Arvind Kejriwal Arrest: মিলল না রেহাই! ৬ দিনের ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর ঠিক ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে ৬ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।


আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর এ দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷

ইডি আদালতে জানায়, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। অপরাধে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ইডির দাবি, আবগারি ‘দুর্নীতি’র টাকা গোয়া এবং পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ।

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’