Health Tips: কোলেস্টেরলের যম! এক নয় একাধিক রোগে উপশম মহৌষধি গুণে ভরা এই প্রকার ঘাসে

উপকারী এক ঘাস, এই ঘাসে রয়েছে নানা উপকারী গুণ। উপকারী গুণের কারণে দারুন ভাবে বাড়ছে এই ঘাসের ব্যবহার।
উপকারী এক ঘাস, এই ঘাসে রয়েছে নানা উপকারী গুণ। উপকারী গুণের কারণে দারুণ ভাবে বাড়ছে এই ঘাসের ব্যবহার।
এই গাছ লাগিয়ে সহজেই বাড়িতে বসিয়েই প্রয়োজনে ব্যবহার করা যায়। এই ঘাস দেখতে অনেকটা খড়ি গাছের মত হলেও এর লেবুর মতও গন্ধ এবং উপকারী গুণ বেশি করে পরিচিতি এর।
এই গাছ লাগিয়ে সহজেই বাড়িতে বসিয়েই প্রয়োজনে ব্যবহার করা যায়। এই ঘাস দেখতে অনেকটা খড়ি গাছের মত হলেও এর লেবুর মতও গন্ধ এবং উপকারী গুণ বেশি করে পরিচিতি এর।
এই ঘাস প্রচুর ভাবে ব্যবহার হয় রান্নায়। গ্রাম ও শহরে দারুন ভাবে ব্যবহার হয়। একই সঙ্গে এই গাছের ঔষধি গুনের কারণে খোঁজ করে মানুষ।
এই ঘাস প্রচুর ভাবে ব্যবহার হয় রান্নায়। গ্রাম ও শহরে দারুণ ভাবে ব্যবহার হয়। একই সঙ্গে এই গাছের ঔষধি গুণের কারণে খোঁজ করে মানুষ।
ঔষধি গুণে ভরা লেমন ঘাস। এই গাছ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস। সংক্রমণ ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে। এমনকি কোলেস্টরেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঔষধি গুণে ভরা লেমন ঘাস। এই গাছ অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাস। সংক্রমণ ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে। এমনকি কোলেস্টরেলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই গাছে ভিটামিন শর্করা পটাশিয়াম সহ নানা উপাদান বর্তমান। সর্দি কাশি সারাতে লেমন ঘাস ও তুলসি পাতার মিশ্রণ দারুণ কার্যকরী। হজম শক্তি বৃদ্ধি ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ। পেটের সমস্যা সমাধানেও লেমন ঘাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এই গাছে ভিটামিন শর্করা পটাশিয়াম সহ নানা উপাদান বর্তমান। সর্দি কাশি সারাতে লেমন ঘাস ও তুলসি পাতার মিশ্রণ দারুণ কার্যকরী। হজম শক্তি বৃদ্ধি ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই গাছ। পেটের সমস্যা সমাধানেও লেমন ঘাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
 ডায়েটিশিয়ান অরিজিৎ দে জানান, লেমন ঘাসের উপকারী বহু গুণ রয়েছে। তবে এর যথাযথ উপকার পেতে ডাক্তার ও বিশেষজ্ঞের পরামর্শ মেনে খেলে সঠিক উপকার পাওয়া যাবে।
ডায়েটিশিয়ান অরিজিৎ দে জানান, লেমন ঘাসের উপকারী বহু গুণ রয়েছে। তবে এর যথাযথ উপকার পেতে ডাক্তার ও বিশেষজ্ঞের পরামর্শ মেনে খেলে সঠিক উপকার পাওয়া যাবে।