Mamata Banerjee: ‘বাম কংগ্রেসকে একটাও ভোট নয়!,’ ইন্ডিয়া জোট নিয়ে ফের বার্তা মমতার…বললেন, ‘এখানে তো জোট হয়নি, এখানে ঘোট হয়েছে!’

কৃষ্ণনগর: বাইরে পারদ চড়ছে তড়তড়িয়ে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোটের উত্তাপও৷ রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ার ময়দান থেকে লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন মমতা৷ আর শুরুতেই একগুচ্ছ ইস্যু নিয়ে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় স্তরে জোট শরিক, ‘ইন্ডিয়ার’ সদস্য বাম-কংগ্রেসকেও এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন তিনি৷ ফের মমতার মুখে উঠে এল রাজ্যে ‘একলা চলো’র প্রসঙ্গ৷

এদিন মমতা বলেন, ‘‘আমার আজ কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন? কেন বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে ভোট দেবেন না? ইন্ডিয়া অ্যালায়েন্স নামটা আমার দেওয়া। তৈরি করাও আমার। আমি সেটা ভোটের পর দেখে নেব। কংগ্রেসকে ভোট দেওয়া আর বিজেপিকে দেওয়া এক, আমি শুনেছি এখানে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্স নামে লড়াই করছে। কিন্তু এখানে তো জোট হয়নি। এখানে ঘোট হয়েছে। বাম-কংগ্রেসকে একটাও ভোট নয়৷’’

ক’দিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে৷ শুভেন্দু বলেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার করা হবে৷

আরও পড়ুন: গার্ডেনরিচের পরে বিরাটি! ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে শহরে মৃত্যু মহিলার, গ্রেফতার প্রোমোটার সহ ৬

আরও পড়ুন: ‘ও ওদের যোগ্য জবাব দেবে…’ মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই গর্জন শুরু মমতার! বললেন, ‘কারও গায়ে হাত দিতে দেব না!’

এদিনের মঞ্চ থেকে শুভেন্দুর নাম না করে সেই মন্তব্যকে কটাক্ষ করেন মমতা৷ তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘‘মোদিকে ঝুটা কথা বলতে হচ্ছে। দেওয়াল লিখছে তিন হাজার লক্ষ্মীর ভাণ্ডার দেব। আমি বলছি আগে ১০০ টাকা দে। তুমি দেবে কোথায় থেকে? এটা আমাদের। মেয়েদের জন্য কিছু করেছ?’’

প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে এদিন মমতার সভায় যাঁরা এসেছিলেন, তাঁদের সকলকেই ধন্যবাদ জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷