Tag Archives: Hardik Pandya

হার্দিক পান্ডিয়া: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: হার্দিক হিমাংশু পান্ডিয়া

জন্ম: ১১ অক্টোবর ১৯৯৩

উচ্চতা: ৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটার, ডান-হাতি মিডিয়াম-ফাস্ট বোলার

পরিবার

পিতা: হিমাংশু পান্ডিয়া

মাতা: নলিনী পান্ডিয়া

স্ত্রী: নাতাশা স্টানকোভিচ

ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া। গুজরাতের সুরাতে জন্ম হার্দিকের। তাঁর এক দাদা রয়েছেন, যাঁর নাম ক্রুনাল পান্ডিয়া। আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। আইপিএল-এ হার্দিক এবং ক্রুনাল – দুই ভাইই একসঙ্গে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেন। যখন দুই ভাই একসঙ্গে মাঠে থাকেন, তখন ভক্তরা তাঁদের ‘পান্ডিয়া ব্রাদার্স’ বলে সম্বোধন করে থাকেন। ২০২০ সালে মডেল, অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হার্দিক। 

কেরিয়ারের সূচনা:

হার্দিক পান্ডিয়া হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ২০১৩ সালে বরোদার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে হার্দিকের। ২০১৩-১৪ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বরোদার বিজয়ী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হার্দিক। 

উত্থান:

২০১৬ সালে অ্যাডিলেডে ভারতের হয়ে অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। প্রথম ম্যাচে তাঁর শুরুটা মোটেই ভালো ছিল না। প্রথম আন্তর্জাতিক ম্যাচের প্রথম ওভারে ৫টি ওয়াইড দিয়ে ১৯ রান দিয়েছিলেন। এর পর শেষ তিন ওভারে অবশ্য ১৮ রান দিয়ে নিজের দক্ষতা এবং ক্ষমতার প্রদর্শন করেছিলেন হার্দিক। ২০১৬ সালে ভারতের টি-টয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন তিনি। শেষ ৩ বলে মাত্র ২ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ভারতের সেই প্রায় হেরে যাওয়া ম্যাচ হার্দিকের বোলিং দক্ষতায় ঘুরে দাঁড়ায় এবং ওই ম্যাচে জয় আসে ভারতের। 

২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় ওয়ানডে আন্তর্জাতিকে (ODI) অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। ওই ম্যাচে তাঁকে ম্যান অফ দ্য ম্যাচ সম্মান দেওয়া হয়। ৫০ ওভারের ফরম্যাটেও হার্দিকের পারফরমেন্স ছিল দুর্দান্ত। ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে খেলার সুযোগ পান তিনি এবং ওই টুর্নামেন্টে ভারত সেমি-ফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। 

উদ্বোধনী টেস্ট কল-আপের জন্য, ২০১৬ সালের শেষের দিকে ইংল্যান্ডের সফরে এক জন ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল পান্ডিয়াকে। তবে পিসিএ স্টেডিয়ামে নেটে প্রশিক্ষণ নেওয়ার সময় আহত হওয়ার কারণে বাদ পড়তে হয়েছিল তাঁকে। ২০১৭ সালে শ্রীলঙ্কার গলে প্রথম টেস্ট ম্যাচে অভিষেক হয় তাঁর। 

আইপিএল কেরিয়ার:

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হাত ধরেই আইপিএল কেরিয়ারের সফর শুরু করেছিলেন হার্দিক পান্ডিয়া। মুম্বইয়ের একাধিক আইপিএল ট্রফি জয়ে পান্ডিয়ার অবদান অনস্বীকার্য। এমআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হার্দিকের অলরাউন্ড পারফরমেন্স ভারতীয় জাতীয় দলে স্থান দেয় তাঁকে। এখনও পর্যন্ত সবচেয়ে চিত্তাকর্ষক ছিল হার্দিকের আইপিএল কেরিয়ার। ২০২২ সালের মেগা নিলামে গুজরাত টাইটান্স পান্ডিয়াকে কিনে নেয় এবং গুজরাতের আইপিএল দলে অধিনায়ক হিসেবে নিযুক্ত হন পান্ডিয়া। এখানেই শেষ নয়, অধিনায়ক হিসেবে প্রথমে সিজনেই জয়ের ট্রফি তুলে নেন পান্ডিয়া। 

চোট-আঘাত:

চোট -আঘাত বারবার পান্ডিয়ার কেরিয়ারে বড় সমস্যা তৈরি করেছে। ২০১৯ সালে তাঁর পিঠে গুরতর আঘাত লাগে। সার্জারি বা অস্ত্রোপচার করাতে হয় সেই সময়। সুস্থ হয়ে ফিরে এলেও হার্দিক পান্ডিয়ার ফর্ম খারাপ হতে শুরু করে। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেন পান্ডিয়া এবং জাতীয় দলে ফের নিজের জায়গা পাকা করে নেন তিনি। 

রেকর্ড:

  • একই টি-টয়েন্টিআই ম্যাচে ৪ উইকেট এবং ৩০ রানের বেশি স্কোর করা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন হার্দিক পান্ডিয়া।
  • ওয়ান-ডে অভিষেকের ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়া চতুর্থ ভারতীয় তিনি।
  • টেস্ট ইনিংসে ভারতের হয়ে এক ওভারে সর্বোচ্চ রান করে রেকর্ড তৈরি করেছেন হার্দিক।
  • লাঞ্চের আগে টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবেও নিজের নাম করেছেন হার্দিক পান্ডিয়া।

IPL 2024: দাদা হল হার্দিকের ছেলে অগ্যস্ত, পান্ডিয়া পরিবারে নতুন অতিথি

আইপিএল ২০২৪-এর মাঝেই পান্ডিয়া পরিবারের খুশির খবর। দাদা হল হার্দিক পান্ডিয়ার ছেলে অগ্যস্ত। পান্ডিয়া পরিবারে নতুন অতিথি আসায় উৎসবের পরিবেশ।
আইপিএল ২০২৪-এর মাঝেই পান্ডিয়া পরিবারের খুশির খবর। দাদা হল হার্দিক পান্ডিয়ার ছেলে অগ্যস্ত। পান্ডিয়া পরিবারে নতুন অতিথি আসায় উৎসবের পরিবেশ।
হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পাণ্ডিয়া দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন ক্রুণাল। পরিবার সহ ছবি দিয়েছেন তিনি। (Photo Courtesy- Krunal Pandya X)
হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল পাণ্ডিয়া দ্বিতীয়বারের জন্য বাবা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন ক্রুণাল। পরিবার সহ ছবি দিয়েছেন তিনি। (Photo Courtesy- Krunal Pandya X)
২০১৭ সালের ১৭ ডিসেম্বর পাঙ্খুরী শর্মাকে বিয়ে করেন ক্রুণাল পান্ডিয়া। ২০২২ সালের ১৮ জুলাই ক্রুণাল-পাঙ্খুরীর পরিবারে আসে প্রথম সন্তান। তার নাম কবীর ক্রুণাল পান্ডিয়া। (Photo Courtesy- Krunal Pandya X)
২০১৭ সালের ১৭ ডিসেম্বর পাঙ্খুরী শর্মাকে বিয়ে করেন ক্রুণাল পান্ডিয়া। ২০২২ সালের ১৮ জুলাই ক্রুণাল-পাঙ্খুরীর পরিবারে আসে প্রথম সন্তান। তার নাম কবীর ক্রুণাল পান্ডিয়া। (Photo Courtesy- Krunal Pandya X)
২ বছর পর দ্বিতীয়বারের জন্য বাবা-মা হলেন ক্রুণাল ও পাঙ্খুরী পান্ডিয়া। ফের পুত্র সন্তান হয়েছে ক্রুণাল পান্ডিয়া। সদ্যজাতের নামও জানিয়েছেন তারকা ক্রিকেটার। (Photo Courtesy- Krunal Pandya X)
২ বছর পর দ্বিতীয়বারের জন্য বাবা-মা হলেন ক্রুণাল ও পাঙ্খুরী পান্ডিয়া। ফের পুত্র সন্তান হয়েছে ক্রুণাল পান্ডিয়া। সদ্যজাতের নামও জানিয়েছেন তারকা ক্রিকেটার। (Photo Courtesy- Krunal Pandya X)
সদ্যজাতের নাম দিয়েছেন বায়ূ ক্রুণাল পান্ডিয়া। সুখবর দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লখনউ সুপার জায়ান্টস তারকা।
সদ্যজাতের নাম দিয়েছেন বায়ূ ক্রুণাল পান্ডিয়া। সুখবর দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লখনউ সুপার জায়ান্টস তারকা।

টি২০ বিশ্বকাপে খেলবেন হার্দিক পান্ডিয়া? মিটিং হল, বড়সড় সিদ্ধান্ত কোচ-ক্যাপ্টেনের!

কলকাতা: হার্দিক পান্ডিয়া। নামটা ঘিরে এখন অনেক কথা। কেউ বলছেন, তিনি একেবারেই মুম্বইয়ের যোগ্য ক্যাপ্টেন নন। কেউ আবার বলছেন, আরেকটু সময় দিতে হবে পান্ডিয়াকে। তবে পান্ডিয়া যে এখন গোটা দেশের যে কোনও প্রান্তে হট টপিক, তা আর বলার অপেক্ষা রাখে না।

এখন প্রশ্ন হল, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে কি পান্ডিয়া সুযোগ পাবেন? কারণ, আইপিএলে তাঁর পারফরম্যান্স তলানিতে। শোনা যাচ্ছেল, নির্বাচকরা নাকি ইতিমধ্যে পান্ডিয়ার বদলি হিসেবে শিবম দুবেকে ভাবতে শুরু করেছেন নির্বাচকরা। তবে সবটাই শোনা কথা।

আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে গেলেন মহাতারকা, এমন কারণ জানালেন, আগে কেউ বলেনি

এরই মধ্যে টি২০ বিশ্বকাপের দল বাছাই নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, প্রধান নির্বাচক অজিত আগরকার ও ক্যাপ্টেন রোহিত শর্মার বৈঠক হয়েছে বলে শোনা যাচ্ছে। ২ ঘণ্টার সেই বৈঠকে শিবম দুবের নাম ভেসে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তাঁর ভাগ্যের শিঁকে নাও ছিঁড়তে পারে।

হার্দিক পান্ডিয়া অবশ্যই বড় নাম। তিনি দলের এক নম্বর অলরাউন্ডার। তাঁকে ছাড়া ভারতীয় দল বিশ্বকাপে নামার সাহস দেখাবে, এমনটা সম্ভব নয় বলেই দাবি করেছিলেন অনেকে। বাস্তবেও সেটাই হতে চলেছে। কারণ পান্ডিয়ার প্রতি আস্থা রাখছেন কোচ, ক্যাপ্টেন ও প্রধান নির্বাচক।

মূলত পান্ডিয়ার বোলিং স্কিলের জন্যই তাঁকে বিশ্বকাপের দলে রাখতে চান নির্বাচকরা। তবে এবার আইপিএলে পান্ডিয়া ৬ ম্যাচে ১১ ওভার বল করেছেন। তিন উইকেট পেয়েছেন। তবে চিন্তার কারণ তাঁর ইকোনমি রেট। সেটা ১২-র উপর।

আরও পড়ুন- MS Dhoni: আইপিএল থেকে ছিটকে গেলেন এমএস ধোনি? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

চলতি মাসের শেষে আবারও বৈঠকে বসবেন রোহিত, আগরকার ও দ্রাবিড়। তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে।

MS Dhoni: হার্দিককে ৩টি ছয় মেরে ধোনি গড়লেন এমন রেকর্ড, যা আইপিএলে কোনও ভারতীয়র নেই

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচে ৪ বলে ২০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এমএস ধোনি।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
সিএসকের ইনিংসের যখন মাত্র ৪ বল বাকি তখন মাঠে নামেন এমএস ধোনি। সেই সময় বোলিং করছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তারপর যা হল তা ইতিহাস।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
হার্দিককে পরপর ৩ বলে ৩টি ছয় মারেন ধোনি। একটি লং অফ, একটি লং অন ও শেষটি স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষ বলে নেন ২ রান। ৪ বলের ধোনি ঝড়ে তখন লণ্ডভণ্ড হার্দিক।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
এই ম্যাচটি ছিল সিএসকের জার্সিতে ধোনির ২৫০তম ম্যাচ। আর সেই ম্যাচ রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন এমএস ধোনি। যা আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়র নেই।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।
প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ব্যাট করতে নেমে প্রথম তিনটি বলেই ছক্কা হাঁকিয়ে হ্যাটট্রিক করলেন এমএস ধোনি। ৪২-এও সকলের মন জিতে নিলেম মাহি।

MS Dhoni: ৪ বলের ধোনি ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল হার্দিক! বুঝিয়ে দিলেন..বাঘ বুড়ো হলেও শিকার করতে ভোলে না

মুম্বই: ওয়াংখেড়েতেই ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ৬ মেরে ম্যাচ ফিনিশ করেছিলেন এমএস ধোনি। সেই মুহূর্তটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে গিয়েছে। মাঝে কেটে গিয়েছে এক যুগের বেশি সময়। এবারই হয়তো শেষবারের মত ওয়াংখেড়েতে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি। সিএসকের ইনিংসের শেষ চার বল বাকি থাকতে যখন মাঠে পা পড়ে মাহির, তখন সাউন্ড মিটার বলছে ওয়াংখেড়ের শব্দব্রহ্ম ১২৫ ডেসিবেল ছাড়িয়েছে। আর তারপর যেটা ঘটালেন বছর ৪২-এর বুড়ো লোকটা তা ২০১১-র মতই বহুকাল হৃদয়ে থেকে যাবে বাণিজ্যনগরী তথা ক্রিকেট বিশ্বের।

শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং করছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ধোনিকে গুরু মানলেও মাঠের লড়াইতে এক ইঞ্চিও জমি ছাড়তে চাননি পান্ডিয়া। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন অপর দিকে ব্যাট হাতে লোকটার নাম এমএস ধোনি। বাঘ বুড়ো হলেও যে রক্তের স্বাদ পেলে শিকার করতে এতটুকু ভুল করে না। কিছু বুঝে ওঠার আগেই ওয়াংখেড়েতে ধোনি ঝড়ে খুড়কুটোর মত উড়ে গিয়েছেন হার্দিক। গুরুমারা বিদ্যা যে এখনও তিনি শিষ্যকে শেখাননি তা ওই ৪টে বলেই বুঝিয়ে দিলেন মহেন্দ্র ‘বাহুবলী’ ধোনি।

শেষ ওভারে তৃতীয় বলে ধোনিকে স্লোয়ার করেন হার্দিক। নিজের পেশি শক্তির পরিচয় দিয়ে সেই বল লং অফের উপর দিয়ে স্টেডিয়ামে ফেলেন ধোনি। তারপরের বল কিছুটা ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শটের মত খেলে লং অনের উপর দিয়ে বাউন্ডারি পার। হার্দিকের চোখ-মুখ তখন সাফ বলে দিচ্ছিল এমনটা তিনি কল্পনাও করতে পারছেন না। তৃতীয় বলে নার্ভাস হার্দিক ধোনির পায়ে ফুলটস দেন। স্কোয়ার লেগের উপর দিয়ে তাও মাঠের বাইরে। শেষ বলে ২ রান করেন ধোনি।

আরও পড়ুনঃ KKR News: সফল গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান! কেকেআর পেল আরও এক নতুন ম্যাচ উইনার

মাত্র ৪ বলে ২০ রান করেন ধোনি। স্ট্রাইক রেট ৫০০। ধোনির এই ব্যাটিং তাণ্ডবের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এমন ঝলক দেখে তখন গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম কুর্নিশ জানায় এমএসধোনি। ২০১১-র স্মৃতিও যেন আরও একবার উস্কে দিলেন মাহি। একইসঙ্গে এই ইনিংস বুঝিয়ে দিলেন এমএস ধোনিরা কোনওদিন ফুরিয়ে যায় না। ফুরিয়ে যেতে পারে না।

Rohit Sharma: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের! চেন্নাই ম্যাচের আগের দিন শেষমেশ এই কাজ

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের হল টা কী! কোনও কিছুই কি ঠিক যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই দলটায়৷ প্রথমে রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া তারপর পাঁচবারের ট্রফি জিতিয়ে দেওয়া অধিনায়কের এই হাল৷ সুপার ভাইরাল হল রোহিতের নতুন দায়িত্বে রিল!

ক্যামেরার চোখ এড়িয়ে যায়নি! মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বাসের ড্রাইভারের আসনে এসে বসেন এবং স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া ফ্যানদের রাস্তা পরিষ্কার করার আহ্বান জানান যাতে তিনি দলকে বাসে করে স্টেডিয়ামে নিয়ে যেতে পারেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরশুমে হারের হ্যাটট্রিক হারের পরে মুম্বই অবশেষে ঘরের মাঠে জয়ের সূচনা করেছে। আগের খেলায়, MI ১৬ ওভারে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে বেঙ্গালুরুকে নির্মমভাবে বধ করেছিল।

রবিবার MI-র পরবর্তী ম্যাচ৷  চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস (CSK)। রবিবার সন্ধ্যায় ওয়াংখেড়েতে লড়বে তাদের বিরুদ্ধে তার আগে প্রাক্তন অধিনায়ক বাস ড্রাইভারের সিটে৷

রইল সেই ভাইরাল রিল

 

রোহিত শর্মা বাস চালক
বড় ম্যাচের আগে, মুম্বই ওয়াংখেড়েতে একটি অনুশীলন সেশন ছিল। খেলোয়াড়রা যখন ভেন্যুতে বাসে উঠেছিল, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা  বাইরে অপেক্ষারত ফ্যানদের এই অভিনব দৃশ্য দেখান৷

আরও পড়ুন – IPL 2024: সময়টা মোটে ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়া, অধিনায়কত্ব নিয়ে নড়বড়ে পারফরম্যান্সের পর এবার এই বড় সত্যি সামনে

এমআই প্লেয়াররা বাসে উঠার সঙ্গে সঙ্গে, রোহিত চালকের আসনে লাফিয়ে ওঠেন এবং রাস্তা পরিষ্কার করার জন্য ফ্যানদের ইশারা করেন কারণ তিনি নিজেই বাসটি স্টেডিয়ামে নিয়ে যেতে চেয়েছিলেন।

হাস্যকর এই রিলটি ক্যামেরায় ধরা পড়ে এবং ইন্টারনেটে এই মুহূর্তে ভাইরাল৷  পিছনে রোহিত শর্মার সতীর্থরা,  তাঁকে চালকের আসনে দেখে হাসিতে ফেটে পড়েন।

তাঁর মুখে হাসি ছিল, চাপে থাকা মুম্বই ইন্ডিয়ন্স দলকে এইভাবে মস্তির টুকরো সময় উপহার দিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক৷ সিএসকে-র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের প্রস্তুতিতে মজা যুক্ত হল৷

IPL 2024: সময়টা মোটে ভাল যাচ্ছে না হার্দিক পান্ডিয়া, অধিনায়কত্ব নিয়ে নড়বড়ে পারফরম্যান্সের পর এবার এই বড় সত্যি সামনে

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে কাঁটার মুকুট মাথায় পরেছেন হার্দিক পান্ডিয়া৷ এরই মধ্যে আরও একটি ভয়ের বিষয় ক্রিকেটবোদ্ধাদের সামনে এসেছে৷ তবে রাখঢাক না রেখে নিউজিল্যান্ডের প্রাক্তন পেস বোলার সাইমন ডল ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব নিয়ে কাঁটার মুকুট মাথায় পরেছেন হার্দিক পান্ডিয়া৷ এরই মধ্যে আরও একটি ভয়ের বিষয় ক্রিকেটবোদ্ধাদের সামনে এসেছে৷ তবে রাখঢাক না রেখে নিউজিল্যান্ডের প্রাক্তন পেস বোলার সাইমন ডল ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷
তিনি বলেছেন যে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক সামনে না আনা কোনও  চোটে ভুগছেন। আইপিএলে আগের ম্যাচগুলিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং শুরু করলেও সাম্প্রতিক আইপিএল ম্যাচে বোলিং ক্রিজে পান্ডিয়ার স্পষ্ট অনুপস্থিতির কারণে ডলের মন্তব্য।
তিনি বলেছেন যে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক সামনে না আনা কোনও  চোটে ভুগছেন। আইপিএলে আগের ম্যাচগুলিতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং শুরু করলেও সাম্প্রতিক আইপিএল ম্যাচে বোলিং ক্রিজে পান্ডিয়ার স্পষ্ট অনুপস্থিতির কারণে ডলের মন্তব্য।
আইপিএল ২০২৪ মরশুমে পান্ডিয়ার বোলিং প্রেসার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, প্রাথমিক খেলায় বোলিং শুরু করার পর পরপর দুটি ম্যাচে বোলিং করেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংয়ের সময়, পান্ডিয়া  ১টি ওভার বল করেন এবং ১৩ রান দিয়েছিলেন৷
আইপিএল ২০২৪ মরশুমে পান্ডিয়ার বোলিং প্রেসার উল্লেখযোগ্যভাবে কমে গেছে, প্রাথমিক খেলায় বোলিং শুরু করার পর পরপর দুটি ম্যাচে বোলিং করেননি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংয়ের সময়, পান্ডিয়া  ১টি ওভার বল করেন এবং ১৩ রান দিয়েছিলেন৷
 সন্দেহ সামনে এনে  সাইমন ডুল মন্তব্য করেছিলেন, "আপনি বাইরে যান এবং ১ নম্বর ম্যাচে বোলিং  মাধ্যমে একটি বয়ান দেন, এবং হঠাৎ, আপনার আর প্রয়োজন নেই! তিনি আহত হয়েছেন। আমি আপনাকে বলছি তাঁর সঙ্গে কিছু একটা গণ্ডগোল আছে। তিনি এটা স্বীকার করছেন না কিন্তু তাঁর মধ্যে কিছু একটা বড়সড় গণ্ডগোল আছে সেটাই আমার ভিতরের ভাবনা।
সন্দেহ সামনে এনে  সাইমন ডুল মন্তব্য করেছিলেন, “আপনি বাইরে যান এবং ১ নম্বর ম্যাচে বোলিং  মাধ্যমে একটি বয়ান দেন, এবং হঠাৎ, আপনার আর প্রয়োজন নেই! তিনি আহত হয়েছেন। আমি আপনাকে বলছি তাঁর সঙ্গে কিছু একটা গণ্ডগোল আছে। তিনি এটা স্বীকার করছেন না কিন্তু তাঁর মধ্যে কিছু একটা বড়সড় গণ্ডগোল আছে সেটাই আমার ভিতরের ভাবনা।
পান্ডিয়ার লিমিটেড বোলিং নিয়ে  চিন্তা প্রকাশ করে, তাঁর ফিটনেস স্ট্যাটাস নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক আশ্বাস দিয়েছিলেন যে তিনি ‘সঠিক সময়ে বোলিং করবেন’, তিনি একবারও দলের হয়ে বোলিং বিভাগে নিজের পুরো সময় না দিয়ে অল্প বোলিং করার  ভূমিকার জন্য আর কোনও ব্যাখ্যা দেননি।
পান্ডিয়ার লিমিটেড বোলিং নিয়ে  চিন্তা প্রকাশ করে, তাঁর ফিটনেস স্ট্যাটাস নিয়ে জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক আশ্বাস দিয়েছিলেন যে তিনি ‘সঠিক সময়ে বোলিং করবেন’, তিনি একবারও দলের হয়ে বোলিং বিভাগে নিজের পুরো সময় না দিয়ে অল্প বোলিং করার  ভূমিকার জন্য আর কোনও ব্যাখ্যা দেননি।
পান্ডিয়ার ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ার কারণও রয়েছে কারণ তাঁর সাম্প্রতিক কেরিয়ারে একাধিকবার আঘাতজনিত সমস্যা ভুগিয়েছে৷  বিশেষ করে ২০২৩  ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় তাঁর গোড়ালির চোট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসার সঙ্গে সঙ্গে  পান্ডিয়ার পুরো ফিট না থাকা ভারতীয় ক্রিকেট দলের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
পান্ডিয়ার ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ার কারণও রয়েছে কারণ তাঁর সাম্প্রতিক কেরিয়ারে একাধিকবার আঘাতজনিত সমস্যা ভুগিয়েছে৷  বিশেষ করে ২০২৩  ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলার সময় তাঁর গোড়ালির চোট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে আসার সঙ্গে সঙ্গে  পান্ডিয়ার পুরো ফিট না থাকা ভারতীয় ক্রিকেট দলের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ভূমিকায় পান্ডিয়ার হওয়া ফ্যানদের সকলে খুব ভালভাবে নেয়নি৷ এমনকি এমআই ম্যাচের সময় বিভিন্ন ভাবে অসন্তোষ প্রকাশ করেছে।  বিরাট কোহলি বৃহস্পতিবারের ম্যাচের সময় হস্তক্ষেপ করেছিলেন পান্ডিয়াকে সমর্থন করার জন্য দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন।
রোহিত শর্মার পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের ভূমিকায় পান্ডিয়ার হওয়া ফ্যানদের সকলে খুব ভালভাবে নেয়নি৷ এমনকি এমআই ম্যাচের সময় বিভিন্ন ভাবে অসন্তোষ প্রকাশ করেছে।  বিরাট কোহলি বৃহস্পতিবারের ম্যাচের সময় হস্তক্ষেপ করেছিলেন পান্ডিয়াকে সমর্থন করার জন্য দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন।

৩৩ হাজার মানুষকে ‘ধমক’ বিরাট কোহলির, এক কথায় সবাই চুপ! এমন ঘটনা আগে ঘটেনি

মুম্বই: তিনি বিরাট কোহলি। তিনি দেশের মানুষের নয়নের মণি। যে কোনও মানুষের মনে তাঁর জন্য নিস্বার্থ ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে। এ কথা এই সময়ে দাঁড়িয়ে হলফ করে বলা যায়।

বিরাট কোহলিকে অনেকেই কিং বলে ডাকে। তাঁর চালচলন, হাবভাব, কাজ-কর্ম রাজার মতোই। তিনি চাইলে রাজার মতোই শাসন করতে পারেন, আবার ভালবেসে কাছে টেনে নিতে পারেন। তিনি দেশের জন্য জান কবুল করতে পারেন, আবার তাঁর দলের কেউ বিপদে পড়লে তিনি একাই ঝাঁপিয়ে পড়তে পারেন।

আরও পড়ুন- KKR News: আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের তারকা ব্যাটার? জেনে নিন বিস্তারিত

এবার ওয়াংখেড়েতে নিজের ধক দেখালেন কোহলি। দেখালেন, তিনি কেন কিং কোহলি! বৃহস্পতিবার ফাফ ডু’প্লেসির আরসিবিকে ঘরের মাঠে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জড়িয়ে ধরেন বিরাট কোহলি। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেই ছবির থেকেও বেশি ছড়াল আরেকটি ভিডিও। ওয়াংখেড়ের ৩৩ হাজার দর্শককে এক কথায় চুপ করিয়ে দিলেন বিরাট। আর তাঁর কথাও শুনল এতগুলো মানুষ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বিরুদ্ধে ম্যাচ খেলছিল মুম্বই। তখনই দর্শকরা সেই জঘন্য কাজটি করছিলেন, যেটা তাঁরা গত কয়েকটা ম্যাচে করে আসছেন।

ঘরের মাঠেও হার্দিককে দুয়ো দিচ্ছিলেন তাঁরা। দর্শকদের সেই কাজ দেখে থ বিরাট। তিনি মাঠ থেকেই দর্শকদের উদ্দেশে আবেদন করলেন, এমনটা যেন আর না করা হয়! হার্দিক পান্ডিয়া ভারতের ক্রিকেটার, সেটা দর্শকরা যেন ভুলে না যান।

আরও পড়ুন- KKR News: কেকেআরের কাছে বিরাট সুযোগ,পাকা হবে প্লে অফের টিকিট!জেনে নিন বিস্তারিত

বিরাট কোহলির কথা শুনে গোটা স্টেডিয়াম হার্দিকের নামে স্লোগান দেওয়া বন্ধ করল। এমন ছবি কিন্তু আগে কখনও দেখা যায়নি।

যে কোনও দিন হার্দিকে ‘চাকরি’ যাবে! ফিরছেন ক্যাপ্টেন রোহিত শর্মা! ভাইরাল ভিডিওতে হইচই

নয়াদিল্লি: আইপিএল ২০২৪ নিলামের আগেও মুম্বাই ইন্ডিয়ান্স এতটা খবরে ছিল না। তবে এখন প্রায় রোজই সংবাদ শিরোনামে মুম্বই। এবার খবর ছড়াল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচের আগে বা পরেই হয়তো রোহিত শর্মা মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে ফিরতে পারেন।

এবার মুম্বই দলের অন্যতম কর্ণধার আকাশ আম্বানির গাড়িতে মুম্বইয়ের রাস্তায় দেখা গেল তাঁকে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন হিসেবে অপসারণের জল্পনা ছড়াচ্ছে।

গাড়িতে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার আকাশ আম্বানির পাশে বসে থাকতে দেখা যায় রোহিত শর্মাকে। এমআইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত সামনের যাত্রীর আসনে ছিলেন। আকাশ গাড়ি চালাচ্ছিলেন। ম্যাচের আগে তাঁরা একসঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন।

আরও পড়ুন- পাঁচে-পাঁচ হল না রাজস্থানের, রুদ্ধশ্বাস ম্যাচ জিতিয়ে নায় রাশিদ-তেওয়াটিয়া

এক্স হ্যান্ডলে এই ভিডিওর ছোট ক্লিক ভাইরাল হয়েছে। এমআই ক্যাম্পে বড় কিছু ঘটতে পারে বলে জল্পনা চলছে। এই ভিডিওটি এমন সময়ে এসেছে যখন মুম্বই কিছুটা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে।

মুম্বই এবার আইপিএলের শুরুতে টানা ৩টি ম্যাচ হেরেছিল। যদিও শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, দরকারের সময় পান্ডিয়ার ভুল সিদ্ধান্ত দলকে ডুবিয়েছে।

রোহিত ও আকাশকে একসঙ্গে দেখা এই প্রথম নয়। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুম্বইয়ের হারের পর ডাগআউটে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছিল পান্ডিয়া ও আকাশকে।

অন্যদিকে, ভারতীয় দলের ও বাংলার প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি মনে করেন, এমআই-এর সুদিন না ফিরলে রোহিতকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হতে পারে। চেন্নাই সুপার কিংস ২০২২ সালে এমনটাই কিছু করেছিল। এমএস ধোনির জায়গায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র জাদেজাকে। সিএসকে টানা পাঁচটি হারের পর আবার অধিনায়ক হন ধোনি।

আরও পড়ুন- East Bengal: ৪-১ গোলে চরম লজ্জার হার,আইএসএলে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

হার্দিক গত বছরের নভেম্বরে গুজরাত টাইটান্সে দুই বছর কাটিয়ে মুম্বইতে ফিরে আসেন। তবে তিনি নাকি শর্ত দিয়েছিলেন, ক্যাপ্টেন হিসেবে তিনি ফিরতে পারেন দলে।

Hardik Pandya: হার্দিক-ক্রণালকে ঠকিয়ে দিল সৎ ভাই, খোয়া গেল কত কোটি? গ্রেফতার করল পুলিশ

মুম্বই: ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া এবং তাঁর দাদা ক্রণাল পাণ্ডিয়ার সঙ্গে চার কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগে তাঁদেরই এক সৎ ভাইকে গ্রেফতার করল মুম্বই পুলিশ৷ অভিযুক্তের নাম বৈভব পাণ্ডিয়া৷ হার্দিক-ক্রুণালের এই সৎ ভাইয়ের সম্পর্কে এতদিন খুব বেশি তথ্য সংবাদমাধ্যমের সামনে আসেনি৷

‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, হার্দিক-ক্রণাল এবং বৈভব মিলে যৌথ ভাবে একটি ব্যবসা শুরু করেছিলেন৷ সেই পার্টনারশিপ ফার্ম থেকেই হার্দিকদের সৎ ভাই বৈভব ৪ কোটি ৩০ লক্ষ টাকা সরিয়ে নেয় বলে অভিযোগ৷

আরও পড়ুন: লখনউ ম্যাচের আগে আরও চাপ বাড়ল কেকেআরের! কী করবেন গম্ভীর? জানুন বিস্তারিত

সৎ ভাইয়ের এই কীর্তির কথা জানতে পেরেই মুম্বই পুলিশে অভিযোগ জানান হার্দিক এবং ক্রণাল৷ মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, বৈভবের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে৷

জানা গিয়েছে, ২০২১ সালে তিন ভাই মিলে পলিমারের ব্যবসা শুরু করেন৷ হার্দিক এবং ক্রণাল মোট মূলধনের মধ্যে ৪০ শতাংশ করে টাকা বিনিয়োগ করেন৷ বৈভব বিনিয়োগ করেন ২০ শতাংশ টাকা৷

কিন্তু এই ব্যবসা শুরুর কিছুদিন পরেই শর্ত ভেঙে হার্দিক এবং ক্রণালের অজ্ঞাতসারেই নিজে আলাদা করে একই ব্যবসা শুরু করেন বৈভব৷ তখনই প্রতারণার বিষয়টি সামনে আসে৷

IPL 2024 Star Player: পান্ডিয়া বিশ্বকাপ থেকে বাদ! ভারতীয় দলে আইপিএলের ‘এই’ তারকা, বড় বদল!

স্পিনারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। তার উপর আইপিএলে এবার তিনি দুর্ধর্ষ পারফর্ম করছেন।
স্পিনারদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। তার উপর আইপিএলে এবার তিনি দুর্ধর্ষ পারফর্ম করছেন।
অনেকেই বলছেন, এবার আইপিএলে তিনিই তারকা। ফলে তাঁকে টি২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বদলে ভারতীয় দলে দেখতে চাইছেন অনেকে।
অনেকেই বলছেন, এবার আইপিএলে তিনিই তারকা। ফলে তাঁকে টি২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার বদলে ভারতীয় দলে দেখতে চাইছেন অনেকে।
এখন প্রশ্ন হল, সত্যিই কি শিবম দুবেকে বিশ্বকাপের দলে রাখার সাহস দেখাতে পারবেন নির্বাচকরা! নাকি শেষমেশ সেই হার্দিক পান্ডিয়াকেই দলে রাখা হবে!
এখন প্রশ্ন হল, সত্যিই কি শিবম দুবেকে বিশ্বকাপের দলে রাখার সাহস দেখাতে পারবেন নির্বাচকরা! নাকি শেষমেশ সেই হার্দিক পান্ডিয়াকেই দলে রাখা হবে!
সিএসকে-র শিবম দুবেকে নিয়ে এবার বড় কথা বলে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি শিবমকে বিশ্বকাপের দলে দেখতে চান।
সিএসকে-র শিবম দুবেকে নিয়ে এবার বড় কথা বলে ফেললেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। তিনি শিবমকে বিশ্বকাপের দলে দেখতে চান।
ভেঙ্কটেশ প্রসাদ তিনজন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন। শিবম দুবে ছাড়াও সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে দলে দেখতে চান তিনি।
ভেঙ্কটেশ প্রসাদ তিনজন ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন। শিবম দুবে ছাড়াও সূর্যকুমার যাদব ও রিঙ্কু সিংকে দলে দেখতে চান তিনি।
শিবম দুবে অলরাউন্ডার হলেও মূলত তাঁর ব্যাটিং স্কিল নিয়ে আলোচনা হচ্ছে। ধোনির দলের তিনি এখন গুরুত্বপূর্ণ সদস্য।
শিবম দুবে অলরাউন্ডার হলেও মূলত তাঁর ব্যাটিং স্কিল নিয়ে আলোচনা হচ্ছে। ধোনির দলের তিনি এখন গুরুত্বপূর্ণ সদস্য।
হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স তলানিতে। ফলে এই পরিস্থিতিতে শিবমকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারেন নির্বাচকরা। শোনা যাচ্ছে এমনই।
হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স তলানিতে। ফলে এই পরিস্থিতিতে শিবমকে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে রাখতে পারেন নির্বাচকরা। শোনা যাচ্ছে এমনই।
এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষমা করতে পারে বিসিসিআই। এখন দেখার, সেই দলে শিবমের জায়গা হয় কি না!
এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিশ্বকাপের দল ঘোষমা করতে পারে বিসিসিআই। এখন দেখার, সেই দলে শিবমের জায়গা হয় কি না!