কিন্তু বিমানের নিয়ম কানুন সম্পর্কে অনেকেরই খুব স্পষ্ট ধারণা থাকে না। এক্ষেত্রে অনেক সময় পড়তে হতে পারে জটিলতায়। চলুন জেনে নেওয়া যাক এমনই একটি সহজ প্রশ্নের উত্তর যার সঠিক উত্তর খুঁজতে গিয়ে অনেকেই কিন্তু মাথা চুলকোবেন।

Domestic Flights: ডোমেস্টিক ফ্লাইটে যাত্রা করছেন? কী কী খাবার নিষিদ্ধ আর কোন কোন খাবার রাখতে পারবেন দেখুন

ঘরোয়া বিমান। কয়েক ঘণ্টার যাত্রা। অনেকেই খাবারদাবার নিয়ে ওঠেন। বিস্কুট, চিপস, বাদাম। মুখ চলতে থাকে। কিন্তু অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। Representative Image
ঘরোয়া বিমান। কয়েক ঘণ্টার যাত্রা। অনেকেই খাবারদাবার নিয়ে ওঠেন। বিস্কুট, চিপস, বাদাম। মুখ চলতে থাকে। কিন্তু অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। Representative Image
গ্রেভি, স্যুপের মতো আধা তরল, দই, সসের মতো অত্যধিক তরল খাবার নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো পচনশীল খাবারও নিষিদ্ধ। কারণ যাত্রার সময় এসব থেকে দূষণ ছড়াতে পারে। দেখে নেওয়া যাক, কী কী খাবার নিয়ে বিমানে ওঠা যায় এবং কোন কোন খাবার নিষিদ্ধ। Representative Image

গ্রেভি, স্যুপের মতো আধা তরল, দই, সসের মতো অত্যধিক তরল খাবার নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো পচনশীল খাবারও নিষিদ্ধ। কারণ যাত্রার সময় এসব থেকে দূষণ ছড়াতে পারে। দেখে নেওয়া যাক, কী কী খাবার নিয়ে বিমানে ওঠা যায় এবং কোন কোন খাবার নিষিদ্ধ। Representative Image
ব্রেড: ক্যারি-অন লাগেজে ব্যাগুয়েট বা লোফ নিয়ে কেউ উঠতেই পারেন। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। যাতে ব্রেড ক্রাম্বস না ছড়ায়। Representative Image
ব্রেড: ক্যারি-অন লাগেজে ব্যাগুয়েট বা লোফ নিয়ে কেউ উঠতেই পারেন। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। যাতে ব্রেড ক্রাম্বস না ছড়ায়। Representative Image
মিষ্টি এবং ক্যান্ডি: বিমানযাত্রার সময় অনেকেই চকোলেট এবং ক্যান্ডি নেন। এটা নিষিদ্ধ নয়। কিন্তু কেক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো কেকই নেওয়া যায়। মিষ্টির ক্ষেত্রেও একই নিয়ম।
মিষ্টি এবং ক্যান্ডি: বিমানযাত্রার সময় অনেকেই চকোলেট এবং ক্যান্ডি নেন। এটা নিষিদ্ধ নয়। কিন্তু কেক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো কেকই নেওয়া যায়। মিষ্টির ক্ষেত্রেও একই নিয়ম।

টিনজাত এবং রান্না করা খাবার: টিনজাত খাবার হ্যান্ড লাগেজে রাখা নিষিদ্ধ। তবে ১০০ মিলির কম হলে নেওয়া যায়। রান্না করা খাবার পুরোপুরি নিষিদ্ধ। Representative Image
টিনজাত এবং রান্না করা খাবার: টিনজাত খাবার হ্যান্ড লাগেজে রাখা নিষিদ্ধ। তবে ১০০ মিলির কম হলে নেওয়া যায়। রান্না করা খাবার পুরোপুরি নিষিদ্ধ। Representative Image
ঘি এবং তেল: এটা এয়ারলাইনের উপর নির্ভর করে। ইন্ডিগো চেক ইন ব্যাগেজে ঘি রাখতে দেয়। কিন্তু এয়ার ইন্ডিয়ায় নিষিদ্ধ। আবার তেলজাত খাবার ইন্ডিগো ফ্লাইটে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া সীমিত পরিমাণে অনুমতি দেয়। Representative Image

ঘি এবং তেল: এটা এয়ারলাইনের উপর নির্ভর করে। ইন্ডিগো চেক ইন ব্যাগেজে ঘি রাখতে দেয়। কিন্তু এয়ার ইন্ডিয়ায় নিষিদ্ধ। আবার তেলজাত খাবার ইন্ডিগো ফ্লাইটে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া সীমিত পরিমাণে অনুমতি দেয়। Representative Image
ফল এবং সবজি: হ্যান্ড লাগেজে ফল এবং কাঁচা সবজি নেওয়া যায়। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। Representative Image

ফল এবং সবজি: হ্যান্ড লাগেজে ফল এবং কাঁচা সবজি নেওয়া যায়। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। Representative Image
বেবি ফুড: সদ্যোজাত শিশু সঙ্গে থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেবিফুড নেওয়া যায়।Representative Image
বেবি ফুড: সদ্যোজাত শিশু সঙ্গে থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেবিফুড নেওয়া যায়।
Representative Image
চা এবং কফি: চা এবং কফিপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কেবিন ব্যাগে টি ব্যাগ কিংবা গুঁড়ো চা নেওয়ার অনুমতি রয়েছে। Representative Image
চা এবং কফি: চা এবং কফিপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কেবিন ব্যাগে টি ব্যাগ কিংবা গুঁড়ো চা নেওয়ার অনুমতি রয়েছে। Representative Image
চিজ: চিজ তরল নয়। তাই হ্যান্ড ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image

চিজ: চিজ তরল নয়। তাই হ্যান্ড ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
মাছ এবং সামুদ্রিক খাবার: বেশিরভাগ এয়ারলাইনস ফ্লাইটে মাছ, সামুদ্রিক খাবার, কাঁচা মাংস এমনকী, ফ্রোজেন খাবারও নিষিদ্ধ। লাগেজেও নেওয়া যায় না।

মাছ এবং সামুদ্রিক খাবার: বেশিরভাগ এয়ারলাইনস ফ্লাইটে মাছ, সামুদ্রিক খাবার, কাঁচা মাংস এমনকী, ফ্রোজেন খাবারও নিষিদ্ধ। লাগেজেও নেওয়া যায় না।
নারকেল: একাধিক কারণে নারকেল নিষিদ্ধ। নারকেলের ভিতরের নরম শাঁসে অত্যধিক তেল থাকে, যা উচ্চ তাপমাত্রায় দাহ্য। তাই নিরাপত্তার কারণেই নারকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না।

নারকেল: একাধিক কারণে নারকেল নিষিদ্ধ। নারকেলের ভিতরের নরম শাঁসে অত্যধিক তেল থাকে, যা উচ্চ তাপমাত্রায় দাহ্য। তাই নিরাপত্তার কারণেই নারকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না।
আচার: হ্যান্ড ব্যাগে তো নয়ই এমনকী চেক ইন লাগেজেও আচার নেওয়া যায় না। Representative Image
আচার: হ্যান্ড ব্যাগে তো নয়ই এমনকী চেক ইন লাগেজেও আচার নেওয়া যায় না। Representative Image
মশলা: সাধারণত হ্যান্ড লাগেজে মশলা রাখা যায় না। তবে চেক ইন লাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
মশলা: সাধারণত হ্যান্ড লাগেজে মশলা রাখা যায় না। তবে চেক ইন লাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image