মানিক সাহা

Tripura News: জনজাতি ভোটের মন জয়ে সচেষ্ট মানিক সাহা, জোটের ফল নিয়ে আশাবাদী ত্রিপুরা বিজেপি

আগরতলা: ‘‘বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা জোট আগামীতে ত্রিপুরাকে আরও উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাবে। জাতি-জনজাতি সবাই মিলে ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার অঙ্গীকার নিতে হবে…’’ প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তিনি বলেন, ‘‘আগামী দিনে ত্রিপুরা আরও উন্নয়নের দিশার পথে এগিয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি ও তিপ্রামথা জোট ত্রিপুরাকে বিকাশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। জাতি-জনজাতি আমরা সবাই এক। সবাই মিলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার অঙ্গিকার নিতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীরা জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবেন।’’

আরও পড়ুন– ডায়মন্ড হারবারে ‘নিঃশব্দ বিপ্লব’, কাজের খতিয়ান বাড়ি বাড়ি তুলে ধরতে চায় তৃণমূল

ধলাই জেলার আমবাসায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাক মুহূর্তে আয়োজিত জমায়েতে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ধলাই জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ-এর হাতে মনোনয়নপত্র তুলে দেন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী। এর আগে আমবাসা সদরে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি ও তিপ্রামথা দলের পক্ষ থেকে এক সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। ঐতিহাসিক এই মিছিলে অংশগ্রহণ করেন তিন দলীয় জোটের হাজার হাজার কর্মী সমর্থকরা। পরে এই মিছিল ধলাই জেলা কার্যালয়ের সামনে এক জমায়েতে মিলিত হয়।

আরও পড়ুন– সপ্তাহান্তে রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি, বাড়বে গরমও !        

এই ঐতিহাসিক জমায়েতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ সাহা বলেন, ‘‘ইংরেজিতে একটা কথা আছে – ‘ইউনিটি ইন ডাইভারসিটি’। আজকে এই জায়গায় আপনারা সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছেন আমরা যদি এক সঙ্গে থাকি তবে ‘এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার যে অঙ্গীকার আপনারা করেছেন সেটা আর বেশিদিন নয়। আজকের এত বড় র‍্যালি ইদানীংকালে মনে হয় না চোখে পড়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে, আমরা দেশকে ভালবাসি বলে। আমরা আমাদের মানুষকে ভালবাসি। মানুষ মানে যাদের হুঁশ আছে। আমাদের এখন হুঁশ এসেছে। আমরা একজন অপরজনের পাশে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এত বিশাল র‍্যালি (জনসমুদ্র) দেখে অনেকের কম্পন শুরু হয়ে গিয়েছে। হার্টবিট বেড়ে গিয়েছে তাদের। মনে হয় ডাক্তারের কাছে পাঠাতে হবে। চার তারিখ আর অপেক্ষা করতে হবে না। রেজাল্ট ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে !’’

মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন থানসার কথাও বলেছেন। তিনি বলেন, ‘‘জাতি জনজাতি আমরা সবাই এক। জাতি জনজাতি আমরা সবাই মিলে সুন্দর ত্রিপুরা, ঐক্যবদ্ধ ত্রিপুরা গড়বো। এই অঙ্গীকার আমাদের আজকে করতে হবে। জনজাতিদের উন্নতি না হলে ত্রিপুরাও কোনওদিন উন্নত হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন করে দিয়েছেন। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন হয়েছে আমরা কোনদিন ভাবি নি। প্রধানমন্ত্রী আমাদের হিরা মডেল উপহার দিয়েছেন। জাতীয় সড়ক, ইন্টারনেট, রেল, বিমান যোগাযোগ, ওয়াটার ওয়েজ এর ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে রাজ্যে।’’