Rahul Gandhi: কেন্দ্র ‘কর সন্ত্রাসবাদ’ চালাচ্ছে! ১,৭০০ কোটিরা আইটি নোটিশ নিয়ে প্রতিক্রিয়া রাহুল গান্ধির

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের মুখেই আর্থিক সংকটের মুখে পড়তে পারে কংগ্রেস৷ কারণ, কেন্দ্রীয় আয়কর দফতরের পক্ষ থেকে ভোটের মুখেই একটি ১ হাজার ৭০০ কোটি টাকার ডিমান্ড নোটিশ জারি করা হয়েছে৷ একটি নতুন নোটিশ জারি করা হয়েছে ২০১৭-‘১৮ আর্থিক বছর থেকে ২০২০-’২১ আর্থিক বছর পর্যন্ত আয়করে নোটিশে যুক্ত করা হয়েছে পেনাল্টির বিষয়টিও৷

এর একদিন আগেই দিল্লি হাইকোর্টের তরফ থেকে কংগ্রেসের একটি পিটিশন চ্যালেঞ্জ নাকচ করে দেওয়া হয়৷ এখন কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন্দ্র চাইছে কংগ্রেসের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করতে৷

এই ঘটনা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধি কেন্দ্রকে আক্রমণ করে এই পদক্ষেপকে কর সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন৷ পাশাপাশি, তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেছেন, এর পর যখন সরকার বদল হবে তখন, যাঁরা গণতন্ত্রের স্তম্ভকে নষ্ট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি৷

এই নিয়ে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অজয় মাকেন বলেছেন, ‘বিজেপি বারংবার আয়কর আইন ভঙ্গ করেছে৷ কেন্দ্রীয় আয়কর দফতরের উচিত এখনই বিজেপির বিরুদ্ধে একটি ৪ হাজার ৬০০ কোটি টাকার আইনি ডিমান্ড জারি করা৷’ ও দিকে বিজেপির তরফ থেকে সে দলের জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘কংগ্রেস মনে করে তারা দেশের সংবিধান ও আইনের উর্ধ্বে৷ সেই কারণে তারা কর ফাঁকি দিতেই পারে, তার পর মিথ্যা বলতে পারে ও অসহায় সাজতে পারে৷’