চড়ক পার্ব্বন’ নকশায় বাংলা নববর্ষের কথায় লেখা হয়েছে, " ইংরেজরা নিউ ইয়ারে বড় আমোফ করেন। আগামীকে দাড়াগুয়া পান দিয়ে বরণ করে নেনে। আর বাঙালিরা বছরটা সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ্দি আর রাস্তার ধুলো দিয়ে পুরানকে বিদায় দেন। কেবল কলসি উচ্ছূর্গ কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বছরকে মনে রাখেন।" স্বভাবতই এই লেখনি থেকে বোঝা যায় হালখাতার কথাই বলা হচ্ছে। তবে সে সময় যে নববর্ষ উৎযাপনে তেমন তোড়জোর ছিল না, তাও স্পষ্ট।

Poila Baisakh 2024:১৪ না ১৫? এবছর পয়লা বৈশাখ কবে? কোন নতুন বঙ্গাব্দে পা দেব আমরা, জানুন তারিখ ও দিন

বাংলা ক্যালেন্ডারে চলছে চৈত্রমাস। এটাই বছরের শেষ মাস। সামনেই বৈশাখ মাস। সূচিত হবে নতুন বঙ্গাব্দ।
বাংলা ক্যালেন্ডারে চলছে চৈত্রমাস। এটাই বছরের শেষ মাস। সামনেই বৈশাখ মাস। সূচিত হবে নতুন বঙ্গাব্দ।
প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে মাঝামাঝি পড়ে পয়লা বৈশাখ। কবে পড়ছে চলতি বছরের নববর্ষ? দেখে নিন পয়লা বৈশাখের তারিখটি।
প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারে মাঝামাঝি পড়ে পয়লা বৈশাখ। কবে পড়ছে চলতি বছরের নববর্ষ? দেখে নিন পয়লা বৈশাখের তারিখটি।
১৪৩০-কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখব ১৪৩১-এ। নতুন বছরকে স্বাগত জানানো বা বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি।
১৪৩০-কে পিছনে ফেলে রেখে আমরা পা রাখব ১৪৩১-এ। নতুন বছরকে স্বাগত জানানো বা বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি।
চলতি বছর বৈশাখের ১ তারিখ পড়েছে ইংরেজির ১৪ এপ্রিল রবিবার। নতুন জামা পড়ে, রাজকীয় খাওয়া দাওয়া ১৪ এপ্রিল উপভোগ করতে চলেছে বাঙালি।
চলতি বছর বৈশাখের ১ তারিখ পড়েছে ইংরেজির ১৪ এপ্রিল রবিবার। নতুন জামা পড়ে, রাজকীয় খাওয়া দাওয়া ১৪ এপ্রিল উপভোগ করতে চলেছে বাঙালি।
পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ আছে বঙ্গসমাজে। চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়।
পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ আছে বঙ্গসমাজে। চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়।

 

পয়লা বৈশাখের পাশাপাশি এ সময়েই অনুষ্ঠিত হয় বিহু, উগাড়ির মতো বর্ষবরণের অনুষ্ঠানও। তিথি ও শুভক্ষণ থাকলে অনেকেই শুভ কাজ করে থাকেন পয়লা বৈশাখে।
পয়লা বৈশাখের পাশাপাশি এ সময়েই অনুষ্ঠিত হয় বিহু, উগাড়ির মতো বর্ষবরণের অনুষ্ঠানও। তিথি ও শুভক্ষণ থাকলে অনেকেই শুভ কাজ করে থাকেন পয়লা বৈশাখে।