এই কিশোর প্রতিভাকে ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কেকেআর৷

KKR Team News: ১৬ বছরের তরুণ তুর্কি আল্লাহ গজানফার! কত টাকায় এই মিস্ট্রি স্পিনার তুলল কেকেআর, তিনিই কি এবারের গেমচেঞ্জার!

আইপিএল ২০২৪ এ জমজমাট শুরু হয়ে গেছে৷ এবারের এই টুর্নামেন্টে শুরু থেকেই অন্য বছরগুলির মতোই দারুণ আকর্ষণীয়৷ এর মধ্যেই একাধিক দলে চোট আঘাতের সমস্যায় জর্জরিত দলগুলি নিজেদের রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে৷ কেকেআরও নিজেদের চোটগ্রস্ত ক্রিকেটার স্পিনার মুজিবুর রহমানের জায়গায় নতুন বিদেশিকে নিয়েছে৷ শেষ যে আইপিএল নিলাম হয়েছিল সেই পুলে থাকা ক্রিকেটারদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন আল্লাহ গজানফার।
আইপিএল ২০২৪ এ জমজমাট শুরু হয়ে গেছে৷ এবারের এই টুর্নামেন্টে শুরু থেকেই অন্য বছরগুলির মতোই দারুণ আকর্ষণীয়৷ এর মধ্যেই একাধিক দলে চোট আঘাতের সমস্যায় জর্জরিত দলগুলি নিজেদের রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে৷ কেকেআরও নিজেদের চোটগ্রস্ত ক্রিকেটার স্পিনার মুজিবুর রহমানের জায়গায় নতুন বিদেশিকে নিয়েছে৷ শেষ যে আইপিএল নিলাম হয়েছিল সেই পুলে থাকা ক্রিকেটারদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট ছিলেন আল্লাহ গজানফার।
কলকাতা নাইট রাইডার্স  আইপিএল ২০২৪ এ  ১৬ বছর বয়সী মিস্ট্রি  স্পিনার আল্লাহ গজানফারকে দলে নিয়েছে। আফগানিস্তান প্লেয়ারকে আফগান প্লেয়ার দিয়েই রিপ্লেস করেছে শাহরুখের নাইট ব্রিগেড৷
কলকাতা নাইট রাইডার্স  আইপিএল ২০২৪ এ  ১৬ বছর বয়সী মিস্ট্রি  স্পিনার আল্লাহ গজানফারকে দলে নিয়েছে। আফগানিস্তান প্লেয়ারকে আফগান প্লেয়ার দিয়েই রিপ্লেস করেছে শাহরুখের নাইট ব্রিগেড৷
অনুর্ধ্ব  ১৯ বিশ্বকাপে খেলে তাঁর যেরকম স্কিল দেখিয়েছেন তাতে তিনি একজন রহস্যময় স্পিনার হিসেবেই নিজের ছাপ রেখেছেন৷ আফগানিস্তানের পাকিতা প্রদেশের এই তরুণ বোলার রাইট আর্ম অফ ব্রেক বোলার৷
অনুর্ধ্ব  ১৯ বিশ্বকাপে খেলে তাঁর যেরকম স্কিল দেখিয়েছেন তাতে তিনি একজন রহস্যময় স্পিনার হিসেবেই নিজের ছাপ রেখেছেন৷ আফগানিস্তানের পাকিতা প্রদেশের এই তরুণ বোলার রাইট আর্ম অফ ব্রেক বোলার৷
এই কিশোর প্রতিভাকে ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কেকেআর৷ এই বছরের শুরুর দিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন গজানফার। গজানফারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি৷
এই কিশোর প্রতিভাকে ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে কেকেআর৷ এই বছরের শুরুর দিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন গজানফার। গজানফারের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি৷
৩.৩৫ তাঁর ইকোনমি৷  চার ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিনি৷  গজানফর তাঁর দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ৷
৩.৩৫ তাঁর ইকোনমি৷  চার ম্যাচে আট উইকেট নিয়েছিলেন তিনি৷  গজানফর তাঁর দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছিলেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ৷
এই মাসের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়, যদিও দুটি ম্যাচে তিনি উইকেট পাননি।
এই মাসের শুরুর দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়, যদিও দুটি ম্যাচে তিনি উইকেট পাননি।
গজানফর এখন পর্যন্ত লিমিটেড ওভারের সাদা বলের ম্যাচ খেলেছেন মাত্র কয়েকটি৷ তিনি ৬টি লিস্ট এ ম্যাচে ৫১.৫০ গড়ে মাত্র ৪ উইকেটের মালিক।
গজানফর এখন পর্যন্ত লিমিটেড ওভারের সাদা বলের ম্যাচ খেলেছেন মাত্র কয়েকটি৷ তিনি ৬টি লিস্ট এ ম্যাচে ৫১.৫০ গড়ে মাত্র ৪ উইকেটের মালিক।
অন্যদিকে তিনি ৩ টি-টোয়েন্টি ম্যাচে ৬.২২ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে ফিরেছেন। এর মধ্যে ৪টি উইকেট এসেছে একটিই ম্যাচে।
অন্যদিকে তিনি ৩ টি-টোয়েন্টি ম্যাচে ৬.২২ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে ফিরেছেন। এর মধ্যে ৪টি উইকেট এসেছে একটিই ম্যাচে।