Knowledge Story: রাজনৈতিক দলগুলো তো এখন ফাটিয়ে স্লোগান দেয়….বলুন তো, এই ‘স্লোগান’ শব্দটার আসল মানে

সামনেই লোকসভা নির্বাচন৷ বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস৷ প্রায় সব রাজনৈতিক দলই এবারের নির্বাচনকে সামনে রেখে তৈরি করে ফেলেছে নিজের নিজের আকর্ষণীয় রাজনৈতিক স্লোগান৷ শুধু এই নির্বাচনই বা কেন, প্রত্যেক নির্বাচনেই নিজের দলের গুণগান এবং বিরোধীদের আক্রমণ করে স্লোগান তৈরি করা হয়ে থাকে যে কোনও রাজনৈতিক দলের তরফে৷ এমনকি, কোনও বিশেষ ঘটনাও অনেক সময় জন্ম দিয়ে থাকে স্লোগানের৷ তা তখন মানুষের মুখে মুখে ফেরে৷
সামনেই লোকসভা নির্বাচন৷ বিজেপি, কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস৷ প্রায় সব রাজনৈতিক দলই এবারের নির্বাচনকে সামনে রেখে তৈরি করে ফেলেছে নিজের নিজের আকর্ষণীয় রাজনৈতিক স্লোগান৷ শুধু এই নির্বাচনই বা কেন, প্রত্যেক নির্বাচনেই নিজের দলের গুণগান এবং বিরোধীদের আক্রমণ করে স্লোগান তৈরি করা হয়ে থাকে যে কোনও রাজনৈতিক দলের তরফে৷ এমনকি, কোনও বিশেষ ঘটনাও অনেক সময় জন্ম দিয়ে থাকে স্লোগানের৷ তা তখন মানুষের মুখে মুখে ফেরে৷
কিন্তু, কখনও ভেবেছেন কি এই শব্দটি আদৌ ভারতীয় কিনা, কিংবা হলেও তার উৎপত্তি এবং অর্থ কী? দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়েই এমন সমস্ত শব্দ ব্যবহার করে থাকি, যার সঠিক অর্থ বা সেই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা জানার চেষ্টাও করি না। এমনই একটি প্রচলিত শব্দ হল ‘স্লোগান’।
কিন্তু, কখনও ভেবেছেন কি এই শব্দটি আদৌ ভারতীয় কিনা, কিংবা হলেও তার উৎপত্তি এবং অর্থ কী? দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়েই এমন সমস্ত শব্দ ব্যবহার করে থাকি, যার সঠিক অর্থ বা সেই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা জানার চেষ্টাও করি না। এমনই একটি প্রচলিত শব্দ হল ‘স্লোগান’।
উৎপত্তির সময় স্লোগান শব্দের অর্থ অবশ্য ছিল অন্য৷ সময়ের সাথে সাথে বদলে গিয়েছে এই স্লোগান শব্দের অর্থ৷ বর্তমানে স্লোগানের অর্থ হল একটি আকর্ষণীয় বাক্যাংশ বা নীতিবাক্য যা একটি কোনও গোষ্ঠী, সেটা রাজনৈতিক, বাণিজ্যিক, ধর্মীয় বা অন্যান্য ক্ষেত্রে সাধারণ জনগণকে লক্ষ্য করে বলা হয়৷ বলা হয়, তাঁদের প্রভাবিত করার জন্য। মানুষের মনে সেই বাক্যের দীর্ঘস্থায়ী প্রভাব আনতে এই স্লোগান ছন্দের আকারে, বার বার জোরে জোরে উচ্চারণ করা হয়৷
উৎপত্তির সময় স্লোগান শব্দের অর্থ অবশ্য ছিল অন্য৷ সময়ের সাথে সাথে বদলে গিয়েছে এই স্লোগান শব্দের অর্থ৷ বর্তমানে স্লোগানের অর্থ হল একটি আকর্ষণীয় বাক্যাংশ বা নীতিবাক্য যা একটি কোনও গোষ্ঠী, সেটা রাজনৈতিক, বাণিজ্যিক, ধর্মীয় বা অন্যান্য ক্ষেত্রে সাধারণ জনগণকে লক্ষ্য করে বলা হয়৷ বলা হয়, তাঁদের প্রভাবিত করার জন্য। মানুষের মনে সেই বাক্যের দীর্ঘস্থায়ী প্রভাব আনতে এই স্লোগান ছন্দের আকারে, বার বার জোরে জোরে উচ্চারণ করা হয়৷
ইংরেজির অক্সফোর্ড অভিধান স্লোগান শব্দের অর্থ লেখা রয়েছে ‘বিজ্ঞাপনে ব্যবহৃত একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় বা স্মরণীয় বাক্যাংশ’। একটি স্লোগানের মৌলিক বৈশিষ্ট্য হল আকর্ষণীয় হওয়া, যা মনে রাখা সহজ হবে এবং দর্শক-শ্রোতাদের কাছে মনোরঞ্জক হবে।
ইংরেজির অক্সফোর্ড অভিধান স্লোগান শব্দের অর্থ লেখা রয়েছে ‘বিজ্ঞাপনে ব্যবহৃত একটি সংক্ষিপ্ত, আকর্ষণীয় বা স্মরণীয় বাক্যাংশ’। একটি স্লোগানের মৌলিক বৈশিষ্ট্য হল আকর্ষণীয় হওয়া, যা মনে রাখা সহজ হবে এবং দর্শক-শ্রোতাদের কাছে মনোরঞ্জক হবে।
‘স্লোগান’ শব্দটির উৎপত্তি কিন্তু ভারতে নয়৷ এই শব্দটি এসেছে আয়ারল্যান্ড অর্থাৎ আইরিশ শব্দ থেকে৷
‘স্লোগান’ শব্দটির উৎপত্তি কিন্তু ভারতে নয়৷ এই শব্দটি এসেছে আয়ারল্যান্ড অর্থাৎ আইরিশ শব্দ থেকে৷
‘স্লোগান’ শব্দটি আসলে এসেছে ‘স্লাগহর্ন’ (Slughorn) শব্দ থেকে৷ যেটি স্কটিশ গেলিক (Scottish Gaelic) এবং আইরিশ শব্দ স্লগ-ঘারিম (sluagh-ghairm) থেকে৷ কিন্তু, এর অর্থই বা কী?
‘স্লোগান’ শব্দটি আসলে এসেছে ‘স্লাগহর্ন’ (Slughorn) শব্দ থেকে৷ যেটি স্কটিশ গেলিক (Scottish Gaelic) এবং আইরিশ শব্দ স্লগ-ঘারিম (sluagh-ghairm) থেকে৷ কিন্তু, এর অর্থই বা কী?
sluagh শব্দটির অর্থ আর্মি বা সেনা, এবং gairm শব্দটির অর্থ হচ্ছে ‘চিৎকার’৷ সাধারণত, এই শব্দ ব্যবহার করা হত সেই সমস্ত লোকেদের জন্য যাঁদের জোরে সেনা অথবা জনতার সামনে কথা বলতে হতো৷
sluagh শব্দটির অর্থ আর্মি বা সেনা, এবং gairm শব্দটির অর্থ হচ্ছে ‘চিৎকার’৷ সাধারণত, এই শব্দ ব্যবহার করা হত সেই সমস্ত লোকেদের জন্য যাঁদের জোরে সেনা অথবা জনতার সামনে কথা বলতে হতো৷