Investments and Returns: ঝুঁকি ছাড়া কম সময়ে বাম্পার রিটার্ন চান? এই স্কিমে টাকা রাখুন, হয়ে যাবেন মালামাল

এক সপ্তাহ থেকে ১৮ মাস মেয়াদ। অর্থাৎ একবারে কম সময়। ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু বাম্পার রিটার্ন মেলে। এইরকম বিনিয়োগ করতে চাইলে আলট্রা শর্ট টার্ম মিউচুয়াল ফান্ড আদর্শ। স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চাইলে এই স্কিমের জুড়ি নেই।
এক সপ্তাহ থেকে ১৮ মাস মেয়াদ। অর্থাৎ একবারে কম সময়। ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু বাম্পার রিটার্ন মেলে। এইরকম বিনিয়োগ করতে চাইলে আলট্রা শর্ট টার্ম মিউচুয়াল ফান্ড আদর্শ। স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চাইলে এই স্কিমের জুড়ি নেই।
আলট্রা শর্ট ফান্ডে কাদের বিনিয়োগ করা উচিত: শুরুতেই বলা হয়েছে, আলট্রা শর্ট ফান্ডের মেয়াদ এক সপ্তাহ থেকে ১৮ মাস। তাই যারা স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
আলট্রা শর্ট ফান্ডে কাদের বিনিয়োগ করা উচিত: শুরুতেই বলা হয়েছে, আলট্রা শর্ট ফান্ডের মেয়াদ এক সপ্তাহ থেকে ১৮ মাস। তাই যারা স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
এই ফান্ড স্থির আয়ের সম্পদে বিনিয়োগ করা হয়। অর্থাৎ ঝুঁকি কম। যে সব বিনিয়োগকারী ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই ফান্ড স্থির আয়ের সম্পদে বিনিয়োগ করার কারণে ন্যূনতম বাজার প্রভাব সহ লভ্যাংশ অর্জন করতে পারেন বিনিয়োগকারীরা।
এই ফান্ড স্থির আয়ের সম্পদে বিনিয়োগ করা হয়। অর্থাৎ ঝুঁকি কম। যে সব বিনিয়োগকারী ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাঁরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই ফান্ড স্থির আয়ের সম্পদে বিনিয়োগ করার কারণে ন্যূনতম বাজার প্রভাব সহ লভ্যাংশ অর্জন করতে পারেন বিনিয়োগকারীরা।
কী কী সুবিধা পাওয়া যায়: আলট্রা শর্ট ফান্ড আসলে লিকুইড ফান্ড। অর্থাৎ যে কোনও সময় বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া যায়।
কী কী সুবিধা পাওয়া যায়: আলট্রা শর্ট ফান্ড আসলে লিকুইড ফান্ড। অর্থাৎ যে কোনও সময় বিনিয়োগ প্রত্যাহার করে নেওয়া যায়।
স্বল্পমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করে আলট্রা শর্ট ফান্ড। ১ বছর মেয়াদে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য রিটার্ন পাওয়া সম্ভব। স্বল্পমেয়াদি হলেও এই ফান্ডে ঝুঁকি প্রায় নেই। সুদের হারের অস্থিরতা থেকে বিনিয়োগকারীরা রক্ষা পান। স্বল্পমেয়াদি সিকিউরিটিজ বা অন্যান্য বিনিয়োগের তুলনায় আলট্রা শর্ট ফান্ডের রিটার্ন বেশি।
স্বল্পমেয়াদি আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করে আলট্রা শর্ট ফান্ড। ১ বছর মেয়াদে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য রিটার্ন পাওয়া সম্ভব। স্বল্পমেয়াদি হলেও এই ফান্ডে ঝুঁকি প্রায় নেই। সুদের হারের অস্থিরতা থেকে বিনিয়োগকারীরা রক্ষা পান। স্বল্পমেয়াদি সিকিউরিটিজ বা অন্যান্য বিনিয়োগের তুলনায় আলট্রা শর্ট ফান্ডের রিটার্ন বেশি।
আলট্রা শর্ট ফান্ডে এক্সিট লোড নেই। মেয়াদপূর্তির আগে মূলধন তুলে নিলে বিনিয়োগকারীকে জরিমানা দিতে হয়। সেটাই এক্সিট লোড। অধিকাংশ আলট্রা শর্ট ফান্ডে এক্সিট লোড না থাকলেও বিনিয়োগ করার আগে দেখে নেওয়া উচিত। কারণ কিছু ফান্ডে এক্সিট লোড রয়েছে।
আলট্রা শর্ট ফান্ডে এক্সিট লোড নেই। মেয়াদপূর্তির আগে মূলধন তুলে নিলে বিনিয়োগকারীকে জরিমানা দিতে হয়। সেটাই এক্সিট লোড। অধিকাংশ আলট্রা শর্ট ফান্ডে এক্সিট লোড না থাকলেও বিনিয়োগ করার আগে দেখে নেওয়া উচিত। কারণ কিছু ফান্ডে এক্সিট লোড রয়েছে।
অন্যান্য ঋণ তহবিলের বিপরীতে স্বল্পমেয়াদি এবং অন্তর্নিহিত সম্পদের কারণে এই ফান্ডে ঝুঁকি কম। কিন্তু লিকুইড ফান্ডের সঙ্গে তুলনা করলে কিছুটা ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করেই বিনিয়োগ করা উচিত।
অন্যান্য ঋণ তহবিলের বিপরীতে স্বল্পমেয়াদি এবং অন্তর্নিহিত সম্পদের কারণে এই ফান্ডে ঝুঁকি কম। কিন্তু লিকুইড ফান্ডের সঙ্গে তুলনা করলে কিছুটা ঝুঁকি রয়েছে। তাই ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করেই বিনিয়োগ করা উচিত।
আলট্রা শর্ট ফান্ডের রিটার্ন মূলধন লাভ করের অধীন। লাভের সময়কাল তিন বছরের কম হলে বিনিয়োগকারীকে স্বল্পমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে। তিন বছরের বেশি হলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর কাটা হবে।
আলট্রা শর্ট ফান্ডের রিটার্ন মূলধন লাভ করের অধীন। লাভের সময়কাল তিন বছরের কম হলে বিনিয়োগকারীকে স্বল্পমেয়াদি মূলধন লাভ কর দিতে হবে। তিন বছরের বেশি হলে দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর কাটা হবে।