Fish Health Tips: রোজকার পাতে রাখুন এই মাছ, উপকার পাবেন অনেক! দেখুন

বাজার থেকে কিনে এসব মাছ বাড়িতে জলে রেখে বাঁচিয়ে রাখা যায়। অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকায় ডাঙায় অনেকক্ষণ জীবিত থাকে। আসলে যেকোনো তাজা মাছেই পুষ্টি থাকে প্রচুর পরিমাণে। সাধারণত অন্য আমিষ খাবারের চেয়ে এক টুকরো মাছে ক্যালোরি অনেকটাই কম থাকে। সঙ্গে মাছে থাকা প্রোটিন শরীরের প্রয়োজন মেটায়। গবেষণা বলছে, স্ট্রেস, চাপ, প্রদাহ এসব ওজন বাড়ানোর সহায়ক। মাছে থাকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা প্রদাহ দূর করে। এবং শরীরকে ভালো মেটাবলিজম দেয় যা ওজন কমাতে সাহায্য করে।