৃষ্টিতে টালমাটাল হবে জীবন

 

দেখে নিন ঠিক কী পারফরম্যান্স দিয়ে ফের সেরা হলেন নীরজ চোপড়া৷ রইল ভিডিও৷

 

 

ভারতের সেরা জ্যাভলিন স্টার শুরু করেছিলন ভুল করে জাকুব ভাল্দজ তখন এগিয়ে যান৷ নিজের প্রথম প্রচেষ্টায় তিনি ৮৪.১৫ মিটার থ্রো করেন৷ নিজের দ্বিতীয় থ্রো-তে তিনি ৮৮.৪ থ্রো করেন৷ এর চেয়ে আর কেউ ভাল ছুঁড়তে পারেনি৷

নীরজ নিজের তৃতীয় অ্যাটেম্পেটে ৮৮.০ মিটার ছোঁড়েন৷ চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ , পঞ্চমবারে ৮৭.০০ মিটার, এবং শেষবার ৮৩.৬০ ছোঁড়েন৷ জাকুব ভাল্দজের সেরা থ্রো ছিল ৮৬.৯৪ মিটার৷

Shelly Ann Fraser : মাতৃত্বের পরও ট্র্যাকে নেমে চ্যাম্পিয়ন! জামাইকার শেলি ভেঙে দিলেন যাবতীয় মিথ

#ওরেগন: চ্যাম্পিয়ন যারা হন তারা প্রকৃত অর্থেই চ্যাম্পিয়ন থাকেন। কোন কিছুতেই তাদের দমিয়ে রাখা যায় না। মেরি কম তিন সন্তানের মা হওয়ার পর অলিম্পিকে নেমেছেন। সানিয়া মির্জাও দেখিয়েছেন মা হওয়া মানেই থেমে যাওয়া নয়। এবার দেখালেন জামাইকার পাঁচবারের চ্যাম্পিয়ন স্প্রিন্টার শেলি অ্যানি ফ্রেজার। মাতৃত্বের দায়িত্ব সামলেও বিশ্ব মিটের দ্রুততমার শিরোপা অর্জন করলেন জামাইকার শেলি অ্যান ফ্রেজার প্রাইস।

আরও পড়ুন – Hardik Pandya : ফিট থাকলে আমাকে এবার আটকানো কঠিন ! হুঙ্কার দিয়ে রাখলেন হার্দিক

ওরিগনে অনুষ্ঠিত মহিলাদের ১০০ মিটারে সেরা ৩৫ বছর বয়সি জামাইকার এই অ্যাথলিট। এই সাফল্যের রহস্য কী? শেলি বলছেন, আমি পেশাদার অ্যাথলিট। চ্যালেঞ্জ সবসময় উপভোগ করি। এই কারণেই ৩৫ বছর বয়সেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছি। অনেকে আমার বয়স নিয়ে কটাক্ষ করেছিলেন।

সন্তান হওয়ার পর নাকি ট্র্যাকে নামা যায় না। সবাইকে ভুল প্রমাণ করেছি। গ্যালারি থেকেই আমার দৌড় উপভোগ করেছে সন্তান ও স্বামী। ওদের সামনে এমন সাফল্য এক অন্যরকম অনূভূতি! উল্লেখ্য, ১০.৬৭ সেকেন্ডে তিনি দৌড় শেষ করেছেন। এই প্রসঙ্গে শেলি বলছেন, আমি আরও দ্রুত দৌড়নোর ক্ষমতা রাখি। দক্ষতার উপর ভরসা রয়েছে। দেশকে আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে।

শেলি মনে করেন সন্তান হওয়ার পর মেয়েরা পেশাদার খেলা খেলতে পারে না এই ভাবনাটাই পুরনো। বিশ্ব ছড়িয়ে থাকা মহিলা ক্রীড়াবিদদের কাছে সত্যিই নতুন উদাহরণ তিনি। উসেইন বোল্টের দেশের এই কিংবদন্তি মহিলা অ্যাথলিট গর্বিত দেশীয় সহ অ্যাথলিটদের নিয়ে। মহিলাদের ১০০ মিটার প্রথম তিনটি পদকই এসেছে জামাইকার ঝুলিতে।

বিশ্ব অ্যাথলেটিকসে প্রথমবার এমন সাফল্য পেয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি। যেভাবে পুরুষদের ১০০ মিটারে সেরা তিনটি পদকই পেয়েছেন আমেরিকার অ্যাথলিটরা। মহিলাদের ইভেন্টে রুপো ও ব্রোঞ্জ যথাক্রমে শেরিকা জ্যাকসন (১০.৭৩ সেকেন্ড) ও টম্পসন হেরা (১০.৮১ সেকেন্ড)।

টোকিও ওলিম্পিকসেও সোনা না জেতার আক্ষেপ বিশ্ব মিটে মিটিয়ে নিলেন শেলি। তবে বেজিং ও লন্ডন ওলিম্পিকসে দ্রুততমার সম্মান পেয়েছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেলির মোট পদক সংখ্যা পাঁচ। আরো অন্তত কয়েকটা বছর এভাবেই চালিয়ে যেতে চান সুপার মম শেলি।

বান্ধবীর জন্মদিনে দুনিয়াকে দিলেন উপহার, প্রথমবার শেয়ার করলেন খুদের ছবি, দেখুন অ্যালবাম

#জামাইকা: জামাইকার দৌড়ের লেজেন্ড উসেন বোল্ট সন্তানের বাবা হয়েছেন এই খবর এসেছিল ১৪ জুন ৷ আর তার প্রায় মাস খানেকর  মাথায় প্রথমবার মেয়ের ছবি সর্বসমক্ষে আনলেন বিশ্বের দ্রুততম মানুষ ৷ সোশ্যাল মিডিয়া খুদের ছবি দেওয়া মাত্রই তা ভাইরাল ৷

শুধু মেয়ের ছবিই নয় , মেয়ের নামও জানালেন দুনিয়াকে ৷ তাঁর মেয়ের নাম অলিম্পিয়া লাইটনিং৷ নিজের গার্লফ্রেন্ডের জন্মদিনে দুনিয়াকে এই উপহার দিলেন লাইটনিং বোল্ট ৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আমি আমার বান্ধবী কাশি বেনেটকে জন্মদিনের শুভেচ্ছা ৷ আমি তোমার বিশেষ দিনে তোমার সঙ্গে থাকতে পেরেছি ৷ আমি আর কিছু চাই না তোমার হাসি ছাড়া, আর তোমার মুখের ওই হাসি ধরে রাখার জন্য আমি সবকিছু করতে পারি ৷’ নিজের ইনস্টা হ্যান্ডেলে এই কথাই জানিয়েছেন বোল্ট ৷

এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমাদের জীবনে একটা নতুন চ্যাপ্টার তৈরি হয়েছে আমাদের মেয়ে অলিম্পিয়া লাইটিনিং বোল্টের জন্য ৷

 

এর আগে   সারা পৃথিবী যখন করোনার আবহে ত্রাসে সেখানে বিশ্বের দ্রুততম মানুষের জীবনের সবচেয়ে আনন্দের খবর পেয়েছিলেন বোল্ট ৷ তাঁর বান্ধবী কাসি বেনেট কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন ৷

জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস উসেন বোল্টকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানোর সঙ্গ সঙ্গে এই খবর কনফার্ম হয়ে যায় ৷ হোলনেস নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “Congratulations to our sprint legend Usain Bolt and Kasi Bennett on the arrival of their baby girl!” অর্থাৎ উসেন বোল্ট ও তাঁর বান্ধবী কাসি বেনেটকে অভিনন্দন তাঁদের কন্যা সন্তানের জন্য ৷

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি রবিবার দিন সন্তান এসেছে বোল্টের পরিবারে ৷ তবে এর চেয়ে বেশি কোনও খবর পাওয়া যায়নি ৷ ৩৩ বছরের বোল্ট আগেই জানিয়েছিলেন তিনি ও তাঁর বান্ধবী প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন ৷ মার্চ মাসে বান্ধবী বেনেটের বেবিবাম্প সহ ছবি পোস্ট করেছিলেন ৷

Photo Courtesy- Usain Bolt/ Twitter
Photo Courtesy- Usain Bolt/ Twitter

আটটি অলিম্পিক্স স্বর্ণপদকের মালিক কোনও পুরুষ , কোনও ছেলে আমার সঙ্গে খেলতে এস না , মজা করে এমন লিখেছিলেন বোল্ট ৷ ১০০, ২০০ মিটারে রেকর্ডধারী উসেন বোল্ট ২০১৭ তে অ্যাথলেটিক্স থেকে অবসর নিয়েছিলেন৷ এক দশক পুরুষদের অ্যাথলেটিক্সের অবিসংবাদিত সম্রাট ছিলেন উসেন বোল্ট ৷

২০১৬ অলিম্পক্সে সোনার পদক জয়ের পর তিনিই একমাত্র অ্যাথলিট হন যিনি পরপর তিন অলিম্পিক্সে ১০০ ও২০০ মিটারের স্বর্ণ পদক জয়ী হয়েছিলেন ৷