Tag Archives: Domestic Flights

Flight: সহযাত্রী ও সিআইএসএফ কনস্টেবলের সঙ্গে অসভ্যতা; বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক মহিলাকে

নয়াদিল্লি: প্রাইভেট এয়ারলাইনে চেপে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এক মহিলা। কিন্তু দুই যাত্রী এবং এক সিআইএসএফ কনস্টেবলের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে উড়ান থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাঁকে। এই ঘটনার সাক্ষী থাকল পুণের লোহেগাঁও বিমানবন্দরে।

শনিবার ওই উড়ানে বোর্ডিং চলাকালীনই এই ঘটনাটি ঘটে গিয়েছিল। বিমানবন্দর সূত্রে খবর, প্রথমে ওই মহিলা দুই যাত্রীর উপর চড়াও হন। ওই দুই যাত্রী সম্পর্কে আবার ভাই-বোন। তাঁরা নিজেদের নির্ধারিত আসনেই বসেছিলেন।

আরও পড়ুনঃ ট্রেনে উন্নত ওয়াটার লেভেল মনিটরিং সিস্টেম চালু উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের

এই ঘটনার পরে বিমানকর্মীরা সাহায্যের জন্য সিআইএসএফ-দের ডেকে পাঠান। সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান কনস্টেবল প্রিয়াঙ্কা রেড্ডি এবং সোনিকা পাল। কিন্তু তাতেও থামানো যায়নি অভিযুক্ত ওই মহিলাকে।  এক জাতীয় সংবাদমাধ‍্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, প্রিয়াঙ্কা রেড্ডি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে পৌঁছলে তাঁর উপর চড়াও হন ওই মহিলা। এমনকী তিনি কামড়েও দেন ওই সিআইএসএফ কনস্টেবলকে।

পরিস্থিতি আরও বেসামাল হয়ে যায়। পরিস্থিতি যাতে ঠিক থাকে, তার জন্য উড়ান থেকে নামিয়ে দেওয়া হয় ওই মহিলা এবং তাঁর স্বামীকে। এরপর বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ওই দুজনকে। তাঁদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

সূত্রের খবর, ওই মহিলা একজন গৃহবধূ। আর তাঁর স্বামী পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। পুণের বাসিন্দা ওই দম্পতি দিল্লিতে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন। এক সিআইএসএফ আধিকারিকের মতে, ওই মহিলাকে দেখে মনে হচ্ছিল যে, তিনি তাঁর পরিবারে জরুরিকালীন অবস্থার কারণে গুরুতর যন্ত্রণার মধ্যে রয়েছেন। ওই অফিসারের কথায়, দেখে মনে হচ্ছিল যে, “জরুরিকালীন অবস্থার কারণে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সহযাত্রীদের সঙ্গে ঝামেলার পরে আসলে বিমানচালক তাঁকে নিয়ে বিমান ওড়াতে রাজি ছিলেন না। তিনি অত্যন্ত হিংস্র হয়ে ওঠায় বিমান সংস্থার সাহায্য প্রার্থনা করা হয়েছল।”

সিনিয়র ইনস্পেক্টর অজয় সঙ্কেশরী বলেন যে, “আমাদের তদন্তে যোগ দেওয়ার জন্য নির্দেশিকা জারি করার পরেই ছেড়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে। অর্থাৎ তদন্তকারী অফিসার যখনই সমন পাঠাবেন, তখনই তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে তাঁকে।” সঙ্কেশরী আরও বলেন যে, বিমানকর্মী ও সিআইএসএফ কর্তৃপক্ষের কাছে নিজেদের বিবৃতি দিয়েছেন। আর অভিযুক্ত যাত্রীরা পরে অবশ্য দিল্লি পাড়ি দিয়েছেন।

এটাই বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট, সময় লাগে ১৮ ঘণ্টার বেশি ! রইল বিশ্বের ১০ দীর্ঘতম রুটের তালিকা

অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র বিমানেরই রয়েছে। কিন্তু অল্প সময় মানে কতক্ষণ? অনেকেই ২ থেকে ৩ ঘণ্টার ফ্লাইটে চেপেছেন। ৫ থেকে ৬ ঘণ্টার ফ্লাইটে চড়াও খুব বড় ব্যাপার নয়। কিন্তু টানা ১৮ ঘণ্টা? এমন অভিজ্ঞতা ক’জনের আছে? হ্যাঁ, এগুলোই বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট।
অল্প সময়ের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেওয়ার ক্ষমতা একমাত্র বিমানেরই রয়েছে। কিন্তু অল্প সময় মানে কতক্ষণ? অনেকেই ২ থেকে ৩ ঘণ্টার ফ্লাইটে চেপেছেন। ৫ থেকে ৬ ঘণ্টার ফ্লাইটে চড়াও খুব বড় ব্যাপার নয়। কিন্তু টানা ১৮ ঘণ্টা? এমন অভিজ্ঞতা ক’জনের আছে? হ্যাঁ, এগুলোই বিশ্বের দীর্ঘতম ফ্লাইট রুট।
নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরের দূরত্ব ৯,৫৩৭ মাইল বা ১৫,৩৪৮ কিমি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে দীর্ঘ ১৮ ঘণ্টা ৪০ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এটাই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট রুট। Representative Image
নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরের দূরত্ব ৯,৫৩৭ মাইল বা ১৫,৩৪৮ কিমি। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান জন এফ কেনেডি বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে দীর্ঘ ১৮ ঘণ্টা ৪০ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এটাই সবচেয়ে দীর্ঘ দূরত্বের ফ্লাইট রুট। Representative Image
নিউ ইয়র্ক সিটি থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্কের লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেঁড়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামে এই বিমান। ৯,৫২৩ মাইল পথ অতিক্রম করে ১৮ ঘণ্টা ৪৫ মিনিটে। এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইট রুট। Representative Image
নিউ ইয়র্ক সিটি থেকে সিঙ্গাপুর: নিউ ইয়র্কের লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেঁড়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামে এই বিমান। ৯,৫২৩ মাইল পথ অতিক্রম করে ১৮ ঘণ্টা ৪৫ মিনিটে। এটা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইট রুট। Representative Image
দোহা থেকে অকল্যান্ড: বিশ্বের তৃতীয় বৃহত্তম ফ্লাইট রুট হল দোহা থেকে অকল্যান্ড। কাতার এয়ারবাস এ৩৫০-১০০০ দোহা থেকে ১৭ ঘণ্টা ৩৫ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় অকল্যান্ডে। Representative Image
দোহা থেকে অকল্যান্ড: বিশ্বের তৃতীয় বৃহত্তম ফ্লাইট রুট হল দোহা থেকে অকল্যান্ড। কাতার এয়ারবাস এ৩৫০-১০০০ দোহা থেকে ১৭ ঘণ্টা ৩৫ মিনিটের পথ অতিক্রম করে পৌঁছয় অকল্যান্ডে। Representative Image
পারথ থেকে লন্ডন: বিশ্বের দুই বিপরীত প্রান্তকে জুড়েছে এই ফ্লাইট রুট। ইংল্যান্ডের লন্ডন থেকে অষ্ট্রেলিয়ার পার্থ। কাতার এয়ারলাইন্স এই রুটে বিমান চালায়। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। Representative Image
পারথ থেকে লন্ডন: বিশ্বের দুই বিপরীত প্রান্তকে জুড়েছে এই ফ্লাইট রুট। ইংল্যান্ডের লন্ডন থেকে অষ্ট্রেলিয়ার পার্থ। কাতার এয়ারলাইন্স এই রুটে বিমান চালায়। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। Representative Image
মেলবোর্ন থেকে ডালাস: মেলবোর্ন থেকে ৮৯৯২ মাইল বা ১৪,৪৭১ কিমি পথ অতিক্রম করে ডালাসে পৌঁছয় বিমান। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘ ফ্লাইট রুট। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট। Representative Image
মেলবোর্ন থেকে ডালাস: মেলবোর্ন থেকে ৮৯৯২ মাইল বা ১৪,৪৭১ কিমি পথ অতিক্রম করে ডালাসে পৌঁছয় বিমান। এটা বিশ্বের পঞ্চম দীর্ঘ ফ্লাইট রুট। সময় লাগে ১৭ ঘণ্টা ২০ মিনিট।
Representative Image
অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক: বোয়িং ৭৮৭-৯ বিমান অকল্যান্ড বিমানবন্দর থেকে ছাড়ে। অবতরণ করে নিউ ইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে। অতিক্রম করে ৮৮২৮ মাইল পথ। এটা বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ফ্লাইট রুট। Representative Image
অকল্যান্ড থেকে নিউ ইয়র্ক: বোয়িং ৭৮৭-৯ বিমান অকল্যান্ড বিমানবন্দর থেকে ছাড়ে। অবতরণ করে নিউ ইয়র্কের জেএফ কেনেডি বিমানবন্দরে। অতিক্রম করে ৮৮২৮ মাইল পথ। এটা বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম ফ্লাইট রুট। Representative Image
দুবাই থেকে অকল্যান্ড: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারবাস ৩৮০ পৌঁছয় অকল্যান্ড বিমানবন্দরে। ৮৮২৪ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ১০ মিনিট। Representative Image
দুবাই থেকে অকল্যান্ড: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারবাস ৩৮০ পৌঁছয় অকল্যান্ড বিমানবন্দরে। ৮৮২৪ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ১০ মিনিট।
Representative Image
সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট। Representative Image
সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট।
Representative Image
সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট। Representative Image
সিঙ্গাপুর থেকে লস অ্যাঞ্জেলেস: বিশ্বের দুই ধরনের সংস্কৃতিকে জুড়ে দিয়েছে এই রুট। এখানে চলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বোয়িং এ৩৫০ বিমান। সময় লাগে ১৭ ঘণ্টা ৫০ মিনিট।
Representative Image
বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো: ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু থেকে বিশ্বের টেকনোলজি হাব সান ফ্রান্সিসকো পর্যন্ত উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। ৮৭০১ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ৪০ মিনিট। Representative Image
বেঙ্গালুরু থেকে সান ফ্রান্সিসকো: ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু থেকে বিশ্বের টেকনোলজি হাব সান ফ্রান্সিসকো পর্যন্ত উড়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। ৮৭০১ মাইল পথ অতিক্রম করতে সময় লাগে ১৭ ঘণ্টা ৪০ মিনিট। Representative Image
হিউস্টন থেকে সিডনি: হিউস্টন থেকে সিডনি পৌঁছতে সময় লাগে ১৭ ঘণ্টা ৩৫ মিনিট। এই রুটে চলে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। অতিক্রম করে ৮৫৯৬ মাইল। Representative Image
হিউস্টন থেকে সিডনি: হিউস্টন থেকে সিডনি পৌঁছতে সময় লাগে ১৭ ঘণ্টা ৩৫ মিনিট। এই রুটে চলে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান। অতিক্রম করে ৮৫৯৬ মাইল। Representative Image

Domestic Flights: ডোমেস্টিক ফ্লাইটে যাত্রা করছেন? কী কী খাবার নিষিদ্ধ আর কোন কোন খাবার রাখতে পারবেন দেখুন

ঘরোয়া বিমান। কয়েক ঘণ্টার যাত্রা। অনেকেই খাবারদাবার নিয়ে ওঠেন। বিস্কুট, চিপস, বাদাম। মুখ চলতে থাকে। কিন্তু অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। Representative Image
ঘরোয়া বিমান। কয়েক ঘণ্টার যাত্রা। অনেকেই খাবারদাবার নিয়ে ওঠেন। বিস্কুট, চিপস, বাদাম। মুখ চলতে থাকে। কিন্তু অনেকেই জানেন না, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির কারণে বেশ কিছু খাবার নিষিদ্ধ। সে সব নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। Representative Image
গ্রেভি, স্যুপের মতো আধা তরল, দই, সসের মতো অত্যধিক তরল খাবার নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো পচনশীল খাবারও নিষিদ্ধ। কারণ যাত্রার সময় এসব থেকে দূষণ ছড়াতে পারে। দেখে নেওয়া যাক, কী কী খাবার নিয়ে বিমানে ওঠা যায় এবং কোন কোন খাবার নিষিদ্ধ। Representative Image

গ্রেভি, স্যুপের মতো আধা তরল, দই, সসের মতো অত্যধিক তরল খাবার নিয়ে ডোমেস্টিক বিমানে ওঠা যায় না। পাশাপাশি কাঁচা মাংস, সামুদ্রিক মাছ এবং দুগ্ধজাত দ্রব্যের মতো পচনশীল খাবারও নিষিদ্ধ। কারণ যাত্রার সময় এসব থেকে দূষণ ছড়াতে পারে। দেখে নেওয়া যাক, কী কী খাবার নিয়ে বিমানে ওঠা যায় এবং কোন কোন খাবার নিষিদ্ধ। Representative Image
ব্রেড: ক্যারি-অন লাগেজে ব্যাগুয়েট বা লোফ নিয়ে কেউ উঠতেই পারেন। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। যাতে ব্রেড ক্রাম্বস না ছড়ায়। Representative Image
ব্রেড: ক্যারি-অন লাগেজে ব্যাগুয়েট বা লোফ নিয়ে কেউ উঠতেই পারেন। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। যাতে ব্রেড ক্রাম্বস না ছড়ায়। Representative Image
মিষ্টি এবং ক্যান্ডি: বিমানযাত্রার সময় অনেকেই চকোলেট এবং ক্যান্ডি নেন। এটা নিষিদ্ধ নয়। কিন্তু কেক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো কেকই নেওয়া যায়। মিষ্টির ক্ষেত্রেও একই নিয়ম।
মিষ্টি এবং ক্যান্ডি: বিমানযাত্রার সময় অনেকেই চকোলেট এবং ক্যান্ডি নেন। এটা নিষিদ্ধ নয়। কিন্তু কেক এবং প্যাস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র শুকনো কেকই নেওয়া যায়। মিষ্টির ক্ষেত্রেও একই নিয়ম।

টিনজাত এবং রান্না করা খাবার: টিনজাত খাবার হ্যান্ড লাগেজে রাখা নিষিদ্ধ। তবে ১০০ মিলির কম হলে নেওয়া যায়। রান্না করা খাবার পুরোপুরি নিষিদ্ধ। Representative Image
টিনজাত এবং রান্না করা খাবার: টিনজাত খাবার হ্যান্ড লাগেজে রাখা নিষিদ্ধ। তবে ১০০ মিলির কম হলে নেওয়া যায়। রান্না করা খাবার পুরোপুরি নিষিদ্ধ। Representative Image
ঘি এবং তেল: এটা এয়ারলাইনের উপর নির্ভর করে। ইন্ডিগো চেক ইন ব্যাগেজে ঘি রাখতে দেয়। কিন্তু এয়ার ইন্ডিয়ায় নিষিদ্ধ। আবার তেলজাত খাবার ইন্ডিগো ফ্লাইটে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া সীমিত পরিমাণে অনুমতি দেয়। Representative Image

ঘি এবং তেল: এটা এয়ারলাইনের উপর নির্ভর করে। ইন্ডিগো চেক ইন ব্যাগেজে ঘি রাখতে দেয়। কিন্তু এয়ার ইন্ডিয়ায় নিষিদ্ধ। আবার তেলজাত খাবার ইন্ডিগো ফ্লাইটে নেওয়া যায় না। এয়ার ইন্ডিয়া সীমিত পরিমাণে অনুমতি দেয়। Representative Image
ফল এবং সবজি: হ্যান্ড লাগেজে ফল এবং কাঁচা সবজি নেওয়া যায়। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। Representative Image

ফল এবং সবজি: হ্যান্ড লাগেজে ফল এবং কাঁচা সবজি নেওয়া যায়। কিন্তু ভালভাবে প্যাক করতে হবে। Representative Image
বেবি ফুড: সদ্যোজাত শিশু সঙ্গে থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেবিফুড নেওয়া যায়।Representative Image
বেবি ফুড: সদ্যোজাত শিশু সঙ্গে থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বেবিফুড নেওয়া যায়।
Representative Image
চা এবং কফি: চা এবং কফিপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কেবিন ব্যাগে টি ব্যাগ কিংবা গুঁড়ো চা নেওয়ার অনুমতি রয়েছে। Representative Image
চা এবং কফি: চা এবং কফিপ্রেমীরা নিশ্চিন্তে থাকতে পারেন। কেবিন ব্যাগে টি ব্যাগ কিংবা গুঁড়ো চা নেওয়ার অনুমতি রয়েছে। Representative Image
চিজ: চিজ তরল নয়। তাই হ্যান্ড ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image

চিজ: চিজ তরল নয়। তাই হ্যান্ড ব্যাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
মাছ এবং সামুদ্রিক খাবার: বেশিরভাগ এয়ারলাইনস ফ্লাইটে মাছ, সামুদ্রিক খাবার, কাঁচা মাংস এমনকী, ফ্রোজেন খাবারও নিষিদ্ধ। লাগেজেও নেওয়া যায় না।

মাছ এবং সামুদ্রিক খাবার: বেশিরভাগ এয়ারলাইনস ফ্লাইটে মাছ, সামুদ্রিক খাবার, কাঁচা মাংস এমনকী, ফ্রোজেন খাবারও নিষিদ্ধ। লাগেজেও নেওয়া যায় না।
নারকেল: একাধিক কারণে নারকেল নিষিদ্ধ। নারকেলের ভিতরের নরম শাঁসে অত্যধিক তেল থাকে, যা উচ্চ তাপমাত্রায় দাহ্য। তাই নিরাপত্তার কারণেই নারকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না।

নারকেল: একাধিক কারণে নারকেল নিষিদ্ধ। নারকেলের ভিতরের নরম শাঁসে অত্যধিক তেল থাকে, যা উচ্চ তাপমাত্রায় দাহ্য। তাই নিরাপত্তার কারণেই নারকেল নেওয়ার অনুমতি দেওয়া হয় না।
আচার: হ্যান্ড ব্যাগে তো নয়ই এমনকী চেক ইন লাগেজেও আচার নেওয়া যায় না। Representative Image
আচার: হ্যান্ড ব্যাগে তো নয়ই এমনকী চেক ইন লাগেজেও আচার নেওয়া যায় না। Representative Image
মশলা: সাধারণত হ্যান্ড লাগেজে মশলা রাখা যায় না। তবে চেক ইন লাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image
মশলা: সাধারণত হ্যান্ড লাগেজে মশলা রাখা যায় না। তবে চেক ইন লাগেজে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। Representative Image