Tag Archives: Arvind Kejriwal Arrest

Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে শুনানির আগেই ফের গ্রেফতার কেজরিওয়াল, পাকড়াও করল সিবিআই

নয়াদিল্লি: ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার৷ ইডির পর এ বার কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই৷ দিল্লিতে আফগারি দূর্নীতি মামলায় এ বার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন কেজরিওয়াল৷ উল্লেখ্য, আগামী কাল, অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের এই মামলায় জামিনের আর্জির শুনানির কথা ছিল৷ তার আগেই ফের গ্রেফতার করা হল কেজরিকে৷

সোমবার আফগারি নীতি নিয়ে দুর্নীতির একাধিক অভিযোগের ভিত্তিতে তিহার জেলে বন্দি কেজরিওয়ালকে সোমবার জেলে গিয়েই জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ সেখানে কেজরিওয়ালের বয়ান রেকর্ড করা হয়৷ আগামী কাল এই গ্রেফতারির পর কেজরিওয়ালকে আদালতের সামনে পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

এদিন গ্রেফতারির আগেই আশঙ্কা প্রকাশ করে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছিলেন, ‘এখন, যখন অরবিন্দ কেজরিওয়ালের একশো শতাংশ জামিন মেলার সম্ভাবনা তৈরি হয়েছে, একাধিক সূত্র মারফত খবর মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি ভুয়ো মামলার ভিত্তিতে ফের কেজরিওয়ালকে ফের গ্রেফতার করতে পারে৷ গ্রেফতার করতে পারে সিবিআই৷ গোটা দেশ এই ঘটনা দেখছে এবং অরবিন্দ কেজরিওয়ালের পাশে আছে৷’

Arvind Kejriwal Bail: বিরাট খবর! আটকে রাখা গেল না কেজরিওয়ালকে, অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি কাণ্ডে অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন পর্যন্ত তাঁকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডি-র হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন কেজরি৷ এরই মধ্যে আরও বড় বিপাকে পড়তে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এমন আশঙ্কা করা হচ্ছিল৷ দিল্লির মুখ্যমন্ত্রী নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের থেকে রাজনৈতিক অনুদান নিয়েছেন, এই অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷ এই পরিস্থিতিতে আবগারি দুর্নীতি কাণ্ডে কেজরিওয়ালের জামিন নিঃসন্দেহে অক্সিজেন দিল তাঁর দল আম আদমি পার্টিকে। তবে, ২ জুন ফের আত্মসমর্পণ করতে হবে কেজরিওয়ালকে।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছিল, এই ভোট আবহে বিচার করা যেতে পারে কেজরিওয়ালের অন্তবর্তীকালীন জামিনের বিষয়টি। গত মঙ্গলবারের শুনানিতে সেই প্রসঙ্গের উত্থাপনও হয়। সেদিনই সুপ্রিম কোর্ট জানায়, কেজরিওয়াল একজন মুখ্যমন্ত্রী। তবে একই সঙ্গে জানানো হয়, যদি কেজরিওয়াল জামিন পানও, তাহলে তিনি সরকারি কোন ফাইলে সই করতে পারবেন না। অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় পার্ক আছে কলকাতাতেই! একদিনে ঘোরা অসম্ভব! গেলে মুগ্ধ হবেনই, ১০০% গ্যারান্টি

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়াল এর আগে শীর্ষ আদালতকে জানান, তাঁর ‘বেআইনি গ্রেফতার’ ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ এবং ‘ফেডারেলিজমের’ উপর ভিত্তি করে তৈরি গণতন্ত্রের নীতির উপর একটি নজিরবিহীন আক্রমণ। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও জানিয়েছিলেন, লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর গ্রেফতারের পদ্ধতি এবং সময় এজেন্সির ‘স্বেচ্ছাচারিতা’রই নিদর্শন। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।”

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হলেও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। জেলে বসেই একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপ-এর পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনে জেল থেকেই চলবে সরকার। প্রার্থী প্রচার থেকে একাধিক দলীয় কর্মসূচিতে গত কয়েকদিনে সামনের সারিতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে। তবে, এবার অন্তর্বর্তী জামিন পাওয়ায় ফের দলের কাজে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন কেজরিওয়াল, এমনই মনে করছেন আপ নেতা-কর্মীরা।

Kejriwal Arrest: ছন্নছাড়া INDIA-কে অক্সিজেন দিলেন কেজরিওয়াল! ‘মেগা’ সিদ্ধান্ত, দিল্লিই এখন ভোটের ভরকেন্দ্র

নয়াদিল্লি: ভোটের মুখে এবার বিশাল সমাবেশের ডাক বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র। আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে INDIA-র সভা। কেজরিওয়ালের গ্রেফতারের ঘটনার পরে, আপের তরফে এই উদ্যোগ নেওয়া হয়। INDIA জোটে শামিল সব দলকে অনুরোধ করা হয়েছে হাজির থাকার জন্য।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে সরব হতে দেখা যায় বিজেপি বিরোধী দলগুলিকে। এ বার দিল্লিতেই ‘মেগা র‍্যালি’-র ডাক দিল বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’। রবিবার বিরোধী জোটের তরফে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আপ নেতা গোপাল রাই জানিয়েছেন, ‘‘কেজরিওয়ালকে যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তা মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদদের ভয় দেখানোর এবং বিরোধীদের নির্মূল করার জন্য প্রধানমন্ত্রী দেশের তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছেন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন হোক বা বিহারের তেজস্বী যাদব– সকলের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হচ্ছে।’’

আরও পড়ুন: মুখার্জিনগরে যুবতীকে কোপ রাঁধুনির, রাস্তায় রক্তের বন্যা! কারণ শুনলে শিউরে উঠবেন

দিল্লি কংগ্রেসের প্রধান অরবিন্দর সিংহ লাভলি জানিয়েছেন, ‘‘এটা কেমন গণতন্ত্র? আপনি নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করছেন, কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন। আমাদের নেতা রাহুল গান্ধি গণতন্ত্র বাঁচাতে লড়াই চালিয়ে যাচ্ছেন। কংগ্রেস লড়াই থেকে পিছপা হবে না।’’

আরও পড়ুন: এ কেমন পোজ! বিকিনিতে বোল্ড শর্মিলাকে দেখে ‘নোংরা’ মন্তব্যের বন্যা, টাইগার পতৌদি কী বলেছিলেন জানেন?

গত বৃহস্পতিবার রাতে, আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনা নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিরোধীরা। তারই মধ্যে এই সমাবেশের কথা ঘোষণা করা হল।

আবীর ঘোষাল

Arvind Kejriwal Arrest: মিলল না রেহাই! ৬ দিনের ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর ঠিক ভোটের মুখেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলএনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে ৬ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন তিনি।


আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে গতকাল রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর এ দিনই দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷

ইডি আদালতে জানায়, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। অপরাধে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ইডির দাবি, আবগারি ‘দুর্নীতি’র টাকা গোয়া এবং পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ।

এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

Kejriwal Arrest: কেজরিওয়ালের গ্রেফতারিতে অনুঘটকের কাজ করেছে এই বিষয়গুলি; দিল্লির মুখ্যমন্ত্রীর থেকে কী কী জানতে চাইছে ইডি?

গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাস থেকে বিস্তর ইঁদুর দৌড়ের পর অবশেষে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট বিষয়টির উপর হস্তক্ষেপ করতে চায়নি, এমনকী মুখ্যমন্ত্রীকে কোনও রকম সুরক্ষা দিতেও অস্বীকার করে আদালত। এরপরেই ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাস থেকে বিস্তর ইঁদুর দৌড়ের পর অবশেষে বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি হাইকোর্ট বিষয়টির উপর হস্তক্ষেপ করতে চায়নি, এমনকী মুখ্যমন্ত্রীকে কোনও রকম সুরক্ষা দিতেও অস্বীকার করে আদালত। এরপরেই ইডি গ্রেফতার করে কেজরিওয়ালকে।
কেন গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল?ইডি-র আবেদনের বিরুদ্ধে গিয়ে দিল্লি আদালত জামিন দেওয়ায় বেশ উচ্ছ্বসিতই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাইকোর্টে তাঁর আবেদন নাকচ হয়ে যায়। কেজরিওয়াল ‘জবরদস্তিমূলক পদক্ষেপ’ থেকে সুরক্ষা চাইলেও তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে উচ্চ আদালত। এমনকী শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে হাইকোর্ট প্রশ্ন করে যে, অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করছে না ওই সংস্থা! রাজু বলেন, আমরা কখনওই বলিনি যে, আমরা তাঁকে গ্রেফতার করতে যাচ্ছি। এর জন্য ক্ষমতা রয়েছে। আপনিও তদন্তে যোগ দিন। আমরা গ্রেফতার করতে পারি কিংবা না-ও করতে পারি। মাত্র এক ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ এবং অন্যান্য আধিকারিকদের সাহায্য নিয়ে ইডি-র ১২ সদস্যের একটি দল দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি শুরু হয়। রাত প্রায় ৯টা নাগাদ ষড়যন্ত্র এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।
কেন গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল?
ইডি-র আবেদনের বিরুদ্ধে গিয়ে দিল্লি আদালত জামিন দেওয়ায় বেশ উচ্ছ্বসিতই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু হাইকোর্টে তাঁর আবেদন নাকচ হয়ে যায়। কেজরিওয়াল ‘জবরদস্তিমূলক পদক্ষেপ’ থেকে সুরক্ষা চাইলেও তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে উচ্চ আদালত। এমনকী শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে হাইকোর্ট প্রশ্ন করে যে, অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করছে না ওই সংস্থা! রাজু বলেন, আমরা কখনওই বলিনি যে, আমরা তাঁকে গ্রেফতার করতে যাচ্ছি। এর জন্য ক্ষমতা রয়েছে। আপনিও তদন্তে যোগ দিন। আমরা গ্রেফতার করতে পারি কিংবা না-ও করতে পারি। মাত্র এক ঘণ্টার মধ্যে দিল্লি পুলিশ এবং অন্যান্য আধিকারিকদের সাহায্য নিয়ে ইডি-র ১২ সদস্যের একটি দল দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছয়। মোবাইল ফোন এবং ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি শুরু হয়। রাত প্রায় ৯টা নাগাদ ষড়যন্ত্র এবং আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে।
কবিতার গ্রেফতারিতেই ইঙ্গিত: গত সপ্তাহেই ভারত রাষ্ট্র সমিতির নেতা কে কবিতাকে গ্রেফতার করেছিল ইডি। সেই সময়ই ইঙ্গিত মিলেছিল যে, অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করার দিকেই এগোচ্ছে তারা। বিআরএস নেতার বিরুদ্ধে ডিরেক্টোরেটের বিবৃতিতে বলা হয়, তদন্তে জানা গিয়েছে যে, কবিতা এবং অন্যরা দিল্লি আবগারি নীতি-প্রণয়ন এবং বাস্তবায়নে সুবিধা পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসৌদিয়া-সহ আপ-এর শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এই সুবিধার বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন কেজরিওয়াল এবং কবিতা। তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি।
কবিতার গ্রেফতারিতেই ইঙ্গিত: গত সপ্তাহেই ভারত রাষ্ট্র সমিতির নেতা কে কবিতাকে গ্রেফতার করেছিল ইডি। সেই সময়ই ইঙ্গিত মিলেছিল যে, অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেফতার করার দিকেই এগোচ্ছে তারা। বিআরএস নেতার বিরুদ্ধে ডিরেক্টোরেটের বিবৃতিতে বলা হয়, তদন্তে জানা গিয়েছে যে, কবিতা এবং অন্যরা দিল্লি আবগারি নীতি-প্রণয়ন এবং বাস্তবায়নে সুবিধা পাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসৌদিয়া-সহ আপ-এর শীর্ষ নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ। এই সুবিধার বিনিময়ে তিনি আপ নেতাদের ১০০ কোটি টাকা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। আগামী ২৩ মার্চ পর্যন্ত ইডি-র হেফাজতে থাকবেন কেজরিওয়াল এবং কবিতা। তাঁদের জিজ্ঞাসাবাদ করবে ইডি।
৯টি সমন উপেক্ষা: কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আইনি পরামর্শ থেকে জানা যাচ্ছিল যে, তদন্ত দলটি শক্ত জমিতে ছিল। আধিকারিকদের মতে, আইনি পরামর্শ ছিল যে, কেজরিওয়াল নয়টি সমন এড়িয়ে নিজের জন্য পিচ তৈরি করেছিলেন। আপ নেতা এই সমনগুলিকে বেআইনি বলে আখ্যা দিয়েছিল। এরপর তিনি বলেছিলেন যে, ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি তিনি। কী ক্ষমতায় তাঁকে তলব করা হচ্ছে, সে সম্পর্কেও তিনি ইডির কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। বৃহস্পতিবার ইডি দিল্লি হাইকোর্টকে বলেছে যে, কেজরিওয়ালকে আপ-এর জাতীয় আহ্বায়ক হিসাবে নয়, বরং তাঁর ব্যক্তিগত ক্ষমতায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
৯টি সমন উপেক্ষা: কেন্দ্রীয় সরকার এবং শাসক দল বিজেপির নির্দেশে কাজ করার অভিযোগে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আইনি পরামর্শ থেকে জানা যাচ্ছিল যে, তদন্ত দলটি শক্ত জমিতে ছিল। আধিকারিকদের মতে, আইনি পরামর্শ ছিল যে, কেজরিওয়াল নয়টি সমন এড়িয়ে নিজের জন্য পিচ তৈরি করেছিলেন। আপ নেতা এই সমনগুলিকে বেআইনি বলে আখ্যা দিয়েছিল। এরপর তিনি বলেছিলেন যে, ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি তিনি। কী ক্ষমতায় তাঁকে তলব করা হচ্ছে, সে সম্পর্কেও তিনি ইডির কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। বৃহস্পতিবার ইডি দিল্লি হাইকোর্টকে বলেছে যে, কেজরিওয়ালকে আপ-এর জাতীয় আহ্বায়ক হিসাবে নয়, বরং তাঁর ব্যক্তিগত ক্ষমতায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ: আগের চার্জশিটে তথাকথিত সাউথ গ্রুপ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর সঙ্গে কেজরিওয়ালের ফেসটাইম কথোপকথন তুলে ধরেছিল ইডি। যেখানে তাঁকে বিজয় নায়ারকে বলতে শোনা গিয়েছিল মাই বয়। আপ-এর প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ নায়ারের বিরুদ্ধে শুরু থেকেই সাউথ গ্রুপের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। নগদে ঘুষ দেওয়া নিশ্চিত করা হয়েছে এবং আবগারি নীতি এমন ভাবে তৈরি করা হয়েছিল, যা অভিযুক্ত ঘুষদাতাদের জন্য সুবিধা প্রদান করে। সাউথ গ্রুপের এক ব্যবসায়ী শরৎ রেড্ডি ইডি-কে বলেন যে, নায়ার গ্রুপের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সুবিধা দেন এবং কে কবিতা আর সাউথ গ্রুপের পক্ষে আবগারি নীতিকে প্রভাবিত করার জন্য ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেন।
কেজরিওয়ালের বিরুদ্ধে প্রমাণ: আগের চার্জশিটে তথাকথিত সাউথ গ্রুপ ব্যবসায়ী সমীর মহেন্দ্রুর সঙ্গে কেজরিওয়ালের ফেসটাইম কথোপকথন তুলে ধরেছিল ইডি। যেখানে তাঁকে বিজয় নায়ারকে বলতে শোনা গিয়েছিল মাই বয়। আপ-এর প্রাক্তন কমিউনিকেশন ইনচার্জ নায়ারের বিরুদ্ধে শুরু থেকেই সাউথ গ্রুপের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। নগদে ঘুষ দেওয়া নিশ্চিত করা হয়েছে এবং আবগারি নীতি এমন ভাবে তৈরি করা হয়েছিল, যা অভিযুক্ত ঘুষদাতাদের জন্য সুবিধা প্রদান করে। সাউথ গ্রুপের এক ব্যবসায়ী শরৎ রেড্ডি ইডি-কে বলেন যে, নায়ার গ্রুপের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সুবিধা দেন এবং কে কবিতা আর সাউথ গ্রুপের পক্ষে আবগারি নীতিকে প্রভাবিত করার জন্য ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করেন।
নায়ারের সঙ্গে যোগ থাকা এবং তাঁর সঙ্গে ফেসটাইম কথোপকথনের জন্য হেফাজতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।এমনকী ২০২১ সালের মার্চ মাসে যখন দিল্লি আবগারি নীতি নিয়ে আলোচনা হয়েছে, তখন কেজরিওয়াল যদি সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির সঙ্গে দেখা করে থাকেন, সেই বিষয়েও তাঁর কাছ থেকে জানতে চাইবে ওই সংস্থা। ঘুষের অর্থ প্রদান এবং আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে কে কবিতার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়ে সংস্থাটি নতুন প্রমাণ সংগ্রহ করেছে। আধিকারিকরা বলেন যে, বারবার জেরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। সেই কারণেই হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি হয়ে পড়েছিল।
নায়ারের সঙ্গে যোগ থাকা এবং তাঁর সঙ্গে ফেসটাইম কথোপকথনের জন্য হেফাজতেই কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।এমনকী ২০২১ সালের মার্চ মাসে যখন দিল্লি আবগারি নীতি নিয়ে আলোচনা হয়েছে, তখন কেজরিওয়াল যদি সাংসদ মাগুন্তা শ্রীনিবাসুলু রেড্ডির সঙ্গে দেখা করে থাকেন, সেই বিষয়েও তাঁর কাছ থেকে জানতে চাইবে ওই সংস্থা। ঘুষের অর্থ প্রদান এবং আর্থিক কেলেঙ্কারি সম্পর্কে কে কবিতার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়ে সংস্থাটি নতুন প্রমাণ সংগ্রহ করেছে। আধিকারিকরা বলেন যে, বারবার জেরা এড়িয়ে গিয়েছেন কেজরিওয়াল। সেই কারণেই হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি হয়ে পড়েছিল।

Arvind Kejriwal: গ্রেফতারির পরই অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা! ভয়ঙ্কর অভিযোগ অতিশীর

নয়াদিল্লি: এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সুরক্ষা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তাঁর দল আম আদমি পার্টি। এই পরিপ্রেক্ষিতে আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং ট্যুইট করে জানালেন, কেজরিওয়াল একজন সিটিং মুখ্যমন্ত্রী, যিনি z+ নিরাপত্তা পান, এখন তিনি ইডি হেফাজতে। তাঁর সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে চিন্তিত তাঁরা বলেই দাবি করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে আবগারি দুর্নীতি কাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আর্জি নাকচ করার পরই দ্রুত পদক্ষেপ করে ইডি৷ কেজরিওয়ালের বাসভবনে তল্লাশি করে ইডি৷ প্রায় দু ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়৷

আরও পড়ুন: ফোঁস-ফোঁস! তমলুকে দেবাংশু ভট্টাচার্যের ভাড়া বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! সিঁড়ির তলায় মিলল…!

অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র প্রতিক্রিয়া দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি দাবি করেছেন, ‘ইন্ডিয়া এ সবেরই মুখের মতো জবাব দেবে৷’

আরও পড়ুন: বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডি হানা! কোন মন্ত্রী, কী হতে চলেছে?

এর পরই এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘একজন ভীত একনায়ক, একটি মৃত গণতন্ত্রকে তৈরি করতে চাইছেন৷ সংবাদমাধ্যম সহ বিভিন্ন সংস্থাকে কব্জা করে,বিরোধী দলগুলিকে ভাঙা, সংস্থাগুলির থেকে তোলা আদায়, প্রধান বিরোধী দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েও অসুরীয় শক্তির জন্য যথেষ্ট ছিল না৷ এবার নির্বাচিত মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করাও জলভাত হয়ে গিয়েছে৷ ইন্ডিয়া এর মুখের মতো জবাব দেবে৷’

এর আগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ৯ বার সমন জারি করে দিল্লির মুখ‍্যমন্ত্রীকে তলব করা হলেও তিনি জিজ্ঞাসাবাদের সামনে হাজির হননি। শেষবার তাঁর গরহাজিরার পরেই তল্লাশির ওয়ারেন্ট-সহ হাজির ইডির উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবার সন্ধ‍্যের পর থেকেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় কেজরিওয়ালের বাসভবনের বাইরে। রাতে গ্রেফতার করা হয় তাঁকে।

Delhi CM Arvind Kejriwal Arrested : ‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন, দরকারে জেল থেকে সরকার চালাবেন’, মন্তব্য আপনেত্রী অতিশীর

নয়াদিল্লি : অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন এবং জেল থেকে তিনি তাঁর মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রাতে এই দাবি করলেন আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা সিং।

বৃহস্পতিবার রাতে কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর পরই এই মন্তব্য করেন অতিশী। এই রাজনীতিক তথা শিক্ষাবিদ বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী এবং তিনিই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। এ নিয়ে আর কোনও দ্বিতীয় পথ নেই।’’ তাঁর আরও সংযোজন, ‘‘আমরা প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছি যে যদি প্রয়োজন পড়ে তাহলে তিনি কারাগার থেকেই কাজ করবেন। তাঁকে এই কাজ করা থেকে আটকাতে পারে এমন কোনও আইন নেই। তিনি এখনও দোষী প্রমাণিত হননি।’’

অতিশী মারলেনা সিং এবং অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)

ইডি-র হাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার হওয়ার ঘটনাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে অতিশীর মন্তব্য, এই তদন্তে ৫০০ জন আধিকারিক থাকলেও গত দু’ বছরে তাঁরা একটা টাকাও উদ্ধার করতে পারেননি।

আরও পড়ুন : ইডির হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল! রাতেই সুপ্রিম কোর্টে আপ

প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা দেন ইডি আধিকারিকরা। প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এর আগে ৮ বার ইডির সমন এড়ানোর পর বৃহস্পতিবার কেজরিওয়ালকে ফের তলব করেছিল ইডি। তাতে সাড়া না দিয়ে রক্ষকবচ চেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। কিন্তু আদালত তাঁর দাবি খারিজ করে দেয়।

গ্রেফতার করার পর কেজরিওয়ালকে নিয়ে যাওয়া হয় ইডি-র সদর দফতরে। ইডি আধিকারিকদের অভিযানের পর থেকেই তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আপ কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।