Tag Archives: IPL 2024

৪১ বলে ১০০! আইপিএলে জ্বলজ্বল করছে ‘নতুন তারা’, এখনও আশা আছে কোহলিদের!

কলকাতা: আইপিএল ২০২৪-এ রবিবার উইল জ্যাকসের ঝড় দেখলেন দর্শকরা। গুজরাত টাইটান্সকে হারাল আরসিবি। সেইসঙ্গে এখনও প্লে-অফের আশা জিইয়ে রাখল বিরাট কোহলির দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংলিশ ব্যাটার উইল জ্যাকস গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৪১ বলে সেঞ্চুরি করেন। উইল জ্যাক এদিন শেষ ৮৩ রান করেন মাত্র ২৪ বলে।

উইল জ্যাকের এই দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাত টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে। জ্যাকস এবার ১০ নম্বর ব্যাটার হিসেবে আইপিএল ২০২৪-এ সেঞ্চুরি করেছেন৷

আরও পড়ুন- ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিল

আইপিএল ২০২৪ এ রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্সের ম্যাচ রোমহর্ষক ছিল। গুজরাত টাইটান্স প্রথমে ব্যাট করে ২০০ রান করে।

আরসিবি মাত্র ১৬ ওভারে এক উইকেটে ২০৬ রান করে ম্যাচ জিতে নেয়। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন উইল জ্যাকস। ওই ছক্কায় ম্যাচ জিতে নেয় আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের নায়ক ছিলেন উইল জ্যাক ও বিরাট কোহলি। জয়ের ভিত গড়ে দেন বিরাট কোহলি (অপরাজিত ৭০) এবং অধিনায়ক ফাফ ডু প্লেসিস (২৪)।

এর পর ৪১ বলে সেঞ্চুরি করেন উইল জ্যাকস। ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাকস তাঁর ইনিংসে মারেন ৫টি চার ও ১০টি ছক্কা।  এর আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড় আইপিএলে সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন- পাকিস্তানের ক্রিকেটের দায়িত্বে আইপিএল এবং ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী কোচ

এবার টুর্নামেন্টে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন জস বাটলার। জনি বেয়ারস্টো, ট্র্যাভিস হেড, সুনীল নারিন ও মার্কাস স্টয়নিসও সেঞ্চুরি করেছেন। এই ম্যাচে টুর্নামেন্টে নিজের ৫০০ রানও পূর্ণ করলেন বিরাট কোহলি।

Virat Kohli RCB vs GT: স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা, ম্যাচ জিতিয়ে একহাত নিলেন কোহলি

হায়দরাবাদের বিরুদ্ধে ৪৩ বলে ৫১ করে ধীরে ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। সব সমালোচনার জবাব দিলেন গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে। বিরাটের ৪৪ বলে অপরাজিত ৭০ এবং জ্যাকসের অপরাজিত ৪১ বলে ১০০ রানের উপর ভর করে ৪ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আরও খবর: বৌদিকে ধর্ষণ দেওরের, শুনে স্ত্রীকে দুষে স্বামী বললেন, ‘তুমি আমার বৌ না’

গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০০ রান করে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে  মাত্র ১ উইকেট  হারিয়ে ১৬ ওভারেই ২০৬ তুলে দেয় বেঙ্গালুরু। বিরাটের ৪৪ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছয় দিয়ে, স্ট্রাইক রেট ছিল ১৫৯.০৯।

আরও খবর: টাকার উপর শুয়ে আছেন রাজনৈতিক নেতা, লোকসভা নির্বাচনের মধ্যেই ভাইরাল ছবি

ম্যাচ জিতিয়ে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, যারা আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে এবং আমি স্পিন ভাল খেলতে পারি না বলছে, তারা শুধু সমালোচনাই করতে পারে। কিন্তু আমি আমার কাজটা ভাল বুঝি, আমার কাছে দলের জন্য ম্যাচ জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।” প্রসঙ্গত, ১০ ম্যাচে ৫০০ রান করে কমলা টুপির মালিক এখনও বিরাট কোহলি, দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসাং।

রিঙ্কু সিংয়ের হাতে ঘড়ির ট্যাটু! ২টো বেজে ২০ মিনিট! জীবন বদলে গিয়েছিল ওই সময়

আলিগড়ের ছেলে তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। তবে আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে।
আলিগড়ের ছেলে তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। তবে আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছে।
 ২০১৮ সালের আইপিএলের নিলামে কেকেআর রিঙ্কু সিংকে দলে নিয়েছিল। তার পর থেকেই তাঁর জীবন বদলে যায়।
২০১৮ সালের আইপিএলের নিলামে কেকেআর রিঙ্কু সিংকে দলে নিয়েছিল। তার পর থেকেই তাঁর জীবন বদলে যায়।
সম্প্রতি নাইটস ডাগআউট পডকাস্টে জীবনের কিছু অজানা গল্প শেয়ার করেছেন রিঙ্কু। জানিয়েছেন কীভাবে কেকেআর ও আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছিল।
সম্প্রতি নাইটস ডাগআউট পডকাস্টে জীবনের কিছু অজানা গল্প শেয়ার করেছেন রিঙ্কু। জানিয়েছেন কীভাবে কেকেআর ও আইপিএল তাঁর জীবন বদলে দিয়েছিল।
সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং জীবনের বিশেষ মুহূর্তগুসোকে বন্দি করেছেন হাতের ট্যাটুতে।
সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন তিনি। তাঁর লড়াইকে কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ। সেই রিঙ্কু সিং জীবনের বিশেষ মুহূর্তগুসোকে বন্দি করেছেন হাতের ট্যাটুতে।
অনেকেই জানেন না রিঙ্কু সিংয়ের হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেই ঘড়িতে দুপুর ২টো বেজে ২০ মিনিট দেখায়।
অনেকেই জানেন না রিঙ্কু সিংয়ের হাতে একটি ঘড়ির ট্যাটু রয়েছে। সেই ঘড়িতে দুপুর ২টো বেজে ২০ মিনিট দেখায়।
ওই সময় রিঙ্কু সিংকে নিলামে দলে নিয়েছিল কেকেআর। সেই সময়ের পর থেকে তাঁর পরিবারের অনেক সমস্যা দূর হয়েছিল।
ওই সময় রিঙ্কু সিংকে নিলামে দলে নিয়েছিল কেকেআর। সেই সময়ের পর থেকে তাঁর পরিবারের অনেক সমস্যা দূর হয়েছিল।
৮০ লাখ টাকায় কেকেআরে খেলেন রিঙ্কু। সেই টাকায় তাঁর পরিবারের দুঃখ-দুর্দশা মিটেছিল। ঋণ শোধ করেছিলেন তিনি।
৮০ লাখ টাকায় কেকেআরে খেলেন রিঙ্কু। সেই টাকায় তাঁর পরিবারের দুঃখ-দুর্দশা মিটেছিল। ঋণ শোধ করেছিলেন তিনি।
রিঙ্কুর ডান হাতে আরও দুটি ট্যাটু রয়েছে। একটি গোলাপ ফুলের, তাতে লেখা Family. আরেকটি পায়রার, যা কি না শান্তির প্রতীক।
রিঙ্কুর ডান হাতে আরও দুটি ট্যাটু রয়েছে। একটি গোলাপ ফুলের, তাতে লেখা Family. আরেকটি পায়রার, যা কি না শান্তির প্রতীক।

KKR News: দিল্লি ম্যাচের আগে কেকেআরের ৩টি বড় চিন্তা! কী করবেন গম্ভীর? জেনে নিন বিস্তারিত

শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
শেষ ৫টি ম্যাচে ৩টি হার। তার মধ্যে ঘরের মাঠে ২টি হার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করেও লজ্জার হারের পর কিছুটা হলেও ব্যাকফুটে কেকেআর। এই পরিস্থিতিতে সোমবার কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
দিল্লি বিরুদ্ধে নামার আগে দলকে পেপটক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। এই দল যে ঘুড়ে দাঁড়াতে পারে সেই বিশ্বাসই জুগিয়েছেন ক্রিকেটারদের। দলের ভুল-ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করেছেন গম্ভীরও। তবে দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরকে চিন্তায় রেখেছে ৩টি কারণ।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন।  ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
পেস অ্যাটাকের করুণ দশা: কেকেআরের পেস অ্যাটাকের করুণ দশা অন্যতম চিন্তার কারণ দিল্লি ম্যাচের আগে। মিচেল স্টার্কের অফ ফর্ম। চোটের কারণে গত ম্যাচ না খেললেও পরিবর্তে খেলা দুষ্মান্তা চামিরাও ভাল বোলিং করতে ব্যর্থ হয়েছেন। হর্ষিত রানা মরশুমের শুরুটা ভাল করলেও শেষ কয়েকটি অনেক রান খরচ করছেন। ফলেপেস অ্যাটাককে শোধরাতে না পারলে কেকেআরের কপালে আরও দুঃখ রয়েছে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
বরুণ চক্রবর্তীর খারাপ বোলিং: বিগত এক দশকের বেশি সময় ধরে কেকেআরের বোলিংয়ের প্রধান শক্তি ছিল স্পিন বিভাগ। সুনীল নারিন নিজের জায়গা ধরে রাখলেও বরুণ চক্রবর্তী থেকে অনুকুল রান একেবারেই দলের প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শেষ ম্যাচেও বরুণ ৩ ওভারে ৪৬ ও অনুকুল ২ ওভারে ৩৬ রান দিয়েছেন। কেকেআরর স্পিন বিভাগ ফর্মে ফিরলেই সমস্যা অনেকটা কমবে।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।
ইডেন গার্ডেন্সের উইকেট: কেকেআর আরও একটি বড় চিন্তা হল হল ইডেন গার্ডেন্সের পিচ। ইডেনের উইকেট সাধারণত স্পিন থাকে। কিন্তু এবার একেবারে পাটা উইকেট ইডেনে। যেখানে কোনও টোটালই সেফ মনে হচ্ছে না। ব্যাটাররা বড় রান করলেও কোনও কোনও টোটালই সেফ মনে হচ্ছে না।

Ishan Kishan on DC vs MI IPL match: আইপিএলেও অন্যায়! বিসিসিআইয়ের কড়া শাস্তির কোপে ঈশান কিসান

আগে ‘অবাধ্যতা’র জন্য নানা সমস্যায় পড়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান ঈশান কিসান, এ বার আইপিএলেও শাস্তির মুখে পড়লেন ক্রিকেটার। দিল্লির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে ঈশানকে।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

ভারতীয় বোর্ড জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ১ অফেন্সে অভিযুক্ত হয়েছেন ২৫ বছর বয়সি ভারতীয় ক্রিকেটার। কী রয়েছে এই আইপিএলের আচরণবিধির ২.২ ধারায়? যে আচরণগুলি ক্রিকেটে গ্রহণযোগ্য নয় বা ক্রিকেটের স্পিরিটের বহির্ভূত। যেমন, উইকেটে ইচ্ছাকৃত ভাবে লাথি মারা বা আঘাত করা, অ্যাডভার্টাইজ়িং বোর্ড, সাজঘরের দরজা, জানলা বা অন্যান্য জিনিষের ক্ষতি করা এই ধারায় অপরাধ হিসাবে মানা হয়।

আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে

ম্যাচের শেষে ঈশান কিসানকে ডেকে পাঠান ম্যাচ রেফারি। ঈশান তার অপরাধ স্বীকার করে নিয়েছেন, বিসিসিআই নিয়ম মতো ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে। তবে ঠিক কী অপরাধ করেছেন তা জানাননি কর্তৃপক্ষ। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তার পর আইপিএলে ফিরেও তাঁকে ফের শাস্তির মুখে পড়তে হল।

IPL 2024 Playoffs Scenario: ১৬ পয়েন্ট হলেও কেন এখনও প্লে অফের টিকিট পেল না রাজস্থান? কী বলছে পয়েন্ট টেবিলের অঙ্ক

কলকাতা: আইপিএল ২০২৪-এ অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস। সামনে যেই দলই আসছে রয়্য়ালসদের সামনে খড়কুটোর মত উড়ে যাচ্ছে। শনিবার লখনউ সুপার জায়ান্টসকে তাদের ঘরের মাঠে গিয়ে হেলায় হারিয়েছে রাজস্থান। ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, জস বাটলারদের অনবদ্য ব্যাটিং।

এই জয়ের সৌজন্য ৯ ম্যাচে ৮ জয়, ১ হার, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের দল। আইপিএলের পয়েন্ট টেবিলের নিয়ম অনুযায়ী ১৬ পয়েন্ট হয়ে গেলে সেই দল কোয়ালিফাই করে যাবে প্লে-অফের জন্য। কিন্তু রাজস্থান রয়্যালস ১৬ পয়েন্ট হয়ে গেলেও এখনও প্লে-অফের জন্য নামের পাশে কোয়ালিফাই চিহ্ন পড়েনি। অনেকের মনেই প্রশ্ন জাগছে কেন এখনও কোয়ালিফাই করল না জস বাটলাররা।

এর কারণ আইপিএলের বর্তমান পয়েন্ট টেবিল একটু মন দিয়ে খতিয়ে দেখলেই বোঝা যাবে। কারণ আরসিবি বাদে বাকি সবকটি দলেরই এখনও ১৬ পয়েন্ট করার সুযো রয়েছে। বাস্তবে না হলেও, খাতায়-কলমে সব দলই এখনও ১৬ পয়েন্ট পেতে পারে। সেই কারণেই রাজস্থানকে কোয়ালিফাই দেওয়া হয়নি এখনও। রাজস্থান রয়্যালসের নিজের এখনও ৫টি ম্যাচ রয়েছে। তার মধ্যে আর একটি জিততে পারলেই প্লেঅফের টিকিট পাকা।

আরও পড়ুনঃ KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

লিগ টেবিলে বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংসের শেষ ৫টি ম্যাচের সবকটিতেই জিততে হবে ১৬ পয়েন্টে পৌছনোর জন্য। বাকি দলগুলির কাছে সব ম্যাচ না জিতলেও ১৬ পয়েন্ট করার সুযোগ থাকছে। তবে রাজস্থান যদি তাগের শেষ ৫টি ম্যাচ হেরেও যায় তাহলেও অঙ্কের বিচারে প্লে অফে যাওয়ার টিকিট তাদের পাকা হওয়ার সম্ভাবনা থাকবে।

KKR News: দিল্লির বিরুদ্ধে শক্তি বাড়বে কেকেআরের পেস অ্যাটাকের! এল বড় আপডেট

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে ২৬১ রান করেও হার। এই লজ্জার হারের ক্ষত কেকেআরকে যে দীর্ঘদিন ভোগাবে তা বলাই যায়। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৫৭ রান করে জিতে আসছে ঋষভ পন্থের দল। যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল কেকেআর সেই দিল্লি এখন আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়রা।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রধান চিন্তা দলের দুর্বল বোলিং। বিশেষ করে দলের পেস অ্যাটাক একেবারেই ছন্দে নেই। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে পেস অ্যাটাকের শক্তি বাড়তে পারে কেকেআরের।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
আঙুলে চোটের কারণে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে পারেননিন মিচেল স্টার্ক। পরিবর্তে খেলেছিলেন দুষ্মান্তা চামিরা। কিন্তু শ্রীলঙ্কার পেসারও ভাল পারফর্ম করতে পারেননি। ৩ ওভারে দিয়েছেন ৪৮ রান।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
নাইট সূত্রের খবর, মিচেল স্টার্ক অনেকটাই সুস্থ। আঙুলের চোট থেকে অনেকটাই মুক্ত তিনি। রবিবার অনুশীলন শুরু করার কথা অস্ট্রেলীয় পেসারের। ফিট সার্টিফিকেট না পেলেও নাইট শিবির তাঁকে নিয়ে আশাবাদী।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।
স্টার্ক ভাল পারফর্ম করতে পারেননি। কিন্তু তাঁকে দলে লাক ফ্যাক্টর হিসেবে দেখছেন কেকেআর ফ্যানেরা। আর স্টার্কের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। ফলে দিল্লির বিরুদ্ধে কেকেআরের পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টার্ককে।

IPL 2024 KKR vs DC: সৌরভের দিল্লির বিরুদ্ধে ইডেনে কেকেআরের প্রেস্টিজ ফাইট, জয়ে ফিরতে মাস্টার প্ল্যান তৈরি গম্ভীরের

কলকাতা: ঘরের মাঠে পরপর পাঁচটি ম্যাত জিতে প্লে অফের টিকিট পাকা করবে ভেবেছিল কেকেআর। কিন্তু অ্যাওয়ে ম্যাচে ভাল পারফর্ম করলেও ইডেনে এসেই যেন তাল কেটেছে নাইটদের। শেষ ৫টি ম্যাচের মধ্যে ৩টিতে হার। তার মধ্যে ঘরের মাঠে দুটি। শুধু হার নয়, রাজস্থানের বিরুদ্ধে ২২৩ রান ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে হার। বর্তমানে কেকেআররের বোলিং লাইনকে একেবারে দিশেহারা দেখাচ্ছে। একমাত্র ব্যতিক্রম সুনীল নারিন।

জয়ের হ্যাটট্রিক দিয়ে মরশুম শুরু করলেও বর্তমানে যা পরিস্থিতি আর কয়েকটি ম্যাচ এদিক-ওদিক হলে প্লে অফে ওঠার লড়াই খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতি সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম লেগে যে দিল্লির বিরুদ্ধে ২৭২ রান করেছিল নাইটরা, সেই দিল্লি এখনও আর নেই। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে ৪টিতে জিতে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ঋষভ পন্থের দল।

কেকেআরের পরের দুটি ম্যাচ দিল্লি ও মুম্বইয়ের বিরুদ্ধে। তাই শনিবার এই দুই দলের মুখোমুখি সাক্ষাতের দিকে নজর রেখেছিল নাইটরা। দিল্লি প্রথমে ব্যাট করে ২৫৭ রান করে, জবাবে মুম্বইও পৌছে যায় ২৪৭-এ। ফলে এই দলের ব্যাটিং ও নিজেদের বোলিংয়ের বর্তমান পরিস্থিতি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে একটি হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের।

তবে পঞ্জাবের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে দলকে ঘুড়ে দাঁড়ানোর পেপ টক দিয়েছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। নিজেদের উপর বিশ্বাস রাখার ও একে-অপরের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। এই দলই ভাল ক্রিকেট খেলে ফের ঘুড়ে দাঁড়াতে পারে বলেও জানিয়েছেন কেকেআর কোচ। প্লেয়াররাও ঘুড়ে দাঁড়াতে বদ্ধপরিকর। অনুশীলনে কোনও খামতি রাখছে না।

দিল্লির বিরুদ্ধে নামার আগে ব্যাটিং নিয়ে তেমন কোনও চিন্তা নেই কেকেআর শিবিরের। বোলিং নিয়েই যত চিন্তা। কী কম্বিনেশন হবে সেটাও দেখার। স্টার্ক চোট সারিয়ে ফিরতে পারেন দিল্লির বিরুদ্ধে। তবে নারিন বাদে সবাই দিল্লির বিরুদ্ধে খারাপ বোলিং করেছেন। ফলে এতগুলি পরিবর্তন করা সম্ভব নয়, সঠিকও নয়। যা শক্তি রয়েছে তা নিয়েই ঘুড়ে দাঁড়ানোর ছক কষছেন গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃ T20 World Cup 2024 Team India Squad: রোহিত-আগরকর বৈঠক! টি-২০ বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত? বড় আপডেট

ঘরের মাঠে দিল্লির ম্যাচে উইকেটে কিছু পরিবর্তন দেখা যায় কিনা সেটাই দেখার। কারণ এর আগে ইডেনের উইকেটে স্পিনারদের সাহায্য থাকত। এবার পুরো পাটা উইকেট বলেই এমন হাইস্কোরিং ম্যাচ হচ্ছে। ফলে দিল্লি ম্যাচের আগে পিচের চরিত্র কিছুটা বদল করে কেকেআরের সাহায্য করা হবে কিনা সেটাও দেখার। স্পিন অস্ত্রেই দিল্লিকে হারানোর রণনীতি তৈরি করছে কেকেআর। ঘরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে প্রেস্টিজ ফাইটে জয় ছাড়া কিছুই ভাবছে না নাইটরা।

Fan injured on DC vs MI match: আইপিএলে দুর্ঘটনা, দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছক্কার ঘায়ে আহত দর্শক

আইপিএলে ম্যাচ চলাকালীন ঘটল দুর্ঘটনা। মুম্বই বনাম দিল্লি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার টিম ডেভিড ছক্কার আঘাতে আহত হন স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক।

আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?

অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি বনাম মুম্বই ম্যাচে ছয়-চারের বন্যা হচ্ছিল। ১৪তম ওভারে খলিল আহমেদের একটি স্লোয়ার বলে ছয় মারেন টিম ডেভিড। স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক বলটিকে ক্যাচ ধরতে গেলে বলটি সোজা তার মুখে আঘাত করে। আঘাত পাওয়ার পরেই রক্তপাত শুরু হয়। তার পরে নিরাপত্তা কর্মীরা তাঁকে উদ্ধার করেন এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ছেড়ে নিয়ে যাওয়া হয়।

আরও খবর: ১৬ বছর আগে শিশুর মৃত্যু, চিকিৎসার গাফিলতির জন্য ১০ লক্ষ টাকা জরিমানা হাসপাতালের

প্রসঙ্গত, দিল্লি বনাম মুম্বইয়ের ম্যাচে দু’টি দলই বড় রান করে। প্রথমে ব্যাট করে দিল্লি নির্ধারিত ২০ ওভারে পাহাড়প্রমাণ ২৫৭ রান করে। পরে ব্যাট করতে নেমে ভাল শুরু করেও ২৪৭ রানে থেমে যায়। ১০ রানে দিতে আইপিএলের দৌড়ে ফিরে এল দিল্লি ক্যাপিটালস।

২৭ বলে ৮৪! মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি! আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেল ‘বড় দলের’!

নয়াদিল্লি: মুড়ি-মুড়কির মতো বাউন্ডারি আর ছক্কা! আইপিএলে তাণ্ডব অজি ব্যাটারের।

আইপিএলে দিল্লি ক্যাপিটালস হারাল মুম্বাই ইন্ডিয়ান্সকে। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক। এই অজি ব্যাটার এদিন বুলডোজার চালালেন হার্দিক পান্ডিয়ার বোলারদের উপর দিয়ে।

মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। দিল্লির হয়ে ওপেন করতে আসা জ্যাক ফ্রেজার ম্যাগগুর্ক দুর্দান্ত ফর্মে ছিলেন। ২৭ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন- মাত্র এক রানের জন্য ঝামেলায় জড়ালেন গৌতম গম্ভীর, ভাইরাল ভিডিয়ো

দিল্লির হয়ে ব্যাটিং ওপেনিং করে দারুণ শুরু করেন ফ্রেজার ম্যাকগার্ক। প্রথম বল থেকেই ছন্দে ছিলেন তিনি। ফ্রেজার তাঁর ইনিংসে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০। এবারের আইপিএলে অসাধারণ পারফর্ম করছেন ফ্রেজার। এখনও পর্যন্ত ৫ ম্যাচে ২৪৭ রান করেছেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর নামের পাশে।

আইপিএলে বর্তমানে দিল্লি ক্যাপিটালসের অবস্থা ভাল। এখনও পর্যন্ত ৯টি ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে দিল্লি। ফলে প্লে-অফের আশা এখনও আছে। মুম্বই ইন্ডিয়ান্সে আপাতত পয়েন্ট টেবিলে ৯-এ। ফলে বোঝাই যাচ্ছে, প্লে-অফে খেলার আশা তাঁদের ক্রমশ ক্ষীণ হচ্ছে।

আরও পড়ুন- KKR vs PBKS: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস,গড়ল দুই বিশ্বরেকর্ড

দিল্লি এদিন চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে। মুম্বই ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে। এই হারের ফলে মুম্বই আরও কোণঠাঁসা হয়ে গেল। হার্দিক পান্ডিয়া এদিন ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। ৩২ বলে ৬৩ রান করেন তিলক বর্মা।