IPL 2024 Star: সুখের দিন শেষ! পান্ডিয়ার দাপাদাপি বন্ধ, ‘এই’ ক্রিকেটার এখন ‘হার্দিক পার্ট টু’

আইপিএল ২০২৪-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল। ইয়েলো আর্মি এদিন গুজরাট টাইটানসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
আইপিএল ২০২৪-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেল। ইয়েলো আর্মি এদিন গুজরাট টাইটানসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
চলতি মরশুমে শিবম দুবেকে নিয়ে আলোচনা চারপাশে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে নাকি মুগ্ধ নির্বাচকরাও। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এর পর গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি।
চলতি মরশুমে শিবম দুবেকে নিয়ে আলোচনা চারপাশে। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে নাকি মুগ্ধ নির্বাচকরাও। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। এর পর গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও দুর্দান্ত পারফর্ম করেন তিনি।
গুজরাতের বোলারদের দুরমুশ করেন তিনি। পরিস্থিতি অনুযায়ী স্পিনারদের টার্গেট করেন। মাত্র ২৩ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫১ রান করেন। এমনকী প্রথম ম্যাচেও ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।
গুজরাতের বোলারদের দুরমুশ করেন তিনি। পরিস্থিতি অনুযায়ী স্পিনারদের টার্গেট করেন। মাত্র ২৩ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫১ রান করেন। এমনকী প্রথম ম্যাচেও ২৮ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।
আইপিএল মরসুমের পরেই জুনের শুরুতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দেশ। এমনকী ভারতীয় নির্বাচকদেরও নজর রয়েছে আইপিএলে। শিবম দুবে বোলিং করতে পারেন। তবে আইপিএলে এখন বোলিং করেননি তিনি।
আইপিএল মরসুমের পরেই জুনের শুরুতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে সব দেশ। এমনকী ভারতীয় নির্বাচকদেরও নজর রয়েছে আইপিএলে। শিবম দুবে বোলিং করতে পারেন। তবে আইপিএলে এখন বোলিং করেননি তিনি।
অনেক ভারতীয় ক্রিকেটার ভারতের T20 বিশ্বকাপ দলে জায়গা পেতে আইপিএলে পারফর্ম করতে চাইছেন। নির্বাচকরা ব্যাটিং এবং বোলিং বিভাগে আধিপত্য দেখানো অলরাউন্ডারদের উপরও বিশেষ নজর রাখছেন। সেই কারণে শিবম দুবে এমন পারফরম্যান্স করে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অনেক ভারতীয় ক্রিকেটার ভারতের T20 বিশ্বকাপ দলে জায়গা পেতে আইপিএলে পারফর্ম করতে চাইছেন। নির্বাচকরা ব্যাটিং এবং বোলিং বিভাগে আধিপত্য দেখানো অলরাউন্ডারদের উপরও বিশেষ নজর রাখছেন। সেই কারণে শিবম দুবে এমন পারফরম্যান্স করে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিবম দুবের সঙ্গে এখন হার্দিক পান্ডিয়ার তুলনা চলছে। প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই বলছেন, ফিটনেস সমস্যায় জেরবার হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে প্রস্তুত করা উচিত শিবমকে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই শিবম দুবে সম্পর্কে বহুবার কথা বলেছেন। চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া।
শিবম দুবের সঙ্গে এখন হার্দিক পান্ডিয়ার তুলনা চলছে। প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই বলছেন, ফিটনেস সমস্যায় জেরবার হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে প্রস্তুত করা উচিত শিবমকে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই শিবম দুবে সম্পর্কে বহুবার কথা বলেছেন। চোটের কারণে ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারকে বাদ দেওয়ার সাহস কি দেখাতে পারবেন নির্বাচকরা! তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে আপাতত আইপিএলে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে।
হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারকে বাদ দেওয়ার সাহস কি দেখাতে পারবেন নির্বাচকরা! তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে আপাতত আইপিএলে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে।
চলতি বছরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শিবম দুবেকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামানো হয়েছিল। এমনকী বোলিংয়ের ক্ষেত্রেও শিবম ভাল পারফর্ম করেছেন।
চলতি বছরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শিবম দুবেকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামানো হয়েছিল। এমনকী বোলিংয়ের ক্ষেত্রেও শিবম ভাল পারফর্ম করেছেন।