শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও সাপ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন সর্প বিশেষজ্ঞের পরামর্শ নিন।

পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে, যার গন্ধে ভয় পায় সাপ ? জেনে রাখা অত্যন্ত প্রয়োজন

সাপকে মানুষ খুবই ভয় পায়। সাধারণত সাপ নিরীহ প্রাণী। কিন্তু তার কাছে আত্মরক্ষার অস্ত্র হিসেবে রয়েছে মারাত্মক বিষ। তাই সাপ বিপজ্জনক প্রাণী। Representative Image
সাপকে মানুষ খুবই ভয় পায়। সাধারণত সাপ নিরীহ প্রাণী। কিন্তু তার কাছে আত্মরক্ষার অস্ত্র হিসেবে রয়েছে মারাত্মক বিষ। তাই সাপ বিপজ্জনক প্রাণী। Representative Image
মানুষের মধ্যে সাপের আতঙ্ক প্রবল। সকলেই সাপ থেকে দূরে থাকতে চান। মানুষের বাসস্থানে এমন ব্যবস্থা করার কথা ভাবা হয় যাতে কোনও ভাবেই সাপের আনাগোনা না থাকে। Representative Image
মানুষের মধ্যে সাপের আতঙ্ক প্রবল। সকলেই সাপ থেকে দূরে থাকতে চান। মানুষের বাসস্থানে এমন ব্যবস্থা করার কথা ভাবা হয় যাতে কোনও ভাবেই সাপের আনাগোনা না থাকে। Representative Image
কিন্তু কী ভাবে নিরাপদে সাপ তাড়ানো যায়? এই পৃথিবীতে কি এমন কিছু আছে যার গন্ধই সাপকে তাড়াতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Representative Image
কিন্তু কী ভাবে নিরাপদে সাপ তাড়ানো যায়? এই পৃথিবীতে কি এমন কিছু আছে যার গন্ধই সাপকে তাড়াতে পারে? এই বিষয়গুলি সম্পর্কে জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Representative Image
আজ, তেমনই একটি জিনিসের কথা জেনে নেওয়া যাক, যার গন্ধ সাপ তাড়াতে কার্যকর। আসলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora-তে কোনও ব্যবহারকারী এই সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং অনেকে এর উত্তরও দিয়েছেন। দেখা যাক তিনি কী বললেন। Representative Image
আজ, তেমনই একটি জিনিসের কথা জেনে নেওয়া যাক, যার গন্ধ সাপ তাড়াতে কার্যকর। আসলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora-তে কোনও ব্যবহারকারী এই সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এবং অনেকে এর উত্তরও দিয়েছেন। দেখা যাক তিনি কী বললেন। Representative Image
নির্মলা ঠাকুর নামে এক ব্যবহারকারী বলেন- ‘ফোর্ট নামক একটি পাউডার রয়েছে। এই পাউডারের গন্ধে সাপ ধারে কাছে আসতে পারে না।’ দেবেশ পণ্ডিত নামে আর এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘আমি পড়েছি যে ঘরে প্রতিদিন ‘ঘুড়বাচ’, ‘ঘোড়া বাচ’ বা ‘বাচ’ নামক ভেষজ পোড়ানো হলে এবং যদি ধূমপান করা হয় তবে সাপ আসে না।’ Representative Image
নির্মলা ঠাকুর নামে এক ব্যবহারকারী বলেন- ‘ফোর্ট নামক একটি পাউডার রয়েছে। এই পাউডারের গন্ধে সাপ ধারে কাছে আসতে পারে না।’ দেবেশ পণ্ডিত নামে আর এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘আমি পড়েছি যে ঘরে প্রতিদিন ‘ঘুড়বাচ’, ‘ঘোড়া বাচ’ বা ‘বাচ’ নামক ভেষজ পোড়ানো হলে এবং যদি ধূমপান করা হয় তবে সাপ আসে না।’ Representative Image
রাজেন্দ্র কুমার নামে এক ব্যবহারকারী বলেন, ‘সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না।’ সাধারণ মানুষ তাঁদের মতো করে, তাঁদের জানা বা শোনা নানা ঘটনা থেকে এই সব উত্তর দিয়েছেন। কিন্তু এই বিষয়ে নির্ভরযোগ্য সূত্রগুলি কী বলে, দেখে নেওয়া যাক। জীব সম্পর্কিত ওয়েবসাইট az-animal এমন ১৪টি জিনিসের কথা উল্লেখ করেছে, যার গন্ধে সাপ পালিয়ে যেতে পারে। Representative Image
রাজেন্দ্র কুমার নামে এক ব্যবহারকারী বলেন, ‘সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না।’ সাধারণ মানুষ তাঁদের মতো করে, তাঁদের জানা বা শোনা নানা ঘটনা থেকে এই সব উত্তর দিয়েছেন। কিন্তু এই বিষয়ে নির্ভরযোগ্য সূত্রগুলি কী বলে, দেখে নেওয়া যাক। জীব সম্পর্কিত ওয়েবসাইট az-animal এমন ১৪টি জিনিসের কথা উল্লেখ করেছে, যার গন্ধে সাপ পালিয়ে যেতে পারে। Representative Image
এর মধ্যে প্রধান হল রসুন এবং পেঁয়াজ। এ ছাড়া রয়েছে, পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামোনিয়া গ্যাস। অনেক সময় সাপও ধোঁয়ায় আক্রান্ত হয়। অর্থাৎ, ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়। সাপেরা এই সমস্ত জিনিসের গন্ধকে খুব অদ্ভুত বলে মনে করে, তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে। এই জিনিসগুলি ঘরে রাখলে সাপ আসবে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
এর মধ্যে প্রধান হল রসুন এবং পেঁয়াজ। এ ছাড়া রয়েছে, পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামোনিয়া গ্যাস। অনেক সময় সাপও ধোঁয়ায় আক্রান্ত হয়। অর্থাৎ, ধোঁয়া দিয়েও তাড়িয়ে দেওয়া যায়। সাপেরা এই সমস্ত জিনিসের গন্ধকে খুব অদ্ভুত বলে মনে করে, তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করে। এই জিনিসগুলি ঘরে রাখলে সাপ আসবে না। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)